21/07/2025
বাজারে ষড়যন্ত্র তত্ত্ব ছাইড়া দেওয়া হইসে।
আমেরিকার বিমান কেনার জন্য নাকি আমেরিকা এই কাজ করছে।
অথচ আমেরিকার বিমান কেনার প্রাথমিক চুক্তি আগেই হয়ে গেছে।
তার জন্য এতগুলো ছেলে মেয়ে মারার দরকার নাই।
ইসলামপন্থী কিছু ভো*ই এই গুজব চালানোতে লিড দিচ্ছে।
আপনাদেরকে আগেই বলেছি।
এগুলো সব এজেন্সির মাল। এজেন্সির কথায় উঠে, বসে কথাও বলে।
এই খুনের সবচেয়ে বড় দায় কার?
বাংলাদেশ বিমান বাহিনীর।
কেনো, যদি, কিন্তু, তবে এখানে নাই। ফুলস্টপ।
এই বিমান কেনার সময় যে পুকুর সমান দুর্নীতি হইসে, সেই দুর্নীতিতে কারা জড়িত?
আর্মি আর বিমানবাহিনীর বড় বড় অফিসাররা।
এইবার বুঝছেন? লাশের সংখ্যা বললে কেন পেটানো হইসে?
লাশের আসল সংখ্যা বের হলে কার সমস্যা?
সরকারের না।
কারণ, এই ভাঙারি এই সরকার কিনে নাই।
কিনসে হাসিনার সরকার।
হাসিনার সরকার এখন দিল্লিতে।
দেশে আছে কারা?
হাসিনা পালাইসে। বাট হাসিনার আমলারা কি পালাইসে?
না।
হাসিনার বানানো অফিসাররা?
না।।তারাও দেশেই আছে।
লাশের সংখ্যা বের হইলে সমস্যাটা কাদের হবে, এবার হিসাব মিলান।
এই ঘটনার দায় পাইলট বা আমেরিকার উপর দিয়ে দিলে কাদের সুবিধা হয়, হিসাব করেন।
কোন ষড়যন্ত্র কেন বাজারে ছাড়া হচ্ছে, সেটা বোঝা লাগবে ভাই।
আর আরেকটা কথা হলো,
আপনার দেশের গাড় মারার জন্য আমেরিকার দরকার নাই,
আপনার দেশের আমলা, সামরিক বাহিনীর অফিসাররা আর রাজনীতিবিদরা মিলে দেশটাকে এমনই গাড় মারা মেরেছে যে, এই দেশকে নতুন করে মারার আর কিছু বাকি নাই।
অমুক তমুক দেশের উপর দায় চাপিয়ে দুর্নীতিবাজ, খুনিদের বাঁচাইয়া দেওয়ার এই ফাঁদে পইড়েন না।
এদের মুখোশ খুলেন।
এই খুনিদের খুনি বলেন।
নাহলে অন্যের ছেলে মেয়ে মারতে মারতে এই খুনিরা কাল আপনার ঘর পর্যন্ত পৌছে যাবে।
এটা মাথায় রাইখেন।
🖋️ সাদেকুর রহমান খান!!