
24/07/2025
🧠 মাথায় গুলির আঘাতে সেরে গেল মানসিক রোগ!
“জর্জ” নামে ১৯ বছরের এক যুবক মারাত্মক ওসিডিতে (OCD) ভুগছিলেন। দিনে শত শতবার হাত ধোয়া, ঘন ঘন গোসল—এসব বাধ্যতামূলক আচরণে তাঁর জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। হতাশ হয়ে একদিন তিনি আত্মহত্যার চেষ্টা করেন—নিজের মাথায় .২২ ক্যালিবার রাইফেল দিয়ে গুলি চালান।
অবিশ্বাস্যভাবে, গুলি তাঁর বাম ফ্রন্টাল লোব (মস্তিষ্কের কপালের অংশে) আটকে গেলেও, তিনি বেঁচে যান। অস্ত্রোপচারে সব ফ্র্যাগমেন্ট অপসারণ করা সম্ভব হয়নি। কিন্তু এই আঘাতেই ঘটে অদ্ভুত এক পরিবর্তন—মাত্র তিন সপ্তাহের মধ্যেই জর্জের ওসিডি লক্ষণ প্রায় পুরোপুরি কমে যায়।
পরবর্তী পাঁচ বছরে তিনি সামাজিক জীবনে ফেরেন, চাকরি নেন এবং কলেজে ‘স্ট্রেট-এ’ গ্রেড অর্জন করেন।
তাঁর চিকিৎসক নিউরোলজিস্ট ড. লাজলো সোইলোম জানান, গুলিটি মস্তিষ্কের যে অংশটিকে নিস্ক্রিয় করে দেয়, সেটিই ওসিডির জন্য দায়ী। অথচ তাঁর জ্ঞান বা চিন্তার ক্ষমতায় কোনো বড় ক্ষতি হয়নি।
এই ঘটনাটি একদিকে যেমন ভাগ্য এবং দুর্ঘটনার মিশেল, অন্যদিকে তা আমাদের জানিয়ে দেয়—মস্তিষ্ক আর মানসিক রোগের সম্পর্ক কত জটিল ও এখনো রহস্যে ঘেরা।
📰 সূত্র:
New York Times, ২৫ ফেব্রুয়ারি ১৯৮৮
শিরোনাম: “Brain Wound Eliminates Man’s Mental Illness”