বজ্রকন্ঠ ২৪

বজ্রকন্ঠ ২৪ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বজ্রকন্ঠ ২৪, Chittagong.

যাকে কেন্দ্র করে রক্তাক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম ........ সেই ছাত্রীর নাম সানিলা জামিল জয়ী....... বেশ ক...
01/09/2025

যাকে কেন্দ্র করে রক্তাক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম ........ সেই ছাত্রীর নাম সানিলা জামিল জয়ী.......

বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা ( স: ) কে নিয়ে কটুক্তি র দায়ে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বছরের জন্য বহিষ্কার করেছিল ।

বিস্তারিত পড়ুন। শিক্ষামন্ত্রীর নাম ভাঙিয়ে রাহুল যেভাবে 'কলাগাছ'নিজ স্ত্রীকে সিভাসু'তে চাকরি দেওয়া থেকে শুরু করে পদন্নোত...
31/08/2025

বিস্তারিত পড়ুন।

শিক্ষামন্ত্রীর নাম ভাঙিয়ে রাহুল যেভাবে 'কলাগাছ'

নিজ স্ত্রীকে সিভাসু'তে চাকরি দেওয়া থেকে শুরু করে পদন্নোতি, চাকুরী স্থায়ীকরন,সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, রাহুল দাশে র কেরামতি!

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু'র সাবেক উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের দ্বিতীয় বারের মেয়াদ শেষে হওয়ায় পর সরকার কর্তৃক নিযুক্ত হয়ে গত ২ জানুয়ারী' ২৩ ইং এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান সিভাসুতে যোগদান করেন। ক্যাম্পাসে তিনি অত্যন্ত অমায়িক-সজ্জন ও নিরীহ প্রকৃতির ভদ্র লোক হিসাবে বেশ পরিচিত। তিনি ভিসি হিসাবে যোগদানের পর থেকে তথাকথিত বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতা আর তৎকালীন শিক্ষা উপমন্ত্রী নওফেলের ব্যক্তিগত সহকারীদ্বয় রাহুল দাশ ও অমিত বসুকে দিয়ে নিয়োগ বাণিজ্য-টেন্ডারবাজিসহ নানান ধরণের অন্যায় আবদার রক্ষা করার জন্য প্রভাবিত করে। এছাড়া মন্ত্রীর অনুসারি কর্মকর্তা আবু আরিফ ও ভিসির পিএস মিলে একটি সিন্ডিকেট তৈরি করে এসব কাজ চালায়।
অন্যদিকে সিভাসু ছাত্রলীগের বহিস্কৃত আহ্বায়ক কমল কান্তি মজুমদার মন্ত্রণালয়ে বসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব বাণিজ্য করে।
বর্তমান ভিসিকে ব্যর্থ করতে সাবেক ভিসি সহ চিহ্নিত মহল কৌশলে এ অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের প্রথম পদক্ষেপ শুরু হয়,তৎকালীন শিক্ষা উপমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশের স্ত্রী পাপিয়া সেনের পদোন্নতির বিষয় নিয়ে। সিভাসু'র সাবেক ভিসি ড. গৌতম বুদ্ধ দাশের সময়কালে রাহুল দাশ শিক্ষা উপমন্ত্রীর সুপারিশ নিয়ে তার স্ত্রীর চাকুরীর জন্য অফিস সহকারী -কাম কম্পিউটার অপারেটরের বায়োডাটা নিয়ে আসেন; তখন হাটহাজারীস্থ র্ফাম বেইডজ ক্যাম্পাসের জন্য কতগুলো পদ সৃষ্টি হওয়ায় তৎকালীন ভিসি শিক্ষা উপমন্ত্রীকে খুশী করার পাশাপাশি নিজেদের সম্প্রদায়ের লোক বলে রাহুলের স্ত্রীকে নিয়ম ভঙ্গ করে প্রথম শ্রেণীর একাউন্টস অফিসার হিসাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন এবং এর ৩ বছর ৩ মাস পরে গত বছরের ১৬/০৫/২০২২ ইং তারিখে উক্ত একাউন্টস অফিসার হিসাবে স্থায়ীকরণ করা হয়। যদিও হাটহাজারীস্থ ফার্ম বেইডজ ক্যাম্পাসের বিপরীতে নিয়োগ কিন্ত অফিস করেন মেইন ক্যাম্পাসে। মূল প্রেক্ষাপট শুরু হয় অস্থায়ী চাকুরীকাল গণনা করে আপগ্রেডেশনের মাধ্যমে রাহুলের স্ত্রী পাপিয়া সেন কে পদোন্নতি দেওয়ায় জন্য উপমন্ত্রী নির্দেশ দিলে ভিসি এ এস এম লুৎফুল আহসান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মো: কামাল উদ্দীনকে আহবায়ক করে অস্থায়ী চাকুরীকাল গণনার জন্য একটি কমিটি গঠন করে দেন। উক্ত কমিটির রির্পোট প্রত্যাশিত না হওয়ায় রাহুল দাশের স্ত্রী পাপিয়া সেন কে আপগ্রেডেশনের মাধ্যমে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। তাতে রাহুল দাশ থেমে যায়নি পদোন্নতি আদায়ে অন্য কৌশল অবলম্বন করেন এবং ভিসিকে আরো চাপে রাখার জন্য মরিয়া হয়ে উঠে।

দ্বিতীয় পদক্ষেপে কথিত ছাত্রলীগ নেতা (পায়েল- সাব্বির গং) ও শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিলে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের পছন্দের একজন ছাত্রকে ফিশারিজ ম্যানেজমেন্টের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা শুরু করেন। কিন্তু শিক্ষক নিয়োগ বোর্ড অপেক্ষাকৃত মেধাবীদের শিক্ষক হিসাবে সিলেকশন করায় তারা ক্ষুব্ধ হয়ে ঐ দিনই ভিসি অফিসসহ প্রশাসনিক ভবনে তালা মেরে দেয়। প্রথমে খুলশী থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তালা খুলে দেয়। ঠিক একই ভাবে গত ১৭ জুলাই' ২৩ ইং সিন্ডিকেট সভার দিন কোন কারণ ছাড়া আবারো উদ্দেশ্যমূলক ভাবে ঐ সমস্ত তথাকথিত ছাত্রলীগ নেতারা ভিসি অফিসসহ প্রশাসনিক ভবনে তালা মেরে ভিসি, সংশ্লিষ্ট ডিনদের অশ্লীল /অশোভনীয়/ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অবরুদ্ধ করে রাখে এভাবে ভিসিকে মানসিক টেনশনে রেখে তাদের লক্ষ্য আদায়ে অটুট থাকে।

অবশেষে তাদের পরবর্তী মিশন/ টার্গেট সফল হয়। সেটি হলো রাহুলের স্ত্রীর চাকুরীকাল গণনার রির্পোট পজেটিভ না হলে তারা অন্য আরেকটি প্রক্রিয়া বেচে নেয়। এ প্রক্রিয়া রাহুল বিগত ১০/০৩/২০২১ ইং প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিকে পূন: বিজ্ঞপ্তি দিতে ভিসিকে বাধ্য করে। এ পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৩/০৬/২০২৩ ইং আর আবেদনের শেষ সময় হলো ২৪/০৭/২০২৩ ইং অথচ বিশ্ববিদ্যালয়ের করিৎকর্মা রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার ২৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির ২ নং পদ 'সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক' পদের আবেদন মাত্র একদিনে যাচাই বাচাই করে ২৫/০৭/২০২৩ ইং ইন্টার্ভিউ কার্ড ইস্যু করেন এবং গত ২রা আগস্ট '২৩ ইং শোকের মাসে নিয়োগ বোর্ডের সময় নির্ধারিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণত ৩/৪ মাস পর সিন্ডিকেট সভা হয় তার আপগ্রেডেশন / নিয়োগ বোর্ড গুলোর সময় নির্ধারিত হয় কিন্ত জুলাই মাসে একটি সিন্ডিকেটে অনেক গুলো আপগ্রেডেশন / নিয়োগ সম্পন্ন হলেও কোন অদৃশ্য ইঙ্গিতে তড়িঘড়ি করে এ নিয়োগ বোর্ড? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আবেদনের যোগ্যতা না থাকার পরও তৎকালীন উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশের স্ত্রী পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক' পদে নিয়োগ দেওয়া হয়। বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

৫/ এদিকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী পাপিয়া সেনের অভিজ্ঞতা না থাকার পর তাকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে নিয়োগ দেওয়ায় আপত্তি দিয়েছে ইউজিসি অডিট কমিটি। তারা জানতে চেয়েছে, শর্ত অনুযায়ী পাপিয়া সেনের ওই পদে আবেদনের যোগ্যতাই নেই। পাশাপাপাশি অন্যান্য প্রার্থীর চেয়ে তার শিক্ষাগত যোগ্যতায়ও পিছিয়ে। তাকে কিভাকে নিয়োগ দেওয়া হলো? সেই ব্যাখ্যা চেয়েছে। তার সঠিক কোন ব্যাখ্যা না থাকায় তার নিয়োগ বহাল রাখতে নতুন অনিয়ন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ পাপিয়া সেন আগে যে পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছে সেটাকে এখন তার অভিজ্ঞতা হিসাবে দেখানোর প্রক্রিয়া শুরু করে। এজন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি সেটাকে অনুমোদন দেওয়ার পর সিন্ডিকেট মিটিংয়ে পাস করানো হবে। তবে এক্ষেত্রে ওই সময় যোগ দেওয়া আরও ১০ জন কর্মকর্তা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। একই সময়ে যোগ দিলেও পাপিয়া সেন ও আবু আরিফ ৫ থেকে ৬ বছরের সিনিয়র হয়ে যাবেন। এতে অসন্তোষ তৈরি হবে।

শিক্ষামন্ত্রীর জন্য নতুন অনিয়ম করেন।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
29/08/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

27/08/2025
12/08/2025

প্রথম বাঙালী বিপ্লবী, সশস্ত্র বিপ্লবের সর্ব কনিষ্ঠ শহীদ, ক্ষুদিরাম বসুর ১১৭ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

#ক্ষুদিরাম #বিপ্লবী ゚ #ব্রিটিশ #বজ্রকন্ঠ২৪

09/08/2025

এক বছর আগে মৃত জিয়াদের দাবি সে জীবিত,তাকে মেরে ফেলেছে।শাস্তি চান মিথ্যা মামলায় ফাঁসানোর সাথে জড়িতদের।

07/08/2025

প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ!

-------------------------------------------------------------

#সিসিটিভি #ফুটেজ #সাংবাদিক #তুহিন #খুন #লাশ #গাজীপুর #কুপিয়ে #হত্যা #জবাই #বজ্রকন্ঠ২৪ #চাঁদা #চাঁদাবাজ #চাঁদাবাজি #পুলিশ #থানা #হামলা #দৃশ্য

07/08/2025

নাটোরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা!

নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করলো দুর্বৃত্তরা | | | #বজ্রকন্ঠ২৪
#বজ্রকন্ঠ২৪

Address

Chittagong
৪০০০

Alerts

Be the first to know and let us send you an email when বজ্রকন্ঠ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বজ্রকন্ঠ ২৪:

Share