বজ্রকন্ঠ ২৪

বজ্রকন্ঠ ২৪ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বজ্রকন্ঠ ২৪, Chittagong.

12/07/2025

সংবাদ চট্টগ্রাম ডেস্ক
১২ জুলাই, ২০২৫

চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপি যুবদলের নাম ভাঙিয়ে বাকলিয়া, চকবাজার এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশাকে দল থেকে ব-হিষ্কার

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তার বিরুদ্ধে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অ-পকর্মের দায় দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে এমদাদুল হক বাদশা দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

জিয়া আমাকে স্যালুট করতো,স্যার বলতো:ড.কামাল হোসেন। সংবিধান প্রনেতা ও গণফোরাম সভাপতি
10/07/2025

জিয়া আমাকে স্যালুট করতো,স্যার বলতো:

ড.কামাল হোসেন।
সংবিধান প্রনেতা ও গণফোরাম সভাপতি

09/07/2025
চট্টগ্রামে ভাগিনার ছু'রিকা'ঘাতে মামা খু'ন!চট্টগ্রাম মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বি’রোধের বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে মা...
09/07/2025

চট্টগ্রামে ভাগিনার ছু'রিকা'ঘাতে মামা খু'ন!

চট্টগ্রাম মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বি’রোধের বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে মামার উপর অতর্কিত হামলা করলে মামা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন দীর্ঘদিন যাবত জায়গায় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো মামা ভাগিনার মধ্যে, আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে, ভাগিনা হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে মামার উপর অতর্কিত হামলা করলে ভাগিনার ছু'রিকা'ঘাতে মামার মৃ'ত্যু হয়।

ববি হাজ্জাজকে ‘রাজাকারপুত্র ও আইএসআই এজেন্ট’ বললেন শিক্ষা মন্ত্রী নওফেল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়৮ জুলাই ২০২৫, মঙ্গলবার জা...
08/07/2025

ববি হাজ্জাজকে ‘রাজাকারপুত্র ও আইএসআই এজেন্ট’ বললেন শিক্ষা মন্ত্রী নওফেল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ‘কুখ্যাত রাজাকারের পুত্র’, ‘আইএসআই এজেন্ট’ ও ‘যৌন নির্যাতনকারী’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টে তিনি ববি হাজ্জাজের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নওফেলের ফেসবুক পোস্ট ও অভিযোগ

মহিবুল হাসান চৌধুরী তার পোস্টে ববি হাজ্জাজের বিভিন্ন পরিচয় তুলে ধরে লেখেন:
"ববি হাজ্জাজ জাতীয় পার্টির বহিষ্কৃত এই আদমের নানান পরিচয়:

কুখ্যাত রাজাকার নুলা মুসা, তথা আদম মুসার পুত্র;

জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিশিষ্ট এজেন্ট;

শিক্ষক রূপে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নির্যাতনকারী;

লাল বদর নারী দলের আহ্বায়ক ব্যারিস্টার রাসনা ইমামের একমাত্র স্বামী;

বউ পেটানোর কারণে পূর্বের স্ত্রী গায়িকা আনিলার প্রত্যাখ্যাত তালাক প্রাপ্ত স্বামী;"

নওফেল তার পোস্টের শেষে ববি হাজ্জাজের একটি সাম্প্রতিক রাজনৈতিক দাবির দিকে ইঙ্গিত করে লেখেন, "উনি ইদানীং স্বপ্নেও আওয়ামী লীগ নিয়ে ভীত। তাই দাবী দিলেন আওয়ামী লীগ যেনো স্বতন্ত্র রুপেও আসতে না পারে!" পোস্টের সাথে তিনি ববি হাজ্জাজের একটি সংবাদ সম্মেলনের ছবি সংযুক্ত করেন, যেখানে হাজ্জাজ আওয়ামী লীগের সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য দিয়েছিলেন।

অভিযোগগুলোর পেছনের কথা

নওফেলের তোলা প্রতিটি অভিযোগেরই পেছনে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক ও নানা গুঞ্জন।

১. রাজাকারপুত্র বিতর্ক: ববি হাজ্জাজের পিতা মুসা বিন শমসেরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বিতর্ক বহু পুরনো। ফরিদপুর অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে। যদিও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো আনুষ্ঠানিক রায় হয়নি, তবে ‘রাজাকারের সহযোগী’ হিসেবে তার পরিচিতি রাজনৈতিক মহলে প্রচলিত।

২. আইএসআই সংযোগ: ববি হাজ্জাজ বা তার পিতার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সংযোগের অভিযোগ বিভিন্ন সময়ে উঠলেও এর কোনো অকাট্য প্রমাণ জনসম্মুখে আসেনি।

৩. যৌন হয়রানির অভিযোগ: ববি হাজ্জাজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতাকালে তার বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা মামলা হয়নি।

৪. পারিবারিক নির্যাতন: জনপ্রিয় শিল্পী আনিলার সঙ্গে ববি হাজ্জাজের বিবাহবিচ্ছেদের পর নির্যাতনের বিষয়টি আলোচনায় আসে। আনিলা বিভিন্ন সাক্ষাৎকারে তাদের সম্পর্কের অবনতির পেছনে ববি হাজ্জাজের নির্যাতনমূলক আচরণকে ইঙ্গিত করেন, যা নওফেলের অভিযোগকে পরোক্ষভাবে সমর্থন করে।

প্রতিক্রিয়া ও রাজনৈতিক উত্তাপ

সাবেক শিক্ষামন্ত্রীর এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। আওয়ামী লীগের সমর্থকরা নওফেলের বক্তব্যকে সমর্থন করে ববি হাজ্জাজের সমালোচনা করছেন। অন্যদিকে, অনেকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এ ধরনের ব্যক্তিগত ও আক্রমণাত্মক ভাষার ব্যবহারকে অশোভন বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে ববি হাজ্জাজ বা তার দল এনডিএম-এর পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণের একটি নতুন ধারা শুরু হতে পারে।

বর্জ্রকন্ঠ"২৪ ফলো দিয়ে পাশে থাকুন 🤝

উমামার তদবিরে বহালফটিকছড়ির ইউএনও মোজাম্মেল! আওয়ামী লীগের আমলে পোস্টিং হওয়া কোনো সরকারি কর্মকর্তা এখন অবশিষ্ট না থাকলেও উ...
04/07/2025

উমামার তদবিরে বহাল
ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল!

আওয়ামী লীগের আমলে পোস্টিং হওয়া কোনো সরকারি কর্মকর্তা এখন অবশিষ্ট না থাকলেও উমামার জোরে বহাল রয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

২০২৩ সালে ফটিকছড়িতে পোস্টিং পান আলোচিত এই কর্মকর্তা। উপজেলা নির্বাচনে স্থানীয় তৎকালীন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির পছন্দের প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের পক্ষে না থাকায় তার রোষানলে পড়েন। ২৪ এর জুলাই মাসে বদলি হন চকরিয়া উপজেলায়। ইতিমধ্যে আগস্টের জঙ্গি হামলার পর নড়চড়ে বসেন। এতদিন চুয়েট ছাত্রলীগের নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়া মোজাম্মেল হক চৌধুরী বনে যান শিবির। হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের জামাতি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর মধ্যস্থতায় পাশে পেয়ে যান ঢাবির জঙ্গি নেত্রী, সমন্বয়ক নামধারী উমামা ফাতেমাকে। উমামাকে মোটা অংকের বিনিময়ে বাগে নিয়ে গেরে বসেন ফটিকছড়িতে। নামেন আওয়ামী লীগ নিধনে। ক্লিন সেভের মোজাম্মেল আগস্টের পর থেকে দাঁড়িতে ক্ষুর বসাননি। এখন পুরো শশ্রুমণ্ডিত। পরিচয় দেন চুয়েট শিবিরের কর্মী হিসেবে। ভুলেও আর দেন না, বাবার মুক্তিযোদ্ধা পরিচয়। দিনভর থাকেন স্থানীয় জামাত বেষ্টিত হয়ে। তাকে নিয়ে স্থানীয় বিএনপির অস্বস্তি শুরু থেকে। হলেও করার কিছু নেই, মোজাম্মেলের সাথে সাথে আছে উমামা। উমামা গ্রামের বাড়িতে গেলে আগাগোড়া প্রটোকল দিতে লেগে থাকেন মোজাম্মেল। বিষয়টি দৃষ্টিকটু হলেও করার কিছু নেই। কারণ পোস্টিং তদবিরের যাদুর কাঠি যে উমামার হাতে!

ধর্ষন এবার চট্টগ্রামে... চট্টগ্রামের আকবর শাহ এলাকায় শিউলি নামের ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের সময় ধরা পড়ে ধর্ষক রায়হান। মেয়...
29/06/2025

ধর্ষন এবার চট্টগ্রামে...

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় শিউলি নামের ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের সময় ধরা পড়ে ধর্ষক রায়হান। মেয়েটির গলায় ছুরি ধরে প্বার্শবর্তী পাহাড়ের উপর নিয়ে গিয়ে ধর্ষনে উদ্যত হয় রায়হান। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হাতেনাতে কাপড় খোলা অবস্থায় ধর্ষককে ধরে ফেলে। এরপর এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশকে দেয়।

আগেও ধর্ষনের অপরাধে জেলে ছিলো অভিযুক্ত এই ধর্ষক রায়হান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন সব অপরাধীকে গণহারে জামিন দেয়া হয়, এই ধর্ষক ও সেই গণ জামিনে বের হয়ে আসে। বের হয়ে আবারো সে একই কান্ড ঘটায়।

17/06/2025

গুলিস্তানে দিনেদুপুরে চলন্ত গাড়ির পার্টস ছিনতাই!

-----------------------------------------------------------------------

#গুলিস্তান #জ্যাম #ট্রাফিক #রাজধানী #ঢাকা #ছিনতাই #ছিনতাইকারী #ডাকাত #ডাকাতি #চুরি #পুলিশ #লাশ #হত্যা #খুন #সন্ত্রাস #সন্ত্রাসী #অপরাধ #অপরাধী #অস্ত্র #থানা #আইন #মোহাম্মদপুর #মব #মাদক #গাঁজা #গাড়ি #মাইক্রোবাস #প্রাইভেটকার #কিশোর #মোটরসাইকেল #বাইক #বাইকার

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বজ্রকন্ঠ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বজ্রকন্ঠ ২৪:

Share