Jannatul Ferdous Sathi

Jannatul Ferdous  Sathi I am a professional Digital Marketing expert. I have been working Successfully since 2 years

13/03/2023

শুভ সকাল।

সময় ও স্রোত কখনোই কারে জন্য অপেক্ষা করেনা।
তাই সময় একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাওয়ার সুযোগ নেই।
তাই সময় কে কাজে লাগান,
সময় কে টাকার সাথে তুলনা করুন।

11/03/2023

শুভ সকাল 🌻

“জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাঁধাসমূহকে দেখাও না যে তুমিও কম কঠিন নও”

শুভ সকাল 🌻 “যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; ত...
10/03/2023

শুভ সকাল 🌻

“যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে”।

07/03/2023

হে আল্লাহ! হাত উঠানোর তাওফিক যখন দিসো, দুআ কবুল করবা না কেন? আমি আর কার কাছে চাবো? তোমার চৌকাঠ থেকে বিতারিত হলে চাওয়ার মত দ্বিতীয় কোন জায়গা তো নেই।

তোমার রসুল বলেছে, তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রসুলের কথা মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি ফেরত দিও না, আল্লাহ।

আমি শুনেছি, গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুআ করে। সেই পাপীর পাপের কারনে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুআ হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শাইতানের প্ররোচনায় পড়ে হাজারো পাপে পাপী এই বান্দার এতগুলো বদদুআর মোকাবেলা করার শক্তি নেই।

আল্লাহ! একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সম্তানকে শাষন করেন ঠিকই। কিন্ত রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন।

আল্লাহ! শত অভিযোগের কারনে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নিবেন না। আমাকে মাফ করে দিন।

17/02/2023

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই

আলহামদুলিল্লাহ আরেকটি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামি ৩০/০১/২০২৩ তাংসোমবার রাত ৯.৩০ মিনিটে। যারা ব্যাচ নিয়ে আপডেট জানার...
25/01/2023

আলহামদুলিল্লাহ আরেকটি নতুন ব্যাচ
শুরু হতে যাচ্ছে আগামি ৩০/০১/২০২৩ তাং
সোমবার রাত ৯.৩০ মিনিটে।
যারা ব্যাচ নিয়ে আপডেট জানার জন্য ইনবক্স করেন সকলের জন্য পোস্ট টি করা।

প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হলে
আপনার এই ৩ টি প্রস্তুতি আছে কিনা দেখুন,

১.শতভাগ শিখার আগ্রহ
২.এন্ড্রয়েড ডিভাইস
৩.ট্যুল'স সেটআপ ও পেইড কোর্স প্রস্তুতি।

যাদের এই প্রস্তুতি আছে ফ্রি ক্লাস করে সিদ্বান্ত নিতে পারেন
ফ্রি ক্লাসের রেজিষ্ট্রেশন লিংক

Collect Contact Information

27/12/2022

আসসালামু আলাইকুম

Address

Village : Megha, Post Office : Badalkote, Up-zilla: Chatkhil, Zilla: Noakhali
Chittagong
3873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Ferdous Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul Ferdous Sathi:

Share