Mahmud ullah

Mahmud ullah আমি মাজলুমকে সাহায্য করবো। যদিও সে আমার শত্রু হয় 💗♥️💗💗💗
(52)

আমাদের যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন আমরা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করার উদ্দ্যেশ্যে হলেও  একজন মুমূর্ষু পাশে দাড়াই আল্...
24/08/2025

আমাদের যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন আমরা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করার উদ্দ্যেশ্যে হলেও একজন মুমূর্ষু পাশে দাড়াই আল্লাহর ওয়াস্তে,
সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
রোগীর তথ্য ⬇️
নাম: মো: সাইফুল ইসলাম
পেসা : ফাজিল ২য় বর্ষ ছাত্র।
পিতা: মো: জহিরুল ইসলাম
পেশা: হাফিজি মাদ্রাসার শিক্ষক, মসজিদ এর ইমাম।
মাতা: মৃত
ঠিকানা: চিৎলীয়া, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।
রোগ: রক্তনালীর টিউমার। (AVM)
অতীতের চিকিৎসা : অপারেশন হয়েছে , ইনজেকশন থেরাপি দেওয়া হয়েছে কয়েক বার । ( অনেক ব্যায় বহুল ছিলো)
বর্তমান চিকিৎসা: মুখের পুরো অংশ জোড়ার কারণে কয়েক ধাপে বড় বড় কয়েকটি অপারেশন প্রয়োজন। (দেশের বাইরে গিয়ে করতে হবে)
খরচ : বর্তমানে অপারেশনের জন্য প্রায় পঁচিশ লক্ষ (২৫,০০,০০০/-)টাকা প্রয়োজন।
বাবার বাড়ি ব্যতীত আর জাগা সম্পদ কিছুই নেই।
আর্থিক অবস্থা খারাপ।
সকলের কাছে আমার আকুল আবেদন, আপনার এবং আপনার মাধ্যমে আপনাদের শুভাকাঙ্ক্ষী
আপনাদের একান্ত সাহায্য এবং আর্থিক সহোযোগিতার অনুরোধ রইল।
আল্লাহ তায়ালার জন্য আপনাদের এক দিনি ভাইকে সহযোগিতা করার অনুরোধ রইল।

রোগীর নাম্বার: 01781330983 (Bkash)
রোগীর বাবার নাম্বার : 01733140555 (bkash)
রোগীর: 01604693489 ( nagad)
Dutch Bangla bank, Moulovibazar
Core banking account
Acc no. 1321050053492
Acc Name MD SAYFUL ISLAM

সাহায্যের আবেদন। আসুন আমরা সবাই প্রিয় ফয়সালের পাশে এসে দাঁড়াই। যে মানুষটি একসময় সবার পাশে দাঁড়াতো, আজ সে নিজেই সাহায্...
04/08/2025

সাহায্যের আবেদন।
আসুন আমরা সবাই প্রিয় ফয়সালের পাশে এসে দাঁড়াই।
যে মানুষটি একসময় সবার পাশে দাঁড়াতো, আজ সে নিজেই সাহায্যের আশায় হাত বাড়িয়েছে। আল্লাহ তায়ালাই ভালো জানেন, কাকে কখন কিসের জন্য কার দরজায় পাঠান।

আমাদের ভাই ফয়সাল দীর্ঘদিন সৌদি আরবে একটি ভালো হসপিটালে বিল সেকশনে চাকরি করতেন। তিনি ছিলেন মানবিক কাজের একটি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য, যিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। হঠাৎ একদিন তিনি তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে সৌদি সেন্ট্রাল হসপিটালে অপারেশন করানো হয়, কিন্তু সেই সময় চিকিৎসায় একটি মারাত্মক ভুলের কারণে আজ তিনি প্রায় তিন বছর ধরে গুরুতর অসুস্থ।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবার ইতোমধ্যেই ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। এমনকি এক বেলা খাবার জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

গত এক মাস ধরে ওষুধ না খেতে পারার কারণে ফয়সালের শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটেছে। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে কমপক্ষে ১০ লক্ষ টাকা প্রয়োজন।

আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই — হোক সেটা ১ টাকা, ১০০ টাকা বা ১ লক্ষ টাকা — তবে হয়তো ফয়সাল আবার সুস্থ জীবন ফিরে পেতে পারে। আপনার এক টাকার দানও হতে পারে আল্লাহর দরবারে কবুল একটি সাদকাহ, যার উসিলায় মহান আল্লাহ ফয়সালকে সুস্থতা দান করবেন।

আসুন, আমরা সবাই মিলে একজন মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।

📱 বিকাশ/নগদ (ফয়সালের নিজের নাম্বার):
01606164711

দয়া করে শেয়ার করুন এবং অন্যকেও সহযোগিতায় উদ্বুদ্ধ করুন।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন এবং ফয়সাল ভাইকে সম্পূর্ণ সুস্থতা দান করুন।
আমিন।

03/03/2025

মনোমুগ্ধকর দৃশ্য।

05/11/2024

মহা-সমাবেশে যে প্রস্তাব দিলেন
মুফতী রেজাউল করিম আবরার।

19/10/2024

#কবর

17/10/2024

প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে।

01/10/2024

পলো দিয়ে মাছ ধরার দৃশ্য।

09/06/2024

বৃষ্টি ভেজা

29/05/2024

আযান- যা কেয়ামত পর্যন্ত নিঃসন্দেহে পৃথিবীর সেরা সুর হিসেবে আছে এবং থাকবে..❤️💙

13/05/2024

শয়তানের ধন তাহেরীকে দিয়া
শয়তান গেছে গায়েব হইয়া,
কেউ ফেরেনা ঈমান নিয়ে
তাহেরী ভন্ডের দরবার থেকে ।🤣🤣

22/01/2024

প্রবাসে ডাস্টবিন থেকে বাসি ভাত খাচ্ছেন মহেশখালীর যুবক। ভিডিওতে দিচ্ছেন ক'ষ্টের বর্ণনা, ভাইরাল!

16/01/2024

এমন একজন অভিভাবক বাঁশখালীবাসির দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো। ধন্যবাদ মুজিবুর রহমান সিআইপি

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud ullah:

Share

Category