30/09/2025
অনেকদিন পর মনের মত একটা লেখনীয় পেল
কিছুদিন যাবৎ খাগড়াছড়িতে কিশোরী ধর্ষ **নের খবর দেখে অসস্থী লাগতেছে ।তাই ভাবলাম আজ কিছু বলি। যারা এই অন্যায় করেছে তাদের পুলিশ ধরেছে, আমার কথা হলো পাহাড় বা সমতল কোথাও ধর্ষককে ধরলে আবার কয়দিন পরে ছেড়ে দেয় কেন? যারা বড় বড় চেয়ারে বসে আছেন তাদের ঘরের মেয়ে/বউ/ মা গাড়ি দিয়া আর অনেক প্রোটোকল নিয়ে চলে তাই তাদের তো এইসব ফেস করতে হয়না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারাতো অত প্রোটোকল নিয়া চলতে পারিনা তাই দিনের পর দিন আমাদের ঘরের মা বোনদের প্রতিনিয়ত কিছু হায়নার খপ্পরে পড়তে হয়,
একবার কঠিন বিচার করে দেখেন মানুষ অন্যায় করতে ভয় পাবে,কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটাই চাই, কোনো কুকুর ছানা যেনো এটা ভাবেনা ,যে পাহাড়ে এসে অন্যায় করে পার পাবে।