Bedsheets Collection

Bedsheets Collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bedsheets Collection, Digital creator, Textile, Mohammmad Nagar H. S, Chittagong.

আসসালামু আলাইকুম আমি সাজেদা সিদ্দিকা। আমি সবার উদ্দেশ্য আজকে কিছু কথা বলতে চাই। আমরা যারা অনলাইনে  কেনা কাটা করতে অভ্যাস...
28/08/2023

আসসালামু আলাইকুম
আমি সাজেদা সিদ্দিকা।
আমি সবার উদ্দেশ্য আজকে কিছু কথা বলতে চাই। আমরা যারা অনলাইনে কেনা কাটা করতে অভ্যাস্ত বা যাদের অনলাইনে কেনা কাটার আগ্রহ বেশি তারা দয়া করে যা অর্ডার করবেন তার রিয়েল ভিডিউ বা ছবি দেখে অর্ডার করবেন। কারন অনলাইনে কিছু কিছু পেইজে এক প্রোডাক্ট দেখিয়ে আরেক প্রোডাক্ট ডেলিভারি করে।
তবে সব সেলার রা এমন নয়। আমি সবার কথা বলছিনা। যারা সরাসরি ভিডিউতে ড্রেস দেখাচ্ছে তাদের এমন করার সুজুগ নেই।কিন্তু যারা তাদের প্রোডাক্টের এড চালু করে মানুষের কাছে শো করে, শুধু মাত্র ছবি দেখিয়ে প্রোডাক্ট সেল করে এদের মদ্ধে অনেক প্রভ্লেম আছে। এরা ডিস্কাউন্ট প্রাইজ বলে অরিজিনাল এর মতো দেখতে নিম্নমানের প্রোডাক্ট দেয় যা একবার ও পিউজ করার যোগ্যনা।এটা আমার নিজের অভিজ্ঞতা। যেই সব সেলার আকর্ষণীয় প্রাইজ দেখিয়ে প্রডাক্ট এর আকর্ষণীয় ছবির এড দেখায় তারা কখনো সেই ড্রেস বা প্রোডাক্ট অর্জিনাল টা দেয়না। ছবি পোস্ট করে অরিজিনাল প্রোডাক্টের আর কাস্টমারের কাছে ডেলিভারি করে নিম্মমানের নকল কপি প্রোডাক্ট। তাই এই সব সেলার এবং পেইজ থেকে সাবধান। style clothes, stylish clothes,, Unique fashion এই পেইজ গুলো থেকে সাবধান। এরা প্রোডাক্ট দেখায় একটা দেয় আরেকটা। আমি style clothes থেকে নেওয়া ড্রেসের ধোয়ার আগের ও পরের ছবি দিচ্ছি আপনারা নিজের চোখেই ব্যাধান দেখবেন।আমি ড্রেস পাওয়ার সাথে সাথেই ধুয়ে শুকিয়ে ছবি নিয়েছিলাম। প্রথম ধোয়ায় এত জঘন্য অবস্থা হতে পারে কাপড়ের বিশ্বাস করতে পারিনি। এরা কিভাবে মানুষ ঠকিয়ে বিজনেস করছে। আমার মতো হয়তো অনেকেই আছেন যারা এদের থেকে কাপড় নিয়ে ঠকেছেন,,কিন্তু কেউ কিছু বলছেন না। তাদের কাছে অনুরুধ আপনারা সেই অভিজ্ঞতার কথা সবাইকে জানান। নয়তো পরবর্তীতে এদের মতো ঠক বাজ আরো হাজার টা তৈরি হবে। আবার অন্য কোন পেইজ থেকে কাপড় নিয়ে জঘন্য ভাবে ধোকা খাবেন। সবাই যদি নিজেদের বেড এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি এবং অই সব পেইজ গুলোকে রিপোর্ট করি তাহলে এদের মতো যারা ২ নাম্বার বিজনেস করে কাস্টমার ঠকানোর ফন্দি করে তারা ২য় বার চিন্তা করবে। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। প্লিজ এই পোস্ট টা সবার মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই সতর্ক হয়। দয়া করে সবাই এটা ভাববেন না যে আমি আমার রিচ বাড়ানোর জন্য পোস্ট টা শেয়ার করতে বলছি।যেই সব পেইজে এই ড্রেস গুলো সেল করে সেই সব পেইজ থেকে কেনাকাটা করা থেকে বিরত থাকুন।

14/02/2023

Address

Textile, Mohammmad Nagar H. S
Chittagong
4210

Telephone

+8801722294909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bedsheets Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bedsheets Collection:

Share