Rakib

Rakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rakib, Video Creator, Satkania, Chittagong.

অপ্রয়োজনীয় দ্বিতীয় ছাতা..🌻
13/09/2024

অপ্রয়োজনীয় দ্বিতীয় ছাতা..🌻

21/08/2024

এই হাসিনা কত বড় যে নরপিশাচ।কত বড় যে মেকার তা বুঝতে পারছি।

দেশ তো লুটেপুটে খাইছে।যদি কোনো দিন পালাতে হয়,পালানোর পর কি করা দরকার সেটাও সেট করে রাখছিল।

পুরা দেশ বেচে দিয়ে আমাদের সেন্টমার্টিন এর কাহিনি শুনাইতো।কোটি টাকা খরচ করে রেল পু*মারার জন্য বানাইছো!?একটা বাধ নির্মাণ করতে পারো নাই!?ওহহ
সরি।কাকে কি বলছি।

এই বিপদ হয়তো একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। তবে হিসাবটা বাকি থাকবে।

রাখে আল্লাহ মারে কে।

21/08/2024

এবার পদত্যাগ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি।

তিস্তা ব্যারেজের বাংলাদেশ অংশে বাঁধ দেয়া অতি জরুরি। এজন্য চায়নার সাহায্য নেয়া যেতে পারে। আর আমাদের চাঁদা দেয়া লাগলে বলুন...
21/08/2024

তিস্তা ব্যারেজের বাংলাদেশ অংশে বাঁধ দেয়া অতি জরুরি। এজন্য চায়নার সাহায্য নেয়া যেতে পারে। আর আমাদের চাঁদা দেয়া লাগলে বলুন। সারা দুনিয়া থেকে টাকা কালেশন শুরু করি।

বাঁধের সব পানি হুড়মুড় করে ছেড়ে দিয়ে দাদা বাবুদের আনন্দ দেখুন।

21/08/2024

দেশের মানুষের দাবি দাওয়া এখন অফ রাখলে হয় না!আমাদের এতো তাড়া কেন!

"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"কত বছর ধরে পড়ে আসতেছি।এটা এখন প্রয়োগের সময়।

08/08/2024

#সাতকানিয়া - #লোহাগাড়ার পা- চাটা দালাল সাংবাদিকদের উদ্দেশ্য....

16 December 1971 X 36 July 2024✊❤️‍🩹
05/08/2024

16 December 1971 X 36 July 2024✊❤️‍🩹

Jaberul Islam Rakib
05/08/2024

Jaberul Islam Rakib

10/03/2024

তোমার চোখে চেয়ে আমি,
খুঁজি এক মায়া।
আলোয় ভরা সেই তুমি,
দিলে তোমার ছায়া।

কাজল কালো চোখ তোমার,
ঠোঁটে সে কি আদর!
একটু করে ছুয়ে দিলে,
হয়ে যাই তোমাতে বিভোর।

01/03/2024

ঢাকার অগ্নিকাণ্ডে নিহত সবার প্রতি শোক- সমবেদনা। এরকম ২৯ ফেব্রুয়ারি তারা চায় নি। চার বছর পূর্বে হয়তো তারা এরকম একটা দিন আশা করে নি।ভেবেছিল ভালো কিছু হবে।
দুনিয়ার সবকিছু সৃষ্টিকর্তার হাতে। কখন কি ঘটে তা কেউ জানে না।ভালো খারাপ সবকিছু আল্লাহই জানেন।তবুও চাই জীবনে ভালো কিছু হোক।সৎ ভাবে জীবন চলুক।আল্লাহ সবাইকে হেফাজত করুক।

কোনো এক বেকার কিশোরের গুপ্তধন আবিষ্কারের উদ্দেশ্যে ছুটে চলা অজানা এক দ্বীপে।সুশীল জমিদারের ছেলে।কিন্তু তাদের সেই জমিদারি...
23/02/2024

কোনো এক বেকার কিশোরের গুপ্তধন আবিষ্কারের উদ্দেশ্যে ছুটে চলা অজানা এক দ্বীপে।

সুশীল জমিদারের ছেলে।কিন্তু তাদের সেই জমিদারি আগের মতো আর নেই।সব যেন ফুরিয়ে আসছে।পড়ালেখা শেষ করে চাকরি করতে পারছে না।কারণ তাদের বংশের পূর্ব-পুরুষরা চাকরি করে নি।
কলকাতায় গেলে তার সাথে দেখা হয় বৃদ্ধ এক নাবিকের সাথে।তিনি তার হাতে কোনো এক প্রাচীন-দ্বীপের ম্যাপ তুলে দেন।যেথায় আছে গুপ্তধন।সনৎ নামে তার এক ভাইকে নিয়ে সেই বৃদ্ধ নাবিক সহ বেরিয়ে পড়ে গুপ্তধন আবিষ্কারের উদ্দেশ্যে।তাদের সাথী হয় ইয়ার হোসেন নামে আরো একজন ব্যক্তি যিনি অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ।
অনেক সময় আর পরিশ্রমের মধ্য দিয়ে তারা সেই দ্বীপ খুঁজে পায়।কিন্তু যে পরিমাণ ধন-সম্পদের আশা করেছিল তা পায় নি।সাথে হারিয়েছে তার ভাই সনৎকে।
'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়' এর গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে।একজন ছেলে কীভাবে স্বপ্নজয়ের উদ্দেশ্য বেরিয়ে পড়ে তা উপলব্ধি করা যায়।

বই: হীরামানিক জ্বলে
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

জাবেরুল ইসলাম রাকিব
২৩/০২/২০২৪

জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা❤️।
21/02/2024

জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা❤️।

Address

Satkania
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib:

Share

Category