
24/07/2025
মায়াবতী,
ক্লান্ত হয়ে পড়ছি-
দিনের পর দিন,
রাতের পর রাত,
প্রতিউত্তরহীন লিখতে লিখতে-
ক্লান্ত আমি।
আর কতো লিখবো তোমায় নিয়ে?
আর কতো এই একপাক্ষিকতা?
সাড়া দাও,
উত্তর দাও।
নয়তো পরের জন্মে;
এক আকাশ নীরবতা হবো আমি।