Golam E মোস্তফা

Golam E মোস্তফা ইসলামিক ভিডিও

12/08/2024

👉→ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত..!🙂

এই কাঁঠাল পাতার কথা কি মনে পড়ে..?সেই দিন গুলো কত সুন্দর ছিল,কোন চিন্তা চিলনা, কোন টেনশন ছিল না, শুধু ছিল হাসি খুশি জীবন,...
12/08/2024

এই কাঁঠাল পাতার কথা কি মনে পড়ে..?

সেই দিন গুলো কত সুন্দর ছিল,কোন চিন্তা চিলনা, কোন টেনশন ছিল না, শুধু ছিল হাসি খুশি জীবন, ছোট বেলায় এই কাঁঠাল পাতা ছিল আমাদের খেলার টাকা☺️🖇️🌼

আগামী ১২ই রজব২৪শে জানুয়ারী রোজ বুধবার,,হযরত মওলানা শাহ্সূফি সৈয়দ মুহাম্মদ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক:)-এঁর ১১৮তম ওরশ শর...
24/01/2024

আগামী ১২ই রজব
২৪শে জানুয়ারী রোজ বুধবার,,

হযরত মওলানা শাহ্সূফি সৈয়দ মুহাম্মদ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক:)-এঁর ১১৮তম ওরশ শরীফ!!❤️
এবং খাঁজায়ে বাংলা আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ:)-এঁর ৫৬তম ওরশ শরীফ!!🥀❤️
োক🫶🫶

17/01/2024
22/12/2023

ভাতাপ্রাপ্ত ২০০০ বীর মুক্তিযো'দ্ধার বয়স ৫০ বছর।
অথচ স্বাধীন'তার বয়স ৫৩ বছর।
কী ভাবে সম্ভব?

ইয়া সৈয়্যদী,ইয়া মুর্শিদী🌿💚🌿
16/12/2023

ইয়া সৈয়্যদী,ইয়া মুর্শিদী🌿💚🌿

Big shout out to my newest top fans! 💎 MD Hafez Khan
13/12/2023

Big shout out to my newest top fans! 💎 MD Hafez Khan

 #শিয়া সম্পদায়ের ১৪৪ টি নিকৃষ্ট আক্বিদা ভিতরে কয়েকটি আক্বিদা উল্লেখ করা হলো।  #ধর্য সহকারে পোষ্টটি পড়ুন। _______________...
10/12/2023

#শিয়া সম্পদায়ের ১৪৪ টি নিকৃষ্ট আক্বিদা ভিতরে কয়েকটি আক্বিদা উল্লেখ করা হলো।
#ধর্য সহকারে পোষ্টটি পড়ুন।
___________________কুফরি আক্বিদা🥀🥀🥀🥀🥀
সম্প্রদায় একটি বিভ্রান্ত দলের নাম। এদের মধ্যে অনেক দল-উপদল রয়েছে। এই শিয়া মতবাদ মূলতঃ ইয়াহুদী মতবাদের দ্বিতীয় সংস্করণ। ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করাই তাদের প্রধান কাজ।

সাম্প্রতিক সময়ে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের মত ও পথ এবং ভ্রান্ত আক্বিদা বিশ্বাস প্রচারে বিশ্বব্যপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তৎপরতা চলছে সকল পর্যায়ে। তাদের বিভিন্নধরনের কালচারালার ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা সাধারণ মুসলমানের হৃদয়ে একটি শক্ত আসন গেড়ে নিচ্ছে। বিভন্নধরনের শিক্ষাবৃত্তি দিয়ে যবক ও তরুণদের মাঝে তাদের মত প্রচার করছে। তাদের বাহ্যিক বেশভূশা দেখে সাধারণ মুসলমান ধোকায় পড়ছে এবং তাদেরকে মুসলমান ভাবতে শুরু করেছে। কখনো কখনো তাজিয়া মিছিল, আশুরা ও বিবিধ নামে তাদের কুফুরি ও ভ্রান্ত কার্যক্রমের সাথে একাত্বতা ঘোষণা করছে, কেউবা আবার সরাসরি অংশগ্রহন করছে। বিশ্বাস করছে তাদের সকল আক্বিদায়। মূলত এমনটি হওয়ার প্রধান ও অন্যতম কারণ হচ্ছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণের নিকট শিয়াদের ভ্রান্ত ও কুফুরী আক্বিদা বিষয়ে কোন ধারণা নেই। তালিবুল ইলম ও সাধারণ আলেমদের মাঝে এবিষয়ে কোন আলোচনা ও চর্চা নেই। এবিষয়ে ওলামা হাযরাতের কলম ও জবান থেকে জোড়ালো কোন লেখা বা বক্তৃতাও নেই।

এমতাবস্থায় এই ফিতনার বিরুদ্ধে ওলামায়ে কেরামকে সোচ্চার হতে হবে। সাধারণ মুসলমানদেরকে তাদের ভ্রান্ত ও কুফুরী আক্বিদা-বিশ্বাস বিষয়ে সচেতন করতে হবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে তরুণ ও যুবসমাজকে সচেতন করতে হবে। বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে শিয়াদের এই ‘আক্বিদা যুদ্ধ’ রুখে দিতে হবে।

তাদের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির প্রথম ধাপ হচ্ছে তাদের ভ্রান্ত আক্বিদাসমূহ জানা। তাদের কুফুরী আক্বীদা বিষয়ে সম্যক ধারণা অর্জন করা। সে উদ্দেশ্যেই এই প্রবন্ধে সংক্ষিপ্তাকারে তাদের নিজেদের গ্রন্থ থেকেই তাদের কিছু ভ্রান্ত ও কুফুরী আক্বিদা তুলে ধরা হলো।

১. শিয়া সম্প্রদায়ের একটি অন্যতম ও মূল আক্বিদা এই যে, আল্লাহ তায়ালা জিবরাঈল (আ.) কে ওহি দিয়ে আলি (রা.) এর নিকট পাঠিয়ে ছিলেন। কিন্তু তিনি ভুল করে মুহাম্মদ (স.) এর নিকট তা অবতীর্ণ করেছেন। (আল মুনিয়াহ ওয়াল আমাল ফি শারহিল মিলাল ওয়াননিহাল,পৃ. ৩০)।

২. শিয়াদের শায়খ ও কর্তাব্যক্তিরা এই বিশ্বাস রাখে যে, কোরআনে অনেক ত্রুটি রয়েছে। মূলত সঠিক কোরআন যখন ছাহাবাদেও মাঝে ইরতিদাদ দেখা দিয়েছে (তাদের মতে) তখন তা আসামানে উঠিয়ে নেয়া হয়েছে। (আত তানবীহ ওয়ার রাদ্দ পৃ.২৫)।

৩. তাদের ধারণা যে, তাদের ইমামরাই আল্লাহ তায়ালা ও মানুষের মাঝে মধ্যস্থতাকরী। যেকোন সমস্যার সমাধানে তারা এগিয়ে আসতে পারবে। (বিহারুল আনওয়ার: খ.২৩ পৃ.৯৯)।

৪. শিয়াদের শায়খদের অভিমত হচ্ছে যে, ইমামদের কবরের দিকে হজ করা কাবায় হজ করার থেকে গুরুত্বপূর্ণ এবং ছাওয়াবের কাজ। (ছাওয়াবুল আমাল ওয়া ইকাবুল আমাল: পৃ.১২১-১২২)।

৫. শিয়াদের একটি আক্বিদা হচ্ছে, যে ব্যক্তি হুসাইন (রা.) এর কবর যেয়ারত করলো সে যেন আরশে আল্লাহ তায়ালার যেয়ারত করলো। (আলমাযার আল মুফীদ: পৃ.৫১)।

৬. তাদের মতে হুসাইন (রা.) এর কবরের মাটি সকল রোগের জন্য শিফা বা আরোগ্যের মাধ্যম। (আমালী: ৩১৮)।

৭. আল্লাহ তায়ালা এবং তাদের ইমামদের মাঝে কোন পার্থক্য নেই। (মাছাবীহুল আনওয়ার ফি হাল্লি মুশকিলাতিল আখবার: খ.২ পৃ.৩৯৭)।

৮. শিয়াদের শায়খ কুলাইনী তার কিতাবে উল্লেখ করেছে যে, ভাগ্য খারাপ ও ভাল হওয়া এবং জান্নাত জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে কিছু তারকা ও নক্ষত্রের প্রভাব রয়েছে। (আর রওজা মিনাল কাফী খ.৮ পৃ.২১০৩)।

৯. শিয়াদের ধারণা, আলি (রা.) অদৃশ্যের খবর জানেন। তারা বলে, তিনি বলেছেন, ‘আমি জমিনের প্রতিপালক। আমার মাধ্যমেই জমীন স্থীর রয়েছে। দেখুন: মিরআতুল আনওয়ার: ৫৯)। তারা এটিও বিশ্বাস করে যে, তিনি দুনিয়া ও আখেরাতে যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন। দেখুন: উসুলুল কাফি: খ.১ পৃ.৩০৮)।

১০. শিয়া শায়খদের অভিমত, আলি (রা.) মৃত ব্যক্তিকে জিবিত করতে সক্ষম। (উসূলুল কাফি: খ.১ পৃ.৩৪৭)।

১১. আল্লাহ তায়ালা বিভিন্ন সময়ে প্রথম আসমানে নেমে আসেন, এটি আহলে সুন্নত ওয়াল জামাতের একটি মূল আক্বিদা। অথচ শিয়ারা এটি বিশ্বাস করেনা। বরং তাদের মতে যারা এই বিশ্বাস করে তারা সকলেই কাফের। (উসূলুল কাফী- খ.১ পৃ.৯০-৯১)।

১২. শিয়াদের একটি উপদল ইমামিয়্যাহ, তারা তাদের ইমামদেরকে আল্লাহ তায়ালার গুণে গুণান্নিত মনে করে। এমনকি তারা তাদেরকে আল্লহর নামেও ডাকে। (উসূলুল কাফী-খ.১ পৃ.৩১০)।

১৩. শিয়াদের দাবি যে কালিমা ‘লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর সাথে এটিও বলতে হবে যে ‘ওয়া আলিউন ওয়ালিউল্লাহ’ অর্থাৎ আলি আল্লাহ তায়ালার ওয়ালি। আজানে তারা এই বাক্যটি ব্যবহার করে এমনকি মৃত ব্যক্তিকে এই কালিমা বলে তালকীন করে। (ফুরুউল কাফী-খ.৩ পৃ.৮২)।

১৪. শিয়াদের শায়খদের অভিমত হচ্ছে যে ব্যক্তি আবুবকর, ওমর, উছমান, মুআবিয়া , আয়েশা এবং হাফসা রাদিআল্লাহু আনহুমদের প্রতি ফরজ নামাজের পর অভিসাপ দিবে, তারা আল্লাহ তায়ালার অতি নৈকট্যশিল বান্দা হতে পারবে। (ফরুউল কাফী: খ.৩ পৃ. ২২৪)।

১৫. শিয়াদের শায়খদের ধারনা এবং দাবি যে, তারা সাধারণ শিয়াদের জান্নাতে নিয়ে যেতে পারবে। (রিজালুল কাশি: খ.৫ পৃ.৪৯০-৪৯১)।

১৬. মুতা বিবাহ (সাময়ীক সময়ের জন্য চুক্তিভিত্তিক বিবাহ) যা ইসলামে নিষিদ্ধ বা হারাম সেই নিষিদ্ধ বিষয়টিকে তারা হালাল ঘোষণা করে। তারা বলে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবেনা যতক্ষননা সে অবিভাবক ও সাক্ষি ব্যতিত মুতা বিবাহ করে। এমনকি তারা বলে, একজন মুমিন নারীর সাথে মুতা করা সত্তরবার কাবা যিয়ারতের থেকেও উত্তম। (মিসবাহুত তাহাজ্জুদ: পৃ.২৫২)।

১৭. ইমাম খোমেনী বলে, যেকোন ধরণের যৌন লালসা পুরণ করায় কোন গোনাহ নেই এমনকি তা যদি দুগ্ধজাত শিশুর সাথেও হয়। (তাহরীরুর ওয়াসিলাহ: খ.২ পৃ.২২১)।

১৮. শিয়াদের একটি বিশ্বাস হচ্ছে, আল্লাহ তায়ালা ফেরেশÍাদেরকে তাদের ইমামদের নূর থেকে সৃষ্টি করেছেন। আর এই ফেরেশÍাদের দায়িত্ব হচ্ছে, তারা হুসাইন (রা.) এর কবরের পাশে কাঁদবে। এধরনের চার হাজার ফেরেশÍা কেয়ামত পর্যন্ত হুসাইন (রা.) এর কবরের পাশে কাঁদতে থাকবে। এছাড়া অন্যান্য সকল ফেরেশÍারা আল্লাহর নিকট অনুমতি চাইবে যেন তাদেরকে হুসাইন (রা.) এর কবর যেয়ারত করার সুযোগ দেয়া হয়। অতএব কিছু ফেরেশÍা যিয়ারত শেষে আকাশে উঠে যাবে আর অন্যরা অবতরণ করবে। (কানযু জামেউল ফাওয়ায়েদ: পৃ.৩৩৪)।

১৯. শিয়াদের শায়খ আলবা ইবনে দিরা মর্যাদার দিক থেকে আলি (রা.) কে রাসুল (স.) এর চেয়ে বেশী প্রধান্য দেয়। একথাও বলে যে মুহাম্মদকে আলি (রা.) ই পাঠিয়েছেন। তাদের ধারণা এটিও যে আল্লাহ তায়ালা মুহাম্মদ (স.) কে পাঠিয়েছেন যেন তিনি মানুষকে আলি (রা.) এর দিকে ডাকেন। কিন্তু তা না করে তিনি মানুষকে নিজের দিকে ডাকতে শুরু করেছেন। (বিহারুল আনওয়ার: খ.২৫ পৃ.৩০৫)।

২০. শিয়াদের শায়খরা বলে, তাদের ইমামরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে ওহী ব্যতীত কথা বলে না। এব্যাপারে সকলকে ঈমান রাখতে হবে। (বিহারুল আনওয়ারা: খ.১৭ পৃ,১৫৫)।

২১. খোমেনী তার ইসলামী হুকুমত কিতাবের মধ্যে লিখেছে যে, আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যেখানে কোন নিকটস্থ ফেরেশÍা বা কোন প্রেরিত নবীও পৌঁছাতে পারবে না।

২২. শিয়াদের একটি আক্বিদা হচ্ছে, মৃত ব্যক্তিকে সর্বপ্রথম আলে বাইতের ভালবাসা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। (বিহারুল আনওয়ার: খ.২৭ পৃ.৭৯)।

২৩. শিয়ারা এই ধারণা পোষণ করে যে, আবুবকর ও ওমর (রা.) কে প্রতি হজের মৌসমে জামারাতে রাখা হয় যেন পাথর নিক্ষেপের সময় তাদেরকেও পাথর নিক্ষেপ করা হয়।

২৪. মাজলিসি তার লিখিত হাক্কুল ইয়াকীন গ্রন্থে বলে যে, আবুবকর ও ওমর তারা দুজন কাফের। আর যারা তাদেরকে ভালবাসবে তারাও কাফের। (পৃ.৫২২)।

২৫. তাদের আক্বিদা যে, উসমান বিন আফফান (রা.) রাসুলের সময়ে প্রকাশ্যে ঈমানদার ছিলেন, তবে ভিতরে ভিতরে তিনি ছিলেন মুনাফিক। (আনওয়ারে নোমানী: খ.১ পৃ.৮১)। সাথে সাথে তারা এ বিশ্বাস করে যে, যে ব্যক্তি উসমান (রা.) এর ক্ষেত্রে মনের মধ্যে শত্রুতা না রাখবে এবং তাকে কাফের মনে না করবে সে আল্লাহ ও তার রাসুলের শত্রু। এবং সে কাফের। (নাফহাতুল উহুত ফী লানিল জিবতি ওয়াততাগুত, কায়েদা নং ৫৭)।

২৬. শিয়ারা আয়েশা (রা.) ও হাফসা (রা.) কে কাফের মনে করে। (তাফসীর কুম্মি পৃ.৫৯৭ সুরায়ে গাফের)। তাদের বিশ্বাস, জাহান্নামের সাতটি দরজাই আয়েশা (রা.) এর জন্য। এবং আয়েশা (রা.) ব্যভিচারিনী। (এটি একটি বিরাট অপবাদ)। তাদের প্রতিক্ষিত ইমাম মাহদি তাকে জিবিত করবেন এবং তার উপর হদ কায়েম করবেন বা তার বিচার করবেন। (ইলালুশ শারায়ে খ.২ পৃ.৫৬৫)।

২৭. শিয়াদের ইমাম ও ওয়ালিদের কবর বা মাজার যেয়ারত করা অন্যান্য ফরজের মত একটি ফরজ। যে ব্যক্তি এটি পরিত্যাগ করবে সে কাফের। (কামেলুয যিয়ারাত পৃ. ১৮৩)।

২৮. শিয়াদের প্রধান ও অন্যতম আক্বিদা হচ্ছে তাকিয়া। অর্থাৎ সত্য গোপন করা এবং নিজের অন্তরের বিশ্বাসটিক প্রকাশ না করা। অন্যভাবে বলা যায় তাকিয়া অর্থ ধোকবাজী ও মুনাফেকীর একটি সমন্বিত রূপ বা পদ্ধতি। এই তাকিয়া যে বিশ্বাস করবেনা তার ঈমান থাকবে না। অর্থাৎ যে ধোকাবাজী করবেনা সে শিয়া হতে পারবেনা। (উসূলুল কাফী: খ.২ পৃ.৫৭৩)। এই তাকিয়া বর্জন করা নামাজ বর্জন করার মত অপরাধ।( সংক্ষিপ্ত)

সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মা:জি:আ) এর সাথে "দাওয়াতে ইসলামি" বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ মুবিন আত্তারী ও রুকনে শুরা হাজ্...
10/12/2023

সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মা:জি:আ) এর সাথে "দাওয়াতে ইসলামি" বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ মুবিন আত্তারী ও রুকনে শুরা হাজ্বী ইয়াফুর আত্তারীর মোলাকাতের মনোরম দৃশ্য.! 💝🥀

09/12/2023

আর কখন মুর্শিদ কে নিজ চোখে কখন দেখবো😰
আল্লাহ আমার মুর্শিদ কে হায়াত দান করুন 😥
দরকার হলে আমার হায়াত গুলো আমার মুর্শিদ কে দেন🥰
শাহেনশাহে সিরিকোট শাহেনশাহে মদিনা🥰
লাব্বাঈক ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি
লাব্বাঈক ইয়া মুর্শিদ কেবলা তাহের শাহ🥰

08/12/2023

আসসালামু আলাইকুম
সকলকে জুমা মোবারক ❤🌼

Golam E মোস্তফা

06/12/2023

বর্তমান সময়ে ঈমান বাঁচানোর উপায়!

~সৈয়্যদ পীর সাবের শাহ্ হাফি.
Golam E মোস্তফা

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?


✒️ Need
Learn more in less ti

💢অবশেষে বিরাট  #হেডাম_ওয়ালা রেজাউল করিম আবরারের হেডাম জাহির হলো।অফলাইনে মুনাজারায় না বসার একটা ছুঁতো পেয়ে গেলো।গতকাল রাত...
04/12/2023

💢অবশেষে বিরাট #হেডাম_ওয়ালা রেজাউল করিম আবরারের হেডাম জাহির হলো।
অফলাইনে মুনাজারায় না বসার একটা ছুঁতো পেয়ে গেলো।
গতকাল রাত ১২টা ১২মিনিটে প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য মুনাজারার বারোটা বাজিয়ে দিলো আমার প্রতিপক্ষ হেডাম-মুপতি আবরার। পোস্টের মাধ্যমে সাফ জানিয়ে দিলো ৫ তারিখে সে অফলাইনে নয়, অনলাইনেই বসতে চায়।
কারন কি?? পুলিশ অনুমতি দেয়নি!

আচ্ছা পুলিশ নির্বাচন পরিস্থিতির দোহাই দিয়ে অনুমতি দিলোনা ঠিক আছে নির্বাচনের পরে আরেকটা তারিখ নির্ধারণ করা হতো!!সমস্যা কি?১৫০বছরের পুরোনো বিরোধ একমাস পরে হলে অসুবিধাটা কোথায়?
নাহ্, তা করা হলোনা,রাত সাড়ে১১টায় প্রতিনিধিরা থানা থেকে বের হওয়া মাত্রই আমাদের সাথে কোন পরামর্শ ছাড়াই একতরফাভাবে(আগে থেকে বানিয়ে রাখা) পোস্ট মেরে দিলো "চলো চলো আমরা অনলাইনে মুনাজারায় বসে যাই" কি মজা!অফলাইন থেকে বাঁচা গেলো!এতো ভয় কেনো অফলাইনে শুনি।

☞আচ্ছা আরেকটা কথা আমরা অফলাইনে বসবো নাকি অনলাইনে বসবো তা নিয়ে পুলিশের এতো মাথা ব্যাথা কেনো? পুলিশ কেনো আমাদেরকে পরামর্শ দেবে এবং বলবে আপনারা অনলাইনে বসুন!! ডাল মে কুচ কালা নেহি তো কিয়া হ্যায়!
সে কা'লা টাআর কিছুনা, পুলিশের কাছে আকুতি করা হলো।
ওহে পুলিশ ভাই,আমি সসম্মানে বাঁচতে চাই।অফলাইনে সামনাসামনি মুনাজারা থেকে রক্ষে কেমনে পাই!
আমার পুর্ববর্তী কোন দেওবন্দী আকাবের সম্মুখ মোনাজারায় সুন্নীদের সাথে কখনো জিতেনি,কস্মিনকালেও জিততে পারেনি।
নানুতুবী গাঙুহী আম্বেটবী থানভী-গংকে তাকফীর থেকে বাঁচাতে পারেনি।
তাই আপনারা অনুমতি না দিলেই এবং আমার বাচালামির অভয়ারণ্য অনলাইনের পরামর্শ দিলেই আমি বাঁচি, আমার দেওবন্দীরাও বাঁচে,গোটা কওমী জগতও বাঁচে।
অতএব বাঁচাও! বাচাও!!,
আর্তনাদ শুনে পুলিশ হস্তক্ষেপ করলো।অনলাইনে বসার ওয়াজ নসিহত করে প্রতিনিধিদেরকে বিদায় জানালো।

বলুন! আমরা কি পুলিশের কাছে পরামর্শ-নসিহত চেয়েছিলাম??
বলুন!পুলিশ যদি অনুমতি না ই দেবে তাহলে পুনরায় আবেদন করালো কেনো?
রাবেতার প্যাডে না করে দিতে পারতোনা?
তার মানে পুলিশকে যেমন বুঝানো হয়েছে তেমন বলেছে!
আরেকটা বিষয় হলো রাবেতাকে পুলিশ চিনেনা(তাচ্ছিল্য স্বরে),তাই কওমীদের সংস্থা ওলামা মাশায়েখের ব্যানারে আবেদন করলে অনুমতি দিবে।এমন কথা তো আবরার সাহেবের প্রতিনিধিরা লাইভে এসে জানিয়েছিলেন।আবার অন্তরালে কি এমন হয়ে গেলো অনুমতি ক্যান্সেল করলো? আগে পোষ্টের মাধ্যমে যে আশংকা করছিলাম সে ষড়যন্ত্র নয়তো?উত্তর কে দেবে!
ষড়যন্ত্র আরো অনেক হয়েছে। প্রয়োজন হলে সব প্রকাশ করা হবে।

অনলাইনে বসা ফলদায়ক হলে কেনো আমরা আজ দুইমাসেরও অধিক সময় অপেক্ষা করলাম?ষ্টাম্পে কি অনলাইনের কথা আছে?ষ্টাম্প বহির্ভূত কথা বলার মানে কি? সেটা কোনদিনে ঈঙ্গিত করছে?
এ পর্যন্ত কোন বিতর্ক অনলাইনে চুড়ান্ত সমাধান পেয়েছে?
আলোর মুখ দেখেছে?? অনলাইনে কি কিতাবের ইবারত চুরির অভিযোগ সত্য/মিথ্যা প্রমান করা যায়?অনলাইনে উত্তর দিতে না পেরে অযথা বকবক করলে থামাবে কে?আচার খোমেনীকে কেউ কি থামাতে পেরেছে অনলাইন ডিবেটে।২/৩ঘন্টার সেদিনকার অনলাইন-ডিবেটের ফলাফল জিরো ছাড়া আর কি হয়েছিলো বলুন?তারপরেও অনলাইনের কথা বলছেন কেনো?

আমাদের সাফ কথা,আমরা অফলাইনে সামনাসামনি বসেই প্রমাণ করবো-নানুতুবী, থানভী, গাঙুহী, আম্বেটবীকে সরকারে আলাহজরত মুহাদ্দিসে বেরেলভী রহ. যে কুফরি ফতোয়া দিয়ে হারামাইনের ৩৩জন মুফতিয়ানের স্বাক্ষর নিয়েছেন তা শতভাগ সঠিক ও বিশুদ্ধ।
কওমী ঘরানায় এমন কোন মায়ের সন্তান এখনো জন্ম হয়নি, যে আবদুল আজিজ আনোয়ারী রেজভীর সামনে প্রমান করবে ওরা কাফের নয়।
قل هاتوا برهانكم ان كنتم صادقين.৷৷৷৷

Address

Chittagong

Telephone

+8801816014697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam E মোস্তফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golam E মোস্তফা:

Share