Mustafa Jaan E Rahmat

Mustafa Jaan E Rahmat Kindness is a mark of faith and whoever is not kind has no faith.

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Mehedi Hasan, MD Faruque, Mohammad Shahid Razavi...
08/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Mehedi Hasan, MD Faruque, Mohammad Shahid Razavi, Megh Dola, Md Aminul Sorder, Sohel Mehedi, MD Dider Sb, Mdfarid Mdfarid, হাফেজ মো আব্বাছabMd Osman Ghani়াRo Ny ফTabsira Ananenকইয়া দিমু ফেসবুকM Green

“ইশক্ব এমন একটি অগ্নিশিখা যে, যখন তা প্রজ্জ্বলিত হয়ে উঠে, তখন আপন প্রেমাষ্পদ ছাড়া সবকিছুকেই জ্বালিয়ে দেয়।”– মাওলানা জালা...
08/08/2025

“ইশক্ব এমন একটি অগ্নিশিখা যে, যখন তা প্রজ্জ্বলিত হয়ে উঠে, তখন আপন প্রেমাষ্পদ ছাড়া সবকিছুকেই জ্বালিয়ে দেয়।”

– মাওলানা জালালউদ্দিন রূমী رحمة الله عليه

#তাসাউফ_মাজলিস

Hi everyone! 🌟 You can support me by sending Stars.

খাজা গরীবে নেওয়াজ চিশতি রহঃ ❤️❤️
07/08/2025

খাজা গরীবে নেওয়াজ চিশতি রহঃ ❤️❤️

খাজা গরীবে নেওয়াজ চিশতি রহঃ ❤️🥰
07/08/2025

খাজা গরীবে নেওয়াজ চিশতি রহঃ ❤️🥰

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলতচারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।১) র...
07/08/2025

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন! তাঁর সামনে তাঁর প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন।

কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন:
"আমার উম্মত! আমার উম্মত!"
(সহিহ মুসলিম: ২০২, তিরমিজি: ২৪৪৩)

তিনি বলতেন:
"হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো।"
(সহিহ মুসলিম: ২৪৯)

অতিরিক্ত আমল: দুরুদের সাথে ইস্তেগফার ও দোয়া ইউনুস

দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পড়লে এবং দোয়া ইউনুস (لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ) পাঠ করলে জীবন থেকে বিপদ দূর হয়।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন।"
(সুনান আত-তিরমিজি: ৩৫০৫, সহিহ হাদিস)

দুরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তাওফিক দান করুন, আমিন!
আল্লাহুম্মা আমিন

05/08/2025

মাসিক গেয়ারভী শরীফ (সফর)

স্থান: আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া,ষোলশহর, চট্টগ্রাম।

ব্যবস্থাপনায়: আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট

MONTHLY GEAROBI SHARIF (SAFAR)

Venue: Alamgir Khanka-e Quaderia Sayyadia Tayyabia,Sholashahar, Chattogram.

Organised By: ANJUMAN-E RAHMANIA AHMADIA SUNNIA TRUST

30/07/2025
রিযিক বৃদ্ধির জন্য দোয়া। 🤲🤲
29/07/2025

রিযিক বৃদ্ধির জন্য দোয়া। 🤲🤲

শাহাদাতে কারবালা মাহফিল -২০২৫ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাফেলো শাখা, যুক্তরাষ্ট্র। প্রধান অতিথিঃ আওলাদে রাসুল‌ পীরে বাঙ্গাল...
27/07/2025

শাহাদাতে কারবালা মাহফিল -২০২৫
গাউসিয়া কমিটি বাংলাদেশ বাফেলো শাখা, যুক্তরাষ্ট্র।
প্রধান অতিথিঃ আওলাদে রাসুল‌ পীরে বাঙ্গাল হযরতুল আল্লামা সৈয়দ সাবের শাহ (মাঃজিঃআঃ)
বিশেষ মেহমান সৈয়দ মুহাম্মদ মেহমুদ শাহ হুজুর (মাঃজিঃআঃ)
আলোচক ঃ মুফতি হাফেজ ইকরাম উদ্দীন।

“হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের আগে অগ্রসর হয়ো না, আল্লাহকে ভয় করো। আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা সবকিছু শুনেন ও জানেন...
27/07/2025

“হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের আগে অগ্রসর হয়ো না, আল্লাহকে ভয় করো। আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা সবকিছু শুনেন ও জানেন।”

(يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَى اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللهُ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ)
[সূরা হুজরাত, আয়াত ১]

এই আয়াতের তাফসির করতে গিয়ে গাউসে জামান হাফেজ ক্বারী আল্লামা তৈয়ব শাহ رحمة الله عليه বলেন,

“দুনিয়ার সকল কাজকর্মের ব্যাপারে যদি কোন সরকারের আদালত কোন প্রকারের বিচার করে, তবে তাকে আল্লাহ ও তাঁর রসূলের এ বিধি-বিধান, এ শরীয়তের প্রতি লক্ষ্য রাখা উচিৎ। আমাদের কোন মীমাংসা ও আইন-কানুন যেন আল্লাহ্ ও রসূলের বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। তাই বিচারক বা জজের এমনভাবে ফায়সালা করা উচিৎ যেন তা শরীয়তের বিরোধী না হয়।”

#তাসাউফ_মাজলিস

27/07/2025

I got over 31,500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mustafa Jaan E Rahmat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustafa Jaan E Rahmat:

Share