Akterujjaman Rimon

Akterujjaman Rimon I am a digital marketing expert. I have been working successfully for 2 years

লিড জেনারেশন একটি তথ্য সংগ্রহ প্রক্রিয়া। অর্থাৎ কোনো সেবা বা পণ্যের প্রচার বা বিক্রয়ের জন্য লক্ষ্যযুক্ত কোম্পানি বা ব্...
30/10/2023

লিড জেনারেশন একটি তথ্য সংগ্রহ প্রক্রিয়া। অর্থাৎ কোনো সেবা বা পণ্যের প্রচার বা বিক্রয়ের জন্য লক্ষ্যযুক্ত কোম্পানি বা ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আপনার ব্যবসা বাড়াতে আপনার প্রচুর লিডের প্রয়োজন হতে পারে তাই সঠিক কৌশলের পূর্বাভাস, সেই কৌশলগুলিকে ধারাবাহিকভাবে প্রয়োগ করা, গোলমাল কাটিয়ে ওঠা এবং আপনার সম্ভাবনার সামনে থাকা এই সমস্ত দক্ষতা একটি সফল নেতৃত্ব-প্রজন্ম প্রচারের জন্য প্রয়োজনীয়।লিড জেনারেশনের সাথে শুরু করার সেরা উপায়গুলির মধ্যে একটি হল আপনার শিল্পে ফার্মগুলির মুখোমুখি হওয়া সাধারণ চ্যালেঞ্জগুলি সনাক্ত করা। তারপর, আপনি কার্যকর কৌশল তৈরি করতে একটি স্প্রিংবোর্ড হিসাবে এই চ্যালেঞ্জগুলি ব্যবহার করতে পারা।

B2B লিড জেনারেশন হচ্ছে আপনার নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আইডিয়াল কাস্টমার খুঁজে বের করা, তাদের আকৃষ্ট করা এবং তাদের নিকট...
03/10/2023

B2B লিড জেনারেশন হচ্ছে আপনার নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আইডিয়াল কাস্টমার খুঁজে বের করা, তাদের আকৃষ্ট করা এবং তাদের নিকট সেল করার আগ্রহ সৃষ্টি করা।

যেহেতু লিংকড-ইনে রয়েছে বিশাল তথ্য ভান্ডার এবং ৬১ মিলিয়ন সিনিয়র লেভেল ইনফ্লুয়েন্সার ( যাদের মধ্যে ৪০ মিলিয়ন লোক ডিসিশন নেওয়ার মত ক্ষমতার আসনে রয়েছে ), তাই এখানে মার্কেটিং করে খুব শিগ্রই কর্যকর ফলাফল পাওয়া যায়। কারণ এই প্লাটফর্মটি অন্যন্য সোশ্যাল মিডিয়ার মত নয়। এখানে প্রয়োজনীয় লোকদের খুব সহজে খুঁজে পাওয়া যায় এবং প্রয়োজনীয় ডাটা গুলো খুব সহজে খুঁজে বের করা যায়।

এই সকল দিক বিবেচনায় লিংকড-ইন লিড জেনারেশনের জন্য অনেক জনপ্রিয় এবং কার্যকর।

B2B and B2C are common abbreviations used to categorize different types of business interactions and transactions:B2B (B...
30/09/2023

B2B and B2C are common abbreviations used to categorize different types of business interactions and transactions:

B2B (Business-to-Business):
 B2B refers to business-to-business transactions and interactions.
 In a B2B model, businesses sell products or services to other businesses. This means that the customers of a B2B company are typically other companies, not individual consumers.
 B2B transactions often involve larger quantities, higher price points, and more complex negotiations than B2C transactions.
 Examples of B2B businesses include manufacturers selling raw materials to other manufacturers, software companies providing enterprise solutions to corporations, and wholesalers supplying products to retailers.

B2C (Business-to-Consumer):
 B2C stands for business-to-consumer, which means that businesses sell products or services directly to individual consumers.
 In a B2C model, the end customers are individual people, and transactions are typically smaller in scale compared to B2B.
 B2C companies often focus on marketing and advertising to reach a broad consumer audience.
 Examples of B2C businesses include online retailers like Amazon, fast-food chains like McDonald's, and streaming services like Netflix, which offer their products and services to individual consumers.

নতুন এক আলোকবর্তিকা নিয়ে আমাদের মাঝে হাজির হলো পবিত্র হিজরী নববর্ষ। সেই আলোয় নতুনভাবে উদ্ভাসিত হোক সকলের জীবন। সবাইকে ...
19/07/2023

নতুন এক আলোকবর্তিকা নিয়ে আমাদের মাঝে হাজির হলো পবিত্র হিজরী নববর্ষ। সেই আলোয় নতুনভাবে উদ্ভাসিত হোক সকলের জীবন। সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা।

23/03/2023
Today is Great Victory Day. Happy Great Victory Day to all. In 1971, we got an independent sovereign state in return for...
16/12/2022

Today is Great Victory Day. Happy Great Victory Day to all. In 1971, we got an independent sovereign state in return for the sacrifices of the brave martyrs. I pray for the forgiveness of their souls.

Affiliate Marketing অন্যকোন ব্যাক্তি বা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে আমি আমার social media সাইটের মাধ্যমে প্রমোট করে...
05/11/2022

Affiliate Marketing

অন্যকোন ব্যাক্তি বা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে আমি আমার social media সাইটের মাধ্যমে প্রমোট করে দেয়া এবং ঐ প্রমোটকৃত লিংকের মাধ্যমে কেউ প্রোডাক্টটি ক্রয় করে,তাহলে কোম্পানির/ব্যাক্তি আমাকে তার বিনিময়ে নির্দিষ্ট পরিমান কমিশন দিবে এটাকে এফিলিয়েট মার্কেটিং বলে।

এই আয় করা কমিশনটা এক একটা প্রোডাক্ট এর ওপর আলাদা আলাদা হতে পারে। কমিশনের রাশি বা আপনাকে কত টাকা কমিশন দেয়া হবে, সেটা “আপনি জে অনলাইন ওয়েবসাইট এর প্রোডাক্ট প্রোমোট বা শেয়ার করছে একজন এফিলিয়েট হিসেবে সেই অনলাইন ওয়েবসাইট কোম্পানি নির্ধারিত বা ঠিক করবে। এমনিতে, সবটাই আপনাকে আগের থেকেই বিস্তারিত বলে দেয়া হয়।

যেকোনো ডিজিটাল প্রোডাক্ট যেমন:- ডোমেইন, হোস্টিং,ওয়ার্ডপ্রেস থিম,অনলাইন সফটওয়্যার, এসব মার্কেটিং নিজের ব্লগ বা ওয়েবসাইটে করে তাদের বিক্রি করা যায়।

উদাহরণ:-
কিছু দিন আগে, আমি একটি হাত ঘড়ি একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কিনেছিলাম। তারপর, সেই ঘড়ির ব্যাপারে সবকিছু ভালোভবে জেনে আমি ঘড়িটা নিয়ে এটার ওপর নিজের ব্লগে একটি আর্টিকেল লিখেছি এবং ঘড়ির সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরেছি।
এরপর, আমি ঘড়িটির একটি এফিলিয়েট লিংক (affiliate link) দিয়ে দিয়েছি। যেন যাদের সেই ঘড়িটি কেনার আগ্রহ থাকবে তারা আমার শেয়ার করা এফিলিয়েট লিংকের মাধ্যমে সেই ঘড়িটি ক্রয় করতে পারে।
এতেকরে, যারা ঘড়িটি কিনতে চেয়েছেন তারা অনলাইনে আমার দেওয়া লিংক থেকে সহজে ক্রয় করতে পারলেন এবং, আমার দেয়া এফিলিয়েট লিংকের থেকে ক্রয় করার ফলে আমি কিছু কমিশন (টাকা) আয় করতে পারলাম।

টিক এভাবে, আপনিও যেকোনো জিনিস এফিলিয়েট লিংকের মাধ্যমে প্রোমোট করে টাকা আয় করতে পারবেন।
এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।

SEOGoogle, Bing, Yahoo, Baidu, Yandex, Ask এসব সম্পর্কে আমরা সকলে জানি। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলোর মধ্যে জনপ্রিয় স...
04/11/2022

SEO

Google, Bing, Yahoo, Baidu, Yandex, Ask এসব সম্পর্কে আমরা সকলে জানি। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলোর মধ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো Google. যেকোন বিষয় জানার জন্য সার্চ ইঞ্জিনবারে সার্চ করলে সে অনুযায়ী যেসব তথ্যবহুল সাইট প্রথম পেইজে সবার উপরে আসে , এবং এখান থেকে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়।
এসব সাইটকে গুগলে কাজ করে টপে বা সবার উপরে নিয়ে আসা হয়, তাকে এসইও বা (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) বলে।

এসইও বিভিন্ন প্রকার হয়ে থাকে।
☑️ টেকনিক্যাল এসইও
☑️ অন পেইজ এসইও
☑️ অফ পেইজ এসইও
☑️ হোয়াইট হ্যাট এসইও
☑️ ব্ল্যাক হ্যাট এসইও

✴️ টেকনিক্যাল এসইও: গুগল রোবট যেন আপনার ওয়েবসাইট টি সঠিকভাবে ক্রল করতে পারে,সে কারণে এটাকে টেকনিক্যাল এসইও বলে। সাইট ম্যাপ সাবমিট, প্লাগিন ইনস্টল, গুগল সার্চ কাউন্সিল এধরণের কাজ গুলো টেকনিক্যাল এসইও একটি অংশ। টেকনিক্যাল এসইও এ টার্মটা ব্যবহার করি, আমরা একটি ওয়েবসাইটের এবং/ অথবা সার্ভার যেটায় আপনার পুরো নিয়ন্ত্রণ থাকে তাকে বুঝাই। এটার উপর সার্চ ইঞ্জিন ক্রওলিং, ইনডেক্স করা এবং অবশেষে, সার্চ র‍্যাংকিং, টেকনিক্যাল এসইও যার মধ্যে পেজ টাইটেল, টাইটেল ট্যাগ, HTTP হেডার রেসপন্স, XML সাইটম্যাপ, 301 রিডির‍্যাক্ট এবং মেটাডেটার মতো উপাদানগুলো অন্তর্ভুক্ত সেগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব ফেলে।
টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে অ্যানালিটিক্স, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক প্রোফাইল ডেভেলপমেন্ট বা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটিজি নেই।

✴️ অন পেইজ এসইও:
অন পেইজ এসইও -তে সব অন-সাইট টেকনিক থাকে যা আপনি একটি ওয়েবপেইজকে সার্প (SERP)-এ রেংক করে ব্যবহার করতে পারেন। এটা আপনাকে পেজ কীভাবে ভালভাবে র‍্যাংক করতে পারবেন সেটা জানতেও সাহায্য করবে। এটা পেজের কোয়ালিটি উন্নত করতে কনটেন্ট এবং টেকনিক্যাল উপাদান দুটোই ব্যবহার করে, তাই আপনি যত বেশি অন-পেইজ এস ই ও করতে পারবেন, ততবেশি ট্র্যাফিক (কাস্টমার) আপনার ওয়েবসাইটে পাবেন এবং ট্র্যাফিকও ততবেশি প্রাসঙ্গিক হবে। টেকনিক্যাল বিষয়গুলো যেমন জরুরী, তেমনি অন-পেইজ এসইও এর সবচেয়ে দরকারি উপাদান হল কনটেন্ট কারণ এটাই আপনার সাইটে ট্র্যাফিক নিয়ে আসে।
একটি ওয়েবপেজে বিভিন্ন ধরণের দিক রয়েছে যেগুলো অন-পেইজ এস ই ও দ্বারা অপটিমাইজ করা হয়। যেমন:-
🔺টাইটেল ট্যাগ
🔺হেডিং
🔺সাইট স্পীড
🔺ইউআরএল স্ট্র্যাকচার
🔺মেটা ডেসক্রিপশন
🔺অন্তর্নিহিত লিঙ্কসমূহ (Internal links)
🔺ছবির জন্য অল টেক্সট
🔺রেসপন্সিবনেস

✴️ অফ পেইজ এসইও :
ওয়েবসাইটের বাইরে কিছু কাজ আছে যা অফপেইজ এসইও নামে পরিচিত। অফপেজ এসইও করার মূল উদ্দশ্য ওয়েবসাইটের Backlink তৈরি করা। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাকলিংকগুলি অফ-পেজ এসইও-র সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে জড়িয়ে থাকে।
কীওয়ার্ড স্টাফিং একটা সময় পৃষ্ঠার র‍্যাঙ্ক বাড়ানোর উদ্দেশ্যে ব্যাকলিঙ্কগুলির কেনা বা বাণিজ্য করার অনুশীলনও ছিলো। সার্চ ইঞ্জিনগুলোতে কিছু সময়ের জন্য এই অনুশীলনগুলো জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে অপ্রাসঙ্গিক ব্যাকলিঙ্ক যোগ করার ফলে পেইজের জনপ্রিয়তা কমতে থাকে।
যদিও কোয়ালিটি ব্যাকলিঙ্ক অফ-পেজ এস ই ও স্ট্যাট্যাজির মেরুদন্ড, আরো কিছু টেকনিক রয়েছে যা আপনি সাইট অথোরিটি বাড়াতে এবং আরো বেশি লিঙ্ক যোগান দিয়ে কাজে লাগাতে পারেন।

✴️ হোয়াট হ্যাট এসইও:
হোয়াইট হ্যাট এসইও সার্চ ইঞ্জিনের সকল নিয়ম-কানুন মেনে করা হয়েছে তাই তাকে হোয়াইট হ্যাট এসইও বলা হয়।
হোয়াইট হ্যাট এসইও এর মাধ্যমে দীর্ঘ সময় সার্চ ইঞ্জিনে রেংকিং থাকা যায় এবং ভালো ফলাফল দেয় এটি।
হোয়াট হ্যাট এসইও এর মধ্যে পড়ে সুন্দর একটি উপযুক্ত আর্টিকেল লেখা, কি-ওয়ার্ড কে যথার্থ পরিমাণে অপটিমাইজেশন করা, আর্টিকেল এর মধ্যে রিলেটেড ইমেজকে অপটিমাইজেশন করা, উপযুক্ত পরিমাণে হেডার ট্যাগ ব্যবহার করা ইত্যাদি। এগুলি করে যদি আমাদের ওয়েবসাইট কে সার্চ রেজাল্টে আনতে পারি তবে সেই এসইও টি হবে হোয়াইট হ্যাট এসইও।

✴️ ব্ল্যাক হ্যাট এসইও:
সার্চ ইঞ্জিন এর নিয়ম না মেনে, অবৈধ পন্থা অবলম্বন করে রেংক করাকে ব্ল্যাক হ্যাট এসইও বলে।
ব্ল্যাক হ্যাট এসইও এমন একটি কৌশল যা সার্চ ইঞ্জিন দ্বারা অনুমোদিত নয়। কারণ তারা তাদের ব্যবহারকৃত সাধারণ কৌশলগুলি সার্চ ইঞ্জিন নির্দেশিকা অনুসরণ করে না। ব্ল্যাক হ্যাট এসইও কৌশলগুলির সাহায্যে ব্লগের রেংকিংকে খুব দ্রুত বাড়ানো যায়। কারণ এটি সার্চ ইঞ্জিনের নিয়ম অনুসরণ করে না। এটি শুধুমাত্র সার্চ ইঞ্জিনকে গুরুত্ব দেয় এবং মানব শ্রোতাদের নয়। ব্ল্যাক হ্যাট এসইও মূলত তারাই ব্যবহার করে যারা খুব দ্রুত ফলাফল চায় এবং যারা তাদের ওয়েবসাইট বা ব্লগে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায় না।
ব্ল্যাক হ্যাট এসইও-তে ব্যবহৃত কিছু নিয়ম:-
🔹কীওয়ার্ড স্টাফিং
🔹লিঙ্ক ফার্মিং
🔹হিডেন টেক্সট
🔹লিঙ্ক
এগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে ডি-ইনডেক্স করা যেতে পারে এবং আপনার ওয়েবসাইট নিষিদ্ধও করাও যেতে পারে।
ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে খুব শীঘ্রই ব্লগকে একটি ভাল র‌্যাঙ্কে নেওয়া যায় । কিন্তু যদি ধরা পড়েন তাহলে আপনার ব্লগকেও এই ধরনের unethical practices ব্যবহারের জন্য শাস্তির সম্মুখীন ও হতে পারে।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
সার্চ ইঞ্জিন তার নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে কাজ করে থাকে,যেটাকে ক্রাউলার বলা হয়। যা কোন সাইটকে কত বার ক্রওল করতে হবে তা নির্ধারণ করতে একটি অ্যালগরিদম প্রক্রিয়া অনুসরণ করে।
যখনই সার্চ ইঞ্জিনের ক্রওলার আপনার সাইটের মধ্যে চলবে এটা সেসব পেজে কোন প্রকার লিংক পেলে সেটাও চিহ্নিত করে এবং রেকর্ড করে, সাথে তাদেরকে একটি তালিকায় যুক্ত করা হয়, যা পরে ক্রওল করা হবে। এভাবেই নতুন কনটেন্ট তৈরী করা হয়।

Content is an English word. The Bengali meaning of which is content. The medium or process of beautifully presenting det...
17/10/2022

Content is an English word. The Bengali meaning of which is content. The medium or process of beautifully presenting detailed information on a subject is called content.

What is content writing?
Content writing is basically writing about a topic, and the writing should be detailed and interesting. Writing is one of the ways to present detailed information on a subject in a beautiful manner. Simply put, content writing is where information is found on one or more topics.
Example :- Stories, Own Reports, Blogs, Articles, Product Promotion Reviews etc.

There are 4 types of content writing
For example:- written content, image content, video content and audio content.

Who is the content writer?
He is called a content writer by presenting detailed information beautifully by writing on a subject with his own knowledge, experience, techniques and skills.

Why Content Writing is Necessary :-
✔️ For online marketing.
✔️ To express thoughts in detail in written form.
✔️ For details about various products.

Conditions to follow while writing content:-
🖋️ Able to write content in fluent language (fluent language).
🖋️ Write content with attention to spelling and sentence structure.
🖋️ Writing in detail and making the writing attractive.
🖋️ Do not give any information based on assumptions without being sure.
🖋️ Presenting information using appropriate keywords. It increases the beauty of the content.
🖋️ Mention the source of information while providing any particular information.

Content Type 2 Types:-
✏️ Tutorial type
✏️ Product Review Type

The content through which something is taught is Tutorial Type. And to write these contents, of course, good knowledge, experience and skills are required on that particular subject.
Another is Product Review Type. No prior experience is required to write or create these contents. Just know the topic on which the content will be created.

To make the content more beautiful and attractive some rules need to be followed :-
🔴 Summarize and write in small paragraphs.
🟠 Using emojis.
🔵 Using confidence and curiosity words. For example:- Guaranteed carrier, 100% guarantee, and just...... using these words.
🟢 Collecting data through google form or website.

কন্টেন্টকন্টেন্ট হচ্ছে একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হচ্ছে বিষয়বস্তু। কোন একটি বিষয়ের উপর সুন্দরভাবে বিস্তারিত তথ্য ...
17/10/2022

কন্টেন্ট
কন্টেন্ট হচ্ছে একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হচ্ছে বিষয়বস্তু। কোন একটি বিষয়ের উপর সুন্দরভাবে বিস্তারিত তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়াকে কন্টেন্ট বলে।

কন্টেন্ট রাইটিং কি?
কন্টেন্ট রাইটিং হলো মূলত কোন বিষয়বস্তু নিয়ে লেখা, আর লেখাটা হতে হবে বিস্তারিত ও আকর্ষণীয়। লিখনের মাধ্যমে কোন একটি বিষয়ের উপর সুন্দরভাবে এর বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন করা যায় এর একটি মাধ্যম। সহজভাবে বললে কন্টেন্ট রাইটিং হলো যেখানে এক বা একাধিক বিষয়ের উপর তথ্য পাওয়া যায়। যেমন:- গল্প, নিজস্ব প্রতিবেদন, ব্লগ, আর্টিকেল, প্রোডাক্ট প্রমোশন রিভিউ ইত্যাদি।

কন্টেন্ট রাইটিং এর ধরন ৪ ধরনের হয়
যেমন:- লিখিত কনটেন্ট, ছবি কন্টেন্ট, ভিডিও কনটেন্ট ও অডিও কন্টেন্ট।

কন্টেন্ট রাইটার কে?
নিজের জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল ও দক্ষতা দিয়ে কোন বিষয়বস্তুর উপর লিখনের মাধ্যমে সুন্দরভাবে বিস্তারিত তথ্য তুলে ধরে তাকে কন্টেন্ট রাইটার বলে।

কন্টেন্ট রাইটিং কেন প্রয়োজন :-
✔️ অনলাইন মার্কেটিং করার জন্য।
✔️ মনের ভাবকে বিস্তারিতভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য।
✔️ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

কন্টেন্ট লিখার সময় যেসব শর্তাবলী মেনে চলা প্রয়োজন :-
🖋️ প্রাঞ্জল ভাষা (সাবলীল ভাষা) কন্টেন্ট লিখতে পারা।
🖋️ বানান ও বাক্যের গঠন খেয়াল রেখে কন্টেন্ট লিখা।
🖋️ লিখাটা বিস্তারিত ভাবে লিখা ও লিখাটাকে আর্কষণীয় করে তোলা।
🖋️ নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোন ধরনের তথ্য না দেওয়া।
🖋️ যথাযথ কি-ওয়ার্ড ব্যবহার করে তথ্য উপস্থাপন করা। এতে কন্টেন্টের সৌন্দর্য বৃদ্ধি পাই।
🖋️ নির্দিষ্ট কোন তথ্য প্রদানের সময় তথ্য সূত্র উল্লেখ করা।

কন্টেন্ট টাইপ ২ প্রকার:-
✏️ টিউটোরিয়াল টাইপ
✏️ প্রোডাক্ট রিভিউ টাইপ

যেসব কনটেন্টের মাধ্যমে কোনকিছু শিখানো হয়, সেগুলো হলো Tutorial Type । আর এসব কন্টেন্ট লিখতে হলে অবশ্যই ঐ নির্দিষ্ট বিষয়ের উপর ভালো জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন।
আরেকটি হচ্ছে Product Review Type এসব কন্টেন্ট লিখতে বা তৈরি করতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। শুধুমাত্র যে বিষয়ে কন্টেন্ট তৈরি হবে, সে বিষয়ে ভালো করে জেনে নেওয়া।

কন্টেন্টকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন :-
🔴 সংক্ষেপ এবং ছোট ছোট প্যারা করে লিখা।
🟠 ইমোজি ব্যবহার করা।
🔵 কনফিডেন্স ও কিউরিওসিটি মূলক শব্দ ব্যবহার করা। যেমন:- নিশ্চিত ক্যারিয়ার, ১০০ % গ্যারান্টি, আর মাত্র...... এসব শব্দ ব্যবহার করা।
🟢 গুগোল ফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেক্ট করা।

 #ফ্রিল্যান্সিং কি : – সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় কোনো কম্পানির বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধে মতন মুক্তভ...
14/10/2022

#ফ্রিল্যান্সিং কি : –

সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় কোনো কম্পানির বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধে মতন মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। যেমন ধরুন আপনি কোনো কম্পানিতে চাকরি করেন না কিন্তু ওই নির্দিষ্ট কম্পানির কোনো নির্দিষ্ট প্রজেক্টে কাজ করবার জন্য আপনি ফ্রিল্যান্সার হিসেবে Apply করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ে সেই কাজটি করে কম্পানিকে দিতে হবে।

#ফ্রিল্যান্সিং কেন করবেন –

বর্তমান বিশ্বে বেকারত্ব এক অন্যতম সমস্যা। তাই পড়াশোনা বা চাকরির চেষ্টার পাশাপাশি ঘরে বসে পার্ট টাইমে সৎভাবে উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং অত্যন্ত ভালো একটি উপায়।

আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়ে চাকরিতে যোগদানের পূর্বে আপনি সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে থাকলে তা যেমন আপনাকে কাজের কনফিডেন্স দেবে তার পাশাপাশি চাকরি পেতে এক্সপিরিয়েন্স হিসেবেও কাজ করবে।

যদি আপনি ইতিমধ্যে কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রেও অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতেই পারেন।

সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতিকে বুঝায়। য...
11/10/2022

সার্চ ইঞ্জিন মার্কেটিং কি?
সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতিকে বুঝায়। যাকে সংক্ষেপে বলা হয় এসইএম (SEM)। ওয়েবসাইটের ভিজিটর বা সেলস বাড়ানোর উদ্দেশ্যে বিশ্বের নামিদামি ব্র্যান্ড সহ ছোট, বড় অনেক কোম্পানি তাদের প্রচারণার জন্য এই SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে থাকেন।
সার্চ ইঞ্জিন রিলেটেড দুইটি টার্ম আছে।

টার্ম দুইটি হচ্ছেঃ-
সার্চ ইঞ্জিন মার্কেটিং-পেইড
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন- অর্গানিক

অর্গানিক:-
এখানে অর্গানিক বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে বুঝানো হয়েছে যে কাজ করতে আপনার কোন প্রকার অর্থ খরচ করতে হয়না। নরমালি কিছু এসইও কাজ করে গুগলে র‍্যাংক করানো বা সার্চ রেজাল্ট পেইজে আসাকেই বোঝানো হয়েছে।

পেইড:-
পেইড বলতে বুঝানো হয়েছে গুগলের সার্চ পেইজের শুরুতে আসতে অর্থ খরচ করে যে কাজ করা হয় তাকেই সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয় ।

Eid Mubarak ❤️
08/10/2022

Eid Mubarak ❤️

What is freelancing ?Freelancing is doing specific work for clients without committing to full-time employment. Freelanc...
06/10/2022

What is freelancing ?
Freelancing is doing specific work for clients without committing to full-time employment. Freelancers often take on multiple projects with different clients simultaneously. The Internal Revenue Service Internal Revenue Service (IRS)
considers freelancers to be self-employed individuals

Freelancers handle contract work on a part-time or full-time basis and often sign agreements before starting projects.

With freelancing, the client pays per project, per task, or per hour, depending on the agreement. Freelance projects typically involve short-term assignments, although satisfied clients often request follow-on work. Most freelance jobs are available in the skills, service, and creative sectors, such as copywriting, programming, engineering, and marketing. ©️

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়।  #ডিজি...
04/10/2022

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। #ডিজিটাল_মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে মধ্যে সফল হওয়া সম্ভব।

সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে কি?

👉অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

👉Digital Marketing এর সেরা ৮ টি মাধ্যম

◾Search engine optimization (SEO)
◾Search Engine Marketing (SEM)
◾Content marketing
◾Social Media Marketing(SMM)
◾Digital Display Marketing
◾Mobile Marketing
◾Email Marketing
◾Affiliate Marketing

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Akterujjaman Rimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akterujjaman Rimon:

Share