সুন্নি-সূফী মতাদর্শ

সুন্নি-সূফী মতাদর্শ সুন্নি মতাদর্শভিত্তিক একটি পেইজ।

24/10/2025

ফলক্ব কে নাযারো, যমী কে বাহারো
ছব ঈদে মানাও, হুযুর আ গ্যায়ে হে

Falak Ke Nazaro Zameen Ki Baharo,
Sub Eidein Manao Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Uttho Bay Karao, Chalo Bay Saharo,
Khabar Ye Sunao Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Anokha Niraala Woh Zee Shaan Ayaa,
Woh Saray Rasoolaun Ka Sultan Ayaa,

Aray Baadshaho Aray Kaj Kula’ho,
Nigahein Jhukao Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Sama Hai Sana E Habeeb E Khuda Ka,
Yeh Milad Hai Sarwaray Ambiya Ka,
Nabi Kay Gadao, Sab Eik Doosray Ko,
Mubarak Yeh Sunao, Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Huwaa Char Su Rahmataun Ka Ba’sayra,
Ujaala Ujaala, Sawera Sawera,
Halima Ko Pohnchi Khabar Aaminah Ki,
Mere Ghar Main Khair Ul Wara Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Kahaan Mai Zahuri, Kahaan Unki Batein,
Karam Hi Karam Hain, Ye Din Aur Ratein,
Jahaan Pay Bhi Jaao, Dilaun Ko Jagao,
Yah Kehtay Hi Jaao, Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

Hawaun Mein Jazbaat Hain Marhaba Ke,
Fizaun Mein Naghmaat Salle’Alla Ke,
Daroodaun Ke Gajrey Salamaun Ke Tohfay,
Ghulamo Sajaao, Huzoor Agaye Hain.

Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain,
Huzoor Agaye Hain, Huzoor Agaye Hain.

17/10/2025

|| ফিলিস্তীন সংকট | প্রেক্ষাপট, অনুধাবণ, সমাধান ||

DULOGUE
by Ala'Hazrat Academy

20/09/2025

হে চট্টগ্রামবাসী! তোমাদের কোথাও যেতে হয়নি, তোমাদেরকে বাঁচাতে রসূলুল্লাহ ﷺ ফিকরে রেযার জুব্বা পরিধান করিয়ে আপন বেটা হযরত আহমদ শাহ ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কে পাঠিয়েছেন।

~ Taj-Ul-Ulama Hazrat Allama Peer Syed Mohammad Noorani Ashraf Al Jilani

https://www.facebook.com/share/v/1EPopjTzf3/

02/09/2025

ECHOES OF JULUS..
From MADINA To CHATTOGRAM

(ﷺ)
(ﷺ)

জান্নাতের সরদার হযরত ইমাম হোসাইন (রাদি) মাজার শরীফের দৃশ্য৷  হযরত ইমাম হোসাইন (আঃ) শানে মানকাবাত।❤️
18/07/2025

জান্নাতের সরদার হযরত ইমাম হোসাইন (রাদি) মাজার শরীফের দৃশ্য৷

হযরত ইমাম হোসাইন (আঃ) শানে মানকাবাত।❤️

12/07/2025

নাস্তিকরা রাসুলুল্লাহ (দরুদ)'র শানে বিয়াদবি করার সাহস পায়, এই সমস্ত মাদানি মোল্লাদের কারণে। এরাই দরজা খুলে দেয়। অনেক মুসলিম নামধারীরা 'পিয়ন' শব্দটিকে রাসুলুল্লাহ'র শানে ব্যবহার করাকে সাধারণ বিষয় বলছে। একই শব্দ যদি কোনো নাস্তিক বলতো, তখন এরা ব্লাসফেমি আইনের দাবীতে রাস্তাঘাট ব্লক করতো। আমার প্রশ্ন হলো, একই কাজ নাস্তিকে করলে হারাম, মোল্লায় করলে আরাম কেনো হয়? উম্মত দাবীদার হয়ে নাস্তিকের মত আচরণ করলে, সে নাস্তিকের চেয়ে অধম নই কেনো?

নিজেদের পছন্দের হুজুরদের ব্যাপারে বিরূপ মন্তব্য করলে এরা বট বাহিনী নিয়ে আক্রমণ করে, হুমকি-ধমকি দেয়। কিন্তু সে একই হুজুরে যদি রাসুলুল্লাহ'র শানে বিরূপ মন্তব্য করে, তখন বলে, হুজুর কত বড় জ্ঞানী জানিস? অমুক বিশ্ববিদ্যালয় থেকে, তমুক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে। তোদের কি সে যোগ্যতা আছে? অর্থাৎ তাদের কাছে রাসুলুল্লাহ'র যা'তের চেয়ে ওই হুজুরের ব্যক্তিত্ব বড়।

আবার এরাই নিজেদেরকে বড় নবী প্রেমিক মনে করে।
এই তো কিছুদিন আগে, রাহাল রাহা নামক এক ব্যক্তি আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করলো। তা নিয়ে অনলাইন-অফলাইন সব জায়গায় সরগরম হলো। ঠিক একই সময় এক মোল্লার আগের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে সে রাসুলুল্লাহ'র শানে 'Cowboy' শব্দ ব্যবহার করেছে। এটা নিয়ে তেমন কোনো সরগরম হলো না। বরং অনেকে তার পক্ষে সাফাই গাইতে লাগলো যে,

১. এটা আগের ভিডিও, এই জন্য সে নাকি ক্ষমাও চেয়েছে। কেউ কেউ ত আরো একধাপ এগিয়ে, তাকে সংশোধন করে দিচ্ছে যে,
২.তুমি Cowboy শব্দ ব্যবহার করিও না, Goatboy শব্দ ব্যবহার করিও। এর চেয়ে একধাপ এগিয়ে একদল বলতে লাগলো,
৩. রাসুলুল্লাহ ত ছাগল চড়িয়েছেন, সুতরাং এই ধরনের শব্দ ব্যবহারে কোনো সমস্যা নাই।

বুঝলাম, এটা আগের ভিডিও, যার জন্য সে ক্ষমাও চেয়েছে।
কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার দিন/পরের দিন, ওই মোল্লা তার ফেইসবুক আইডি থেকে একটা ভিডিও পাবলিশ করে৷ যেখানে সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র শানে 'Shepard' শব্দটি ব্যবহার করলো। এর মানে কি? মেষপালক।

মানে সে রাসুলুল্লাহকে মেষপালক তথা রাখাল বললো, নাউযুবিল্লাহ। তখন চাটুকারেরা তার প্রশংসা কর‍তে লাগলো।
আবার কেউ যখন এর জবাব দিচ্ছিল, তখন হিংসুক, মূর্খ ইত্যাদি বলে গালি দিতে লাগলো। রাসুলুল্লাহ'র যা'ত এদের কাছে এতো সস্তা, হায় আফসোস।
এখন কি হচ্ছে, ওই মাদানী নামী মোল্লার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে, এটা নাকি সাধারণ বিষয়।

আল্লাহ, এই কেমন নবীর উম্মত? এই উম্মতের জন্য রাসুলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহিদ করেছেন।
আশেকে রাসুল একজন হলেই যথেষ্ট, গাজী বিলাল ভাই সেটা প্রমাণ করেছেন। তিনি যুগের ইলমুদ্দিন, বাংলার মমতাজ কাদেরী।

বিলাল ভাই, আপনি আমার প্রাণের ভাই। আপনি আশেকে রাসুলদের দিলে জায়গা করে নিয়েছেন। ইশ, আপনার জায়গায় যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যেতো? আমিই যদি আপনি হতাম? কতইনা উত্তম হতো।

এই জমিন খোদার, এখানে হুকুমত যা'তে মুস্তফার। আশেকে রাসুলরাই এই জমিনের আসল হকদার। গোস্তাখদের এই জমিনে কোনো স্থান নেই। তাই গাজী বিলাল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। উনার মুক্তি চাওয়া সকল আশেকে রাসুলের ইমানি দায়িত্ব।

গাজী মমতাজ কাদেরি যখন পাকিস্তানের সেই মন্ত্রীকে জাহান্নামে পাঠিয়েছিল, তখন পাকিস্তানের সমস্ত উলামায়ে আহলে সুন্নাত উনার পক্ষে দাঁড়িয়েছেন। বলেছেন, গাজী মমতাজ কাদেরি সঠিক কাজই করেছেন। শুধুমাত্র কথিত শায়খুল ইসলাম তাহেরুল কাদেরি ও তার সাঙ্গুপাঙ্গুরা এর বিরুধীতা করেছিল। বাংলাদেশেও তার সাঙ্গুপাঙ্গুরা, 'মান সাব্বা নাবিয়্যান, ফাক্বতুলুহু' হাদিসটিকে জয়িফ প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ওই যে, টেবলেট?

আল্লাহ এদের ও গোস্তাখদের থেকে আশেকে রাসুলদের হেফাজত করুক, আমিন।

✍️ Hasan Robiul

ভিডিও : তাসাউফ মাজলিস

12/07/2025

কালিমা পড়া মুসলিমকেও আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) নবি করিম (ﷺ) এর শানে বেয়াদবি করায় জাহান্নামে পাঠিয়ে দেন।
প্রিয় নবিজি (ﷺ) এর শানে ইমান তাজা করা শ্রেষ্ঠ বয়ানগুলির মধ্যে একটি।

-আমিরুল মুজা *হিদিন আল্লামা খাদি* ম হু* সা (ন) রি (জ) ভী

#তাসাউফ_মাজলিস
#শানে_নবুয়ত

© রাকিব রিদ্বা

12/07/2025

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান কারণে এই কাজ করেছেন।

ইমাম সাহেব বলেছেন— নবিজি হলেন পিয়ন। পিয়নের কাছে দরখাস্ত করলে দুআ কবুল হয় না। তাই নবিজির কাছে দুআ করা যাবে না৷ ইমাম সাহেব মিলাদকেও অবজ্ঞা করেন৷ তাই নবি প্রেমিক মুহাম্মদ বিলাল হোসেন শাতিমকে শাস্তি দিয়েছেন।

ভালো বিষয় কি জানেন? আমার দেখা অন্যতম সাহসী পুরুষ বিলাল হোসেন৷ যিনি দয়াল নবির উপর অপমান সহ্য করতে পারেননি। তিনি তাঁর আইনি ভুল স্বীকারও করেছেন৷ একদম সরল উক্তিতে। শাস্তি মাথা পেতে রাজি। আল্লাহু আকবার।

বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে। কিন্তু আল্লাহর আইনে মাকবুল হয়ে গেছেন। দয়াল নবির সাথে আল্লাহ তাকে জান্নাতে কবুল করুন। আশেকে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জয় হোক।

11/07/2025

কারবালার যুদ্ধ শেষ। জালিমেরা আহলে বাইতের সদস্যদের বন্দী করে নেয়। ইমাম জয়নুল আবেদীনকে ইয়াজিদের বায়াত নিতে বলা হয়। তিনি রাজি হননি। ক্ষিপ্ত হয়ে তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হলো। বুকের উপর ৭০ কেজি ওজনের পাথর দিয়ে রাখা হলো। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোরের আলো ফুটঁতে শুরু করলো। সাথে মৃদু বাতাস প্রবাহিত হতে শুরু করলো মদিনাপানে বহমান এই বাতাসের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, ইয়া রাসুলুল্লাহ ﷺ... ইয়া রাসুলুল্লাহ ﷺ....

কালাম- ইমাম যাইনুল আবিদিন।
ভাবধারা-মুনাজাত (ফরিয়াদি)।
নাতঁ খা- গোলাম মোস্তফা কাদেরী।
কাব্যনুবাদ- মুহাম্মদ মুনিরুদ্দিন।
সরল অনুবা- সাদী ইউলাদ।
ভিডিও ইডিট- ইকরাম হোসাইন।

© Ekram Hossain - ইকরাম হোসাইন

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নি-সূফী মতাদর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category