Sheikh TAREQ

Sheikh TAREQ My official page. Like it causes education blog & Business idea.

পৃথিবীতে এমন কেউ আছে যে মৃত্যুবরণ করবে না । তোমরা তোমাদের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?
05/12/2023

পৃথিবীতে এমন কেউ আছে যে মৃত্যুবরণ করবে না । তোমরা তোমাদের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?

20/10/2023

বিবেক আজ নিস্তব্ধ
ফিলিস্তিন

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
26/09/2021

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে, মানুষকে ঠকিয়ে, হক মেরে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই ভাইজান ।। সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। সাধ্যমত বেশি বেশি দান করুন। ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকুন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সঞ্চয় করি।। ঐটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন.

বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না, বাবাদের ওয়ারড্রব ভর্তি শার্ট-প্যান্ট থাকে না। বাবাদের জুত...
20/09/2021

বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না, বাবাদের ওয়ারড্রব ভর্তি শার্ট-প্যান্ট থাকে না। বাবাদের জুতা চলে বছরের পর বছর, মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না, ঘড়িটা বৃদ্ধ হয়, তবুও হাতেই থাকে। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজেন, একা কোথাও গেলে বাসে চড়েন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করেন। অথচ স্ত্রী-সন্তানকে সাধ্যের সব চেয়ে দামি জিনিসগুলো কিনে দেন। বাবারা একান্ত বাধ্য না হলে কখনও না বলেন না। নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার স্ত্রী-সন্তানের জন্য সবচেয়ে বেশি বেহিসাবি। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানেন না, করতে জানেন। তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী-সন্তানকে ভালোবেসে যান... পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছেন, অসংখ্য খারাপ জন্মদাতাও আছেন। কিন্তু একটাও খারাপ বাবা নেই...।’

"আমিহীন দুনিয়া""এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ।             ভয়ও ল...
19/09/2021

"আমিহীন দুনিয়া"
"এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ।
ভয়ও লাগে, আশাও আছে । মরীচিকাময় পৃথিবী, মিছে সব মায়া, মিছে প্রেম, ভালোবাসার হাতছানি । কেউ কাউকে মনে রাখে না । মনে রাখে ততক্ষণ, যতক্ষণ প্রয়োজন । ঘুমন্ত কবরে রেখে আসার পর সবাই ধীরে–ধীরে ভুলে যায় । ভুলে যেতেও হয় । শোক আর কতোক্ষন মানুষ বহন করতে পারে !?
মাঝেমাঝে নিজেকে কবরস্থ ভেবে, আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি । দেখি সবই ঠিকঠাক চলছে । আমার জন্য কিছুই থেমে নেই । অফিসে আমার চেয়ারটাও খালি নেই । খালি নেই বাসার বিছানাটা । খালি নেই যাদের মনে যতটুকু স্থানে ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে । কলিজার টুকরো সন্তান, প্রিয়তমা স্ত্রী যাদের ছাড়া আমার পৃথিবী ছিলো কল্পনাহীন, তারাও স্বাভাবিকভাবে জীবন জাপন করছে । তাই এজীবনের জন্য নয় ওপারের স্থায়ী ঠিকানা চিরকাল আজীবন যেখানে থাকতে হবে সেখানের জন্য পুজি সংগ্রহ করতে থাকি ! দুনিয়ার এই সম্পদ যেখানে কাজে লাগবে না, আসুন মহান আল্লাহর রাজিখুশির চেস্টা করি ! আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ হয়ে যাবে । আমিহীন দুনিয়া বেশ ভালোই চলবে । কিন্তু কেউ জানবে না- আমি কেমন আছি..?."
সৌজন্যেঃ সাহাদাত হোসাইন ফয়সাল

31/08/2021
sad life middle familly
28/04/2021

sad life middle familly

Address


Telephone

+8801632354667

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh TAREQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh TAREQ:

  • Want your business to be the top-listed Media Company?

Share