নিউজ প্রতিদিন

নিউজ প্রতিদিন LEARN MORE LEARN

পুরো ক্যায়িয়ার মিলিয়ে বর্তমানেই সবচেয়ে ভালো ফিটনেসে আছে দেব🔥
14/08/2025

পুরো ক্যায়িয়ার মিলিয়ে বর্তমানেই সবচেয়ে ভালো ফিটনেসে আছে দেব🔥

মেয়ে টা কি কিউট 🥰
14/08/2025

মেয়ে টা কি কিউট 🥰

ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো।❤️🌸   🫶🏻
14/08/2025

ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো।❤️🌸

🫶🏻


‘আবার ফিরে এলেজেগে আছি, পড়িনি ঘুমিয়েআবার ফিরে এলেভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে’বড়পর্দায় এই জুটি ফিরে আসুক…শুধু কাল ভোরে...
14/08/2025

‘আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে’
বড়পর্দায় এই জুটি ফিরে আসুক…
শুধু কাল ভোরে নয়, অন‍্য কোনও ছবিতে অন‍্য কোনও ভোরেও…

❤️

Good look
14/08/2025

Good look

  ☄️
14/08/2025

☄️







দীর্ঘ ৯ বছর পর 'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রীজুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে। তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গে...
14/08/2025

দীর্ঘ ৯ বছর পর 'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রীজুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে। তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গেল দর্শক ভক্তদের উচ্ছ্বাসে। 'ধূমকেতু' মুক্তির একদিন আগে....

রূপপুর: বাংলাদেশের সু'ই'সা'ইড নোট!⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্...
13/08/2025

রূপপুর: বাংলাদেশের সু'ই'সা'ইড নোট!
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট পদের প্রধান কর্মকর্তার নিয়োগ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরীর দায়িত্বপ্রাপ্ত রুশ প্রতিষ্ঠান ভীষণ উষ্মা প্রকাশ করেছে : চাকুরীর শর্তানুসারে, উক্ত পদে নিয়োগ পেতে নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু, নিয়োগপ্রাপ্ত মহিলার না আছে নিউক্লিয়ার ফিজিক্সে ডিগ্রী, না আছে ওই ফিল্ডে কাজের একদিনেরও অভিজ্ঞতা। মীরপুরের বেসরকারি এক প্রতিষ্ঠানে ভদ্রমহিলা আগে কাজ করতেন। প্রভাব খাটিয়ে চাকুরীটি পেয়েছেন।

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত স্পর্শকাতর প্রকল্প। পৃথিবীর সবদেশেই এসব প্রকল্প সর্বোচ্চ নিরাপত্তার চাদরে রাখা হয়। ফিজিক্যাল সেইফটি শুধু নয়—সর্বোচ্চ দক্ষতা ও রিলেটেড কাজের অভিজ্ঞতা ছাড়া কাউকে কাজ দেয়ার কল্পনাও করা হয় না। বাংলাদেশও তার ব্যতিক্রম হতে পারে না। শুধু ভাবুন একবার, অদক্ষ লোকের কারণে নিউক্লিয়ার লিকেজ হলে—বাঁচবে কেউ? তাও আবার বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলে?

সমস্যা হচ্ছে, নুন্যতম দক্ষ ও অভিজ্ঞ লোকবল তৈরী ছাড়াই চারগুন বেশী অর্থ ব্যায় করে ফুটানি মারানোর এই শ্বেতহস্তীর প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল। চুল্লি বানানোর দায়িত্ব দেয়া হয় রুশ কোম্পানী আর ম্যানেজমেন্টের দায়িত্ব পায় ভারতীয় প্রতিষ্ঠান!। রুশ কোম্পানিতে ট্রেনিং-এর জন্যে হাসিনা সরকার যে ২৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তার তালিকা পাঠায়, তারা প্রত্যেকে ছিল ভারতীয়! অজুহাত দেয়া হয় যে, বাংলাদেশে পারমাণবিক বিষয়ে জানাশোনা আছে অমন কর্মকর্তা নেই।

অথচ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় নিরাপত্তার অংশ।

ইউনুস সরকারের উচিৎ হবে দ্রুত পদক্ষেপ নেয়া এবং আইন করে যাওয়া—গুরুত্বপূর্ন সকল বৈজ্ঞানিক ও সেইফটি কন্ট্রোল পদে নিয়োগের ক্ষেত্রে যেন ইউরোপ-আমেরিকার সমমানের যোগ্যতা চাকুরীর শর্ত করা হয়। প্রতিষ্ঠানের সকল গুরুত্বপূর্ন পদে চাকুরী দেবে এই ফিল্ডে কাজ করে আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন বিদেশী এমপ্লয়মেন্ট এজেন্সী। আবেদনকারীর যোগ্যতা ও দক্ষা যাচাই করার সক্ষমতা বাংলাদেশ সরকারের নেই। সুযোগ নেই বলেই বিদেশী প্রতিষ্ঠানকে হায়ারিং ও ফায়ারিং-এর দায়িত্ব দিতে হবে।

সোজা কথায়, এসব পদে আপাতত, বিদেশ থেকে লোক আনতে হবে। বিদেশী এক্সপার্টের অধীনে অন্তত দশ-বার বছর কাজ করে বাংলাদেশীরা নিজ যোগ্যতায় উপরোক্ত পদে বাসার যোগ্যতা লাভ করবে। তখন বাংলাদেশীদের পদায়ন করা যাবে। তার আগে কোন স্থানীয় বাংলাদেশীকে নিয়োগ দেয়া যাবে না। ইউনুস সরকারের উচিৎ হবে রূপপুর প্রকল্পের সকল দেশীয় অফিসারের চাকুরীর নিয়োগ সংক্রান্ত ফাইল ও কাগজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে অমন বিদেশী কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত জনবলের যোগ্যতা আদৌ আছে কিনা, সেটা যাচাই করে নেয়া।

ফাইনালী, পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতির কারণে রূপপুর কেন্দ্রের ম্যানেজমেন্ট ভারতীয়ের হাতে থাকাও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকী। ইউনুস প্রশাসনের উচিৎ, অতি সত্বর অন্য দেশের এক বা একাধিক ফার্মকে রূপপুরের ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব হস্তান্তরে পদক্ষেপ নেয়া। নইলে, বাংলাদেশ কিন্তু নিউক্লিয়ার ব্ল্যাক মেইলের শিকার হতে পারে।

পাথরচোর ঠেকানো যাচ্ছে না, ভোটচোর ঠেকানো যাবে
13/08/2025

পাথরচোর ঠেকানো যাচ্ছে না, ভোটচোর ঠেকানো যাবে

মৃত্যুর সংখ্যা ১২০+.. ২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক...
24/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+..

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শুয়োরের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উত্তম বিচার করো ।

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।

— একজন প্রতক্ষ্যদর্শী..

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বি/ধ্ব/স্ত হয়েছে। এতে সব আরোহী প্রা/ণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ...
24/07/2025

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বি/ধ্ব/স্ত হয়েছে। এতে সব আরোহী প্রা/ণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

মাইলস্টোনের মা' খ্যাত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বিমান বাহিনী। এ সময় বিমান...
24/07/2025

মাইলস্টোনের মা' খ্যাত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বিমান বাহিনী।

এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাহেরীন চৌধুরীর সমাধিতে রাষ্ট্রীয় সন্মাননা প্রদর্শন করেন প্রতিনিধি দলটি।

Address

Chittagong

Telephone

+8801833752922

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিউজ প্রতিদিন:

Share