
16/09/2025
আসসালামু আলাইকুম সবাইকে।আমার এই আদরের ছোট ভাইটা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে তিন মাস পার হয়ে গেল।এখনো আমার কানে বাজে ছোট আপা বলে ডাকছিস এই ডাক কতদিন শুনিনা বারবার শুধু তোর কথাই মনে পড়ে।আল্লাহতালা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এটাই সব সময় দোয়া রইল তোর জন্য। এত বড় আঘাত দিয়ে চলে যাবি ভাবতেও পারিনি। যত দিন বেঁচে থাকি তুই আমার হৃদয়ের মাঝেই থাকবি তুই আমাদের মাঝে নাই এটা ভাবতেও পারিনা।সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আমিন।