Tasfia's Vlog

Tasfia's Vlog This is Tasfia Mannan. A very Welcome to you all.

আপনার বিজনেসের জন্য লোগো কতটা গুরুত্বপূর্ণ! একটা বিজনেসকে ব্র‍্যান্ডে পরিণত করতে একটা লোগোই যথেষ্ট। আপনার ইউনিক একটা লোগ...
17/10/2022

আপনার বিজনেসের জন্য লোগো কতটা গুরুত্বপূর্ণ!

একটা বিজনেসকে ব্র‍্যান্ডে পরিণত করতে একটা লোগোই যথেষ্ট। আপনার ইউনিক একটা লোগোর মাধ্যমে সবাই আপনার প্রতিষ্ঠান বা ব্র‍্যান্ডকে চিনবে।

আমাদের লগো ডিজাইনে কী কী থাকবেঃ
- Facebook File
- JPG File
- PNG File
- AI File
-3D mockups
- PDF File

তাই প্রফেশনাল ও প্রিমিয়াম লোগো পেতে হ্যালো করতে পারেন এখানেঃ +8801840266953 অথবা এখানে পেইজের ইনবক্সে জানাতে পারেন।

Why Choose us?
- প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি
- সরকার অনুমোদিত প্রতিষ্ঠান
- ১২০০+ কাজ করার অভিজ্ঞতা
- রেজিস্ট্রার মেম্বার, ইক্যাব

শুভকামনায়
Yaati Digital
Registered Member, E-Cab

40% offer on "Page Optimization" service!!!আপনার বিজনেস পেইজকে সুন্দর, প্রফেশনাল এবং আকর্ষণীয় লুক দিতে প্রয়োজন পেইজ অপটি...
07/10/2022

40% offer on "Page Optimization" service!!!

আপনার বিজনেস পেইজকে সুন্দর, প্রফেশনাল এবং আকর্ষণীয় লুক দিতে প্রয়োজন পেইজ অপটিমাইজড করা। আকর্ষণীয় লুক ছাড়া ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব নয়।

একটা সুন্দর লোগো, কাভার ফোটো, পেইজ সেটিং, এবাউট, শপ ইত্যাদি সাজানো দেখলেই ক্রেতার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। মনে রাখবেন "First impression is the best impression"

তাই প্রফেশনাল এবং ইউজার ফ্রেন্ডলি সার্ভিস পেতে কানেক্ট হতে পারেন এখানে Yaati Digital

06/10/2022
কার কার ভালো লাগে চকোলেট খেতে?আমি তো পুরাই চকোলেট লাভার🥰
05/10/2022

কার কার ভালো লাগে চকোলেট খেতে?
আমি তো পুরাই চকোলেট লাভার🥰

Logo design done by Yaati Digital আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করতে একটি প্রিমিয়াম লোগোই যথেষ্ট। আপনার লোগোই হবে আপনার বিজ...
25/09/2022

Logo design done by Yaati Digital

আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করতে একটি প্রিমিয়াম লোগোই যথেষ্ট। আপনার লোগোই হবে আপনার বিজনেসের ইউনিক আইডেন্টিটি।

তাই প্রফেশনাল ও প্রিমিয়াম লোগো ডিজাইন করতে হ্যালো করতে পারে এখানে Yaati Digital

24/09/2022

শুভ সকাল।
আলহামদুলিল্লাহ পেইজে ২০০ লাইক পরিপূর্ণ হলো সম্পূর্ণ অর্গানিকভাবে। চাইলেই অনেক পোস্টে পেইজের নাম ম্যানশন করে লাইক নিতে পারতাম কিন্তু করিনি।
আমি শুধু চেয়েছি যারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবে তারা যেন মন থেকে ভালোবেসে দিবে।
দোয়াই কাম্য।

২১ সতকের সফট স্কিল বইটা পড়া শুরু করেছি পড়তে ভালো লাগছে। খুব উপকারী একটা বই হবে ইন শা আল্লাহ্। Written by Mak Arif SirTha...
22/09/2022

২১ সতকের সফট স্কিল বইটা পড়া শুরু করেছি পড়তে ভালো লাগছে। খুব উপকারী একটা বই হবে ইন শা আল্লাহ্।

Written by Mak Arif Sir

Thanks to A.M Faruk bhaia🥰

22/09/2022

শুভ সকাল।

চোখের জল সবাই দেখতে পেলও হৃদয়ের কষ্ট কেও দেখেনা!!

কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে। কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাজীবন

তাই বলে ভেঙে পরা চলবে না সাহস রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।

21/09/2022

আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের কাছে শুধুমাত্র সেই এতিম মেয়েটার বিয়ের জন্য হেল্প চেয়েছিলাম, আর কিছু নয়।
আমাদের কোনো মিডিয়া পার্টনার প্রয়োজন নেই।

খুব সাধারণ ভাবে বর এবং কনের কিছু আত্মীয় স্বজনদের একবেলা খাইয়ে, বিয়েটা দিয়ে, মেয়েটাকে তার নতুন জীবনে পা রাখতে সহযোগিতা করাই ছিলো আমাদের একমাত্র লক্ষ্য।

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে,
সাথে আছে অসংখ্য ফেসবুক একাউন্ট। যেহেতু মেয়েটা একটা সমাজে থাকে, তাই আমরা চাইনা ঐ মেয়েটার ছবি/ভিডিও ফেসবুকে এর প্রোফাইল- তার প্রোফাইলে ঘুরাঘুরি করুক। এমন কিছু করতে চাই না, যাতে করে মেয়েটাকে
তার নতুন জীবনে প্রবেশের পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

শুধু সবাই দোয়া করবেন,
যাতে মেয়েটার বিয়ে সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি।
যেহেতু আগামী শুক্রবার অর্থাৎ ২৩ তারিখে বিয়ে, তাই আমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ তারিখ পর্যন্ত বিয়ের জন্য সহযোগিতা সংগ্রহ করবো। জানি, পুরো বিয়ের ব্যাপারে আমরা হয়তো সাপোর্ট দিতে পারবো না কারণ আমরা ততোটুকু এমাউন্ট ম্যানেজ করতে পারিনি যতোটুকুতে পুরো বিয়েটা কমপ্লিট হতে পারে। তবুও আমরা চেষ্টা করেছি এবং আগামী ২২ তারিখের মধ্যে যতোটুকু হেল্প আসে সেইটুকু সহযোগিতাই আমরা সেই মেয়ের মায়ের হাতে তুলে দিবো ইনশাআল্লাহ্। আমাদের পাশাপাশি এখন তাদের পাড়া- প্রতিবেশীরাও একটু একটু করে এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ্।

01863683966 (বিকাশ পার্সোনাল)
কেউ সহযোগিতা করলে অবশ্যই রেফারেন্সে আপনার নামটি লিখে দিবেন প্লিজ। আপনি চাইলে ৫০/১০০/২০০/৫০০ টাকা করেও এগিয়ে আসতে পারেন।

20/09/2022

আগামী শুক্রবার সালমা আক্তারের বিয়ে।
খুবই দরিদ্র একটি পরিবারের মেয়ে সালমা। বাবা মারা গেছে ছোট বেলাতেই। বিধবা মা আর বৃদ্ধ নানিকে নিয়ে তাদের সংসার। সালমার মা চাকরি করে একটা গার্মেন্টসের ঝাড়ুদার হিসেবে। সেখান থেকে যা বেতন পায় তা দিয়ে কোনোরকমে চলে তাদের ঘর। তবুও কারো কাছে কখনো হাত পাতেনি তারা।

সালমার বয়স বর্তমানে ২৬ বছর। শুধুমাত্র গরীব বলে আর বাবা না থাকায় ভেঙে গেছে অনেকগুলো বিয়ে। শেষে এখন পারিবারিক ভাবে একটা বিয়ে ঠিক করলেও সালমার মা আছেন ভীষণ দুঃশ্চিন্তায়। কীভাবে কী করবেন? একমাত্র মেয়ের বিয়ে কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। বিয়ের জন্য অনেকের কাছে সহযোগিতা চাইলেও নিরাশ হয়ে ফিরতে হয়েছে সালমার বৃদ্ধ মা'কে।

আমরা সালমা এবং তার মা'কে কথা দিয়েছি ওনার মেয়ের বিয়ের দায়িত্ব নেয়ার ব্যাপারে। মেয়েটার বিয়ের জন্য এগিয়ে আসতে সকলের প্রতি অনুরোধ রইলো! যে যতোটুকু পারেন ৫০/১০০/৫০০ টাকা দিয়ে এগিয়ে আসুন প্লিজ। আপনার দানের ৫০ টাকাও হতে পারে একটা এতিম মেয়ের নতুন জীবন শুরু করার সহায়ক।

এ ছাড়া কেউ যদি নাস্তা/কেক বাজার দিতে চান দিতে পারবেন

মিস্টি
ডেকোরেশন
বাবুর্চি (ম্যানেজড)
গরুর মাংস
মুরগী
মাছ
পোলাও (ম্যানেজড)
ডিম
সবজি
সালাদ
পানি
সফট ড্রিংস
মুগডাল
লাকড়ি
মশলাপাতি
ছেলের বাজার

01863683966
(বিকাশ পার্সোনাল নাম্বার)

18/09/2022

শুভ সকাল।

কিছু তিক্ত অভিজ্ঞতা হয়তো সবারই ফেস করতে হয়ে জীবনে তাও হার মানা যাবে না এগিয়ে যেতেই হবে আমাকে।

পাছে লোকে কিছু বলে এগুলো থাকবেই। সবাই আপনাকে কখনোই সাপোর্ট করবে না।

ভালো থাকুন সুস্থ থাকুন লড়াই করে চলতে থাকুন জীবন যুদ্ধে জয়ী হোন।

🔶Book Review of "Growth Hacking Marketing"🔶       বইয়ের নামঃ গ্রোথ হ্যাকিং মার্কেটিং      অথরঃ মুনির হাসান     প্রকাশকঃ ...
17/09/2022

🔶Book Review of "Growth Hacking Marketing"🔶



বইয়ের নামঃ গ্রোথ হ্যাকিং মার্কেটিং
অথরঃ মুনির হাসান
প্রকাশকঃ আদর্শ
প্রথম প্রকাশঃ ২ মাঘ ১৪২৪,১৫ জানুয়ারী ২০১৮
পেইজের সংখ্যাঃ ৭২
ভাষাঃ বাংলা
দেশঃ বাংলাদেশ
মূল্যঃ টাকা ১৫০/-

মানুষ বই কেন পড়ে?

🔶স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তর দিবে পরীক্ষায় পাশের জন্য। মুহাম্মদ জাফর ইকবাল স্যার বলবে মেধাবিকাশের জন্য। বই আসলে দুই কারণে পড়া হয়। প্রথম কারণটি হচ্ছে সাহিত্যিক মূল্যবোধ কিংবা আগ্রহ নিবারণের জন্য। আর দ্বিতীয় কারণটি হচ্ছে স্কিল ডেভলপমেন্টের জন্য।

যেমন হ্যারিপটারের একটি বই যখন আমেরিকান কিংবা ব্রিটিশ কেউ পড়ে সে বইটির সাহিত্যিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। এই মূল্যবোধের সঙ্গে গল্প, কাহিনী আর সৃজনশীলতার সম্পর্ক আছে। আর অন্য দিকে সেই হ্যারিপটারের বই যখন বাংলাদেশি কোন কিশোর পড়ে সে সাহিত্য+স্কিল দুটো কারণেই পড়ে।

🔶গ্রোথ হ্যাকিং মার্কেটিং বইটির সত্যিকার অর্থে কোন সাহিত্যিক ভ্যালু নেই, শুধু মুনির হাসান স্যারের কথা বলার স্টাইলের লেখনি পাওয়া যাবে। কিন্তু বইটি স্কিল ডেভলপমেন্টের সোর্স হিসেবে বেশ কার্যকর একটি বই। মার্কেটিং বিষয়ে অনেক রেফারেন্স আছে বইটিতে।

🔶গ্রোথ হ্যাকিং এর একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো সব সময় নতুন গ্রাহক না খুঁজে বরঞ্চ পুরাতন গ্রাহককেই বেশি সময় দিয়ে অনেক বেশি মুনাফার কাজে লাগানো। গ্রোথ হ্যাকিং শব্দটা এখন বেশ শোনা যায়। গ্রোথ কি আসলেই হ্যাক করা যায়?

দ্রুত ও দক্ষতার সাথে বেড়ে উঠার নামই হচ্ছে গ্রোথ হ্যাকিং। ক্যারিয়ার কিংবা ব্যাবসা উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন কিভাবে নিজের ব্যবসাকে শূন্য থেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারা যায় সেই প্রসেসটাকে বলা হয় গ্রোথ হ্যাকিং।

🔶গ্রোথ হ্যাকাররা আসলে প্রথাগত মার্কেটিংয়ের লোক না। একটু প্রোগ্রামিং ও ডিজাইন থিংকিং নিয়ে জানা শোনা আছে এদিকে প্রোডাক্টস ডিজাইন নিয়েও ঘাটাঘাটি করে। ডোনাল্ড ট্রাম্পের পলেটিক্যাল স্ট্র্যাটেজি থেকেও মার্কেটিং আর ব্র্যান্ডিং এলিমেন্টস খুঁজে বের করে। গ্রোথ হ্যাকার মার্কেটিং রায়ান হলিডের দারুণ একটা জনপ্রিয় বই।

পিআর, মার্কেটিং আর বিজ্ঞাপন নিয়ে দুর্দান্তএকটা বই। যে কোন পন্যকে কিভাবে ভাইরাল করা যায় তা নিয়ে বেশ পরিষ্কার ধারণা মিলে বইটি থেকে। হটমেইল থেকে শুরু হয়ে ড্রপবক্স দিয়ে বইটায় বাস্তবের নানান উদাহরণ দিয়ে মার্কেটিং যে আসলে সায়েন্স আর আর্টসের সমন্বয় তাই জানা যায় বইটা থেকে।

🔶উদ্যোক্তাদের মার্কেটিং নিয়ে বড় একটি সমস্যা। গ্রোথ হ্যাকিং মার্কেটিং আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক কথায় যাদের মার্কেটিং করার মতো কোনো পুঁজি নেই থাকলেও একদম কম তাদের জন্য এটি আলাদীনের চেরাগের মতো।

যদি এমনটা হয় যে আপনি কোনো পণ্য বা সেবা বাজারে আনার পর সেই পণ্য বা সেবাটির মার্কেটিং ক্লায়েন্টরা করছে তাহলে কেমন হয় বিষয়টা? সত্যিই দারুণ! কিন্তু এমন বিজনেসও কি আছে? অবশ্যই আছে।

🔶আচ্ছা মনে আছে কি উবার যখন রাইড শেয়ারিং সেবা নিয়ে এসেছে তখন তারা কি পত্রিকায় বা টিভি চ্যানেলে কোনো বড় বড় বিজ্ঞাপন দিয়েছে? না দেয়নি। তাহলে তারা কিভাবে এতো সাড়া পেয়েছে?

গ্রোথ হ্যাকিং মার্কেটিং এর মাধ্যমে তারা সকলের কাছে জানান দিতে পেরেছে। তাদের প্রচার প্রচারণা অর্থাৎ মার্কেটিং আমরাই করেছি। আমরা সবাই নিজেরা সেবাটি নিয়ে নিজেদের প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে শেয়ার করেছি। এতে তাদের ব্যাপক মার্কেটিং হয়েছে।

🔶অন্যের কথা বাদ দেই। নিজের কথা বলি। সেদিন আন্টির বাসায় গিয়ে নাস্তা করতে করতে বলছিলাম সেদিন বাসায় ঘিয়ে ভাজা পরটা খেয়েছি। আন্টি বললো এখন যে ফর্মালিন বাজে কেমিক্যাল যুক্ত খাবার এই যুগে কি আর সেই ভালো মানের ঘি পাওয়া যায়?

তখনই আমি সাথে সাথে বললাম Fresh Cooking পেইজে অত্যন্ত ভালো মানের ঘি পাওয়া যায়। স্বাদটাও অসাধারণ। ব্যাস হয়ে গেলো এখন আন্টিরও চাই সেই ঘি। এটাই হলো গ্রোথ হ্যাকিং মার্কেটিং।

🔶একাডেমিক বলয়ের বাইরেও যে 'ব্যবসায় উদ্যোগ' কিম্বা বিজনেসের খুটিনাটি বিষয় সম্পর্কে বই হতে পারে তা বোধহয় বাংলাদেশের লেখক ও প্রকাশক মহলের কাছে অতটা বোধগম্য কিম্বা প্রত্যাশিত নয়। সে হিসেবে মুনির হাসানের 'গ্রোথ হ্যাকিং মার্কেটিং' বাংলাদেশে বিজনেস লিটারেচারের হাতেখড়ি বলা যায়।

প্রথাগত ম্যার্কেটিংয়ের ধ্যান-ধারণা থেকে বেরিয়ে গ্রোথ হ্যাকার মার্কেটাররা কীভাবে একটি ব্যবসার গ্রোথ বহুগুণ বাড়িয়ে দেয়- সেসব কথা মুনির হাসান আলোচনা করেছেন অসংখ্য বাস্তব উদাহরণ উপস্থাপনের মাধ্যমে।

🔶শুধুমাত্র আইডিয়া অনুযায়ী পন্য বানালেই তা বিক্রি হবে না, বরং কাজের জিনিস বানাতে হবে। এমন কিছু বানাতে হবে যা মানুষের কিছু সত্যিকার সমস্যার সমাধান নিয়ে আসে। গ্রোথ হ্যাকার মার্কেটাররা নিজের পন্যের USP অর্থাৎ Unique Selling Proposition সম্পর্কে সঠিক ধ্যান ধারণা রাখে।

বাজারে এতএত পন্য থাকা সত্ত্বেও কাস্টমাররা কেন তার পন্যটাই কিনবে- সেটা একজন গ্রোথ হ্যাকার মার্কেটার তার কাস্টমারকে সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়।

🔶টার্গেট মার্কেট সম্পর্কে বলতে 'নট অল পিপল, রাইট পিপল', অর্থাৎ বাজার গবেষণা না করে প্রথাগত মার্কেটারদের মতো জনেজনে প্রচার প্রচারণা না করে এমন সব কাস্টমারদের গ্রোথ হ্যাকার মার্কেটাররা টার্গেট করতে হবে যাদের পন্যটা আসলেই দরকার।

এতে করে প্রোডাক্ট প্রমোশন আর এডভার্টাইজিং বাবদ খরচ বহুলাংশে কমে যায়, অথচ মার্কেটিং হয় ফলপ্রসূ। যেমন কোরা (www.quora.com) এখানে কিছু পণ্যের ছবি ও পণ্য সম্পর্কে লিখা সহ আপলোড করা যায়।

🔶ইন্টারনেটে ভাইরাল হওয়া ভাগ্যের কোনো ব্যাপার নয়, বরং সায়েন্স সেটা বুঝতে বিভিন্ন সনামধন্য কোম্পানির অভিজ্ঞতা বইয়ে আছে। কীভাবে বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা তৈরির পাশাপাশি কোম্পানির ব্র‍্যান্ডিংও করা যায় বইতে সেসবের রয়েছে বহু উদাহরণ। যেমন হোলষ্টি ইশতেহারের কথা।

উদ্যোক্তাদের তৈরি একটা ভিডিও কিছুদিনের মধ্যেই ৬ কোটি বার দেখা হয়েছে। এটা যে এইভাবে ভাইরাল হলে সেটা কি উনারা ভেবেছিলেন? না ভাবেননি। যেহেতু এটি অনুপ্রেরণামূলক সুনির্দিষ্ট গ্রাহকমুখী এবং ছোট তাই এটা ক্লিক পাওয়া সহজ হয়েছে।

🔶'ধরে রাখাটাই গ্রোথ' অধ্যায়টি বেশ পছন্দ হয়েছে। নতুন কাস্টমার বাড়ানোর চাইতে বরং রেগুলার কাস্টমারদের ধরে রাখা গেলে সেল বা বিক্রি বহুগুণে বেড়ে যায়। গ্রোথ হ্যাকার মার্কেটাররা নিজেরা মার্কেটিং করে না, বরং তাদের আন্তরিক প্রচেষ্টা দেখে তাদের কাস্টমারই হয়ে ওঠে একেকজন প্রতিশ্রুতিশীল মার্কেটার।

🔶প্রচারেই প্রসার। তাহলে বলি হটমেইলের কথা। প্রত্যেক মেইলের নিচে লিখে দেওয়া। সেইম এখিন অ্যাপ্ল লিখে দেয় Sent from my iPhone. অন্যান্য সেটগুলো এখন এটাই অনুসরণ করে। আইপডের আগে হেডফোন ছিলো কালো। এরপর অ্যাপল করলো সাদা।

কানের মধ্যে সাদা হেডফোন লাগিয়ে ঘুরছে আশে পাশের লোক বুঝে গিয়েছে তিনি অ্যাপল ব্যবহার করছে। এইভাবে গ্রোথ হ্যাকাররা পাবলিসিটির কাজটা করে বিনা পয়সায়,মজার কিন্তু কার্যকরী বুদ্ধি খাটিয়ে।

🔶অনেক দূরের যাত্রাও কিন্তু ঘর থেকে এক পা ফেলে শুরু করতে হয়। গ্রোথ হ্যাকিং এর জন্য তাই শুরু করতে হয় গোড়া থেকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয়তা বাড়াতে হবে।

নিজেকে নিয়ে নিজের ভাবতে হবে। যে কোনো কাজের শুরুতে একটা সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে হবে। গ্রোথ হ্যাকিং মার্কেটিং কঠিন কিছু নয়। ঠিকমতো লেগে থাকলে সফলতা নিজে এসে ধরা দিবে।

ধৈর্যশীল পাঠক হওয়ায় সকলকে জানায় অন্তরের অন্তঃস্তল হতে অনেক অনেক ধন্যবাদ।

🔶 Best Income Apps in 2022 🔶উপার্জন করা যায় তাও আবার এ্যাপ্সের মাধ্যমে এমন এ্যাপ্স আছে কী? অনলাইনে কাজ করে টাকা উপার্জন ...
14/09/2022

🔶 Best Income Apps in 2022 🔶

উপার্জন করা যায় তাও আবার এ্যাপ্সের মাধ্যমে এমন এ্যাপ্স আছে কী?

অনলাইনে কাজ করে টাকা উপার্জন করা আমাদের অনেকেরই ইচ্ছা। তাদের জন্য আজকের এই পোস্ট। আদৌ এরকম কোনো এ্যাপ্স আছে কিনা চলুন জেনে নেয়।

ফেসবুকে এ্যাপ্সের মাধ্যমে টাকা ইনকামের এ্যাড বা ইউটিউবে ভিডিও আমরা প্রায় দেখে থাকি। আপনি যদি এগুলো বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ভাবনা ভুল। এ্যাপ্সের মাধ্যমে এ্যাড দেখে বা সাইট ক্লিক করেই টাকা ইনকাম করা এতো সহজ না।

কোনো এ্যাপ্স যদি পেমেন্টও করে থাকে এ্যাপ্স গুলো বেশিদিন নাও টিকতে পারে। হ্যাঁ কিছু ইনকাম সাইট আছে যার মাধ্যমে ইনকাম করা যায়। এটা আমিও করেছি তাই বলতে পারছি। তবে প্রচুর ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন সেটা যে কাজই হোক না কেন।

এই সাইট গুলোর মাধ্যমে ইনকামের নামে অনেকেই ফ্রডের হাতে পরছে। তাই বিশ্বাস করা অনেক কঠিন। তাই আমি এই বলবো এই কথা গুলায় কান দিবেন না।

আপনি যদি সত্যি একটা ক্যারিয়ার গড়ে তুলতে চান বা উপার্জন করতে চান আমি বলবো আমাদের এখানে অনেক ইন্সটিটিউট আছে যারা প্রফেশনালি ফ্রীল্যান্সিং শিখিয়ে বেকার মুক্ত দেশ গড়ে তোলার চেষ্টা করছে।

যেমন Creative IT Institute, Web-Coder IT Institute এই দুইটা খুবই নাম করা প্রতিষ্ঠান। কোর্সের টাকা একটু বেশি হলেও খুব ভালো করেই কাজ শিখিয়ে দেয়। চেষ্টা করতে হবে ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে। কিছু অর্জন করতে হলে কিছু ছাড়তে হব।

ক্যাপশন দেখে কি ভেবেছিলেন? আজকেই এ্যাপ্সটি ডাউনলোড করেই টাকা ইনকাম করে ফেলবো। তা কিন্তু নয়। এতো সহজে ইনকাম করা গেলে কেউ ৮/১০ ঘন্টা অফিস করতো না।

কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো।

Thanks to all for supporting me❤️
14/09/2022

Thanks to all for supporting me❤️

14/09/2022

শুভ সকাল।

কয়েক দিন ধরে আমার মন ভালো নেই। সবাই দোয়া করবেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারি এগিয়ে যেতে পারি।

13/09/2022

মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলে নিজের সর্বোচ্চটা দিয়ে দেওয়াটাই হয়তো জীবনে বড় ভুল।

13/09/2022

শুভ সকাল।
আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকে একটা আমার ছোট্ট গল্প শেয়ার করার চেষ্টা করবো। আশা রাখি বরাবরের মতোই পাশে থাকবেন।

Address

Moulavi Pukur Par
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasfia's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category