03/06/2025
*ভালোবেসে ছুঁটে যাওয়া*
তুমি ছিলে আমার সবকিছু।
আমি তোমাকে ভালোবেসেছি নিঃশর্তে।
কিন্তু তুমি চলে গেছো অন্য কোনো পথে,
যেখানে আমি পৌঁছতে পারিনি।
তোমার একটা চিঠি ছিল,
“ভুলে যাও, আমি ঠিক থাকব।”
আর আমি বসে আছি,
সেই ভুলে যাওয়ায় বিশ্বাস করতে গিয়ে,
তোমার অপেক্ষায়।