
01/06/2025
🌹 রওজা শরীফ – ভালোবাসার চূড়ান্ত ঠিকানা 🌹
যেখানে শেষ হয় পৃথিবীর সব প্রেম,
সেখান থেকেই শুরু হয় রাসুলুল্লাহ ﷺ এর প্রতি ভালোবাসার সত্যিকার মানে।
মদীনায় আল-মসজিদ আন-নববীর পবিত্র প্রাঙ্গণে অবস্থিত যে রওজা শরীফ —
তা শুধুই এক কবর নয়,
তা হলো পুরো উম্মাহর হৃদয়ের ধ্বনি।
✨ যার কাছে পৌঁছাতে চায় প্রতিটি মুমিনের মন,
✨ যার সামনে দাঁড়িয়ে কাঁদে কোটি কোটি চোখ,
✨ যে জায়গার নাম শুনলেই কেঁপে ওঠে ভালোবাসার রন্ধ্রে রন্ধ্রে...
আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ﷺ
আসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ ﷺ
হে আল্লাহ! আমাদের সকলকে সেই রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তাওফিক দাও।
আমিন يا رب العالمين।
#হিদায়াহ