Asif Mahmud

Asif Mahmud এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন
(1)

20/08/2024

দেশের এই ক্রান্তিকালে কি আমরা সহযোগিতা করবো নাকি সুযোগ নেওয়ার চিন্তায় দেশকে আরো অস্থিতিশীল করবো?

"টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে" - নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবার...
20/08/2024

"টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে" - নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ।

সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিস। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।

নাফিসদের এই আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিসের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছে বুকে তা বাস্তবায়ন হবেই।

৪ ই আগস্ট, ফার্মগেটে পুলিশের গুলিতে শহীদ হয় নাফিস।

নিম্নোক্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে ...
19/08/2024

নিম্নোক্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
©আবু বাকের মজুমদার

বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
19/08/2024

বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।

19/08/2024

আমি দেখেছি এদেশের একটা অসহায় মানুষ ৫০০/১০০০ টাকা পাইলে কিভাবে খুশিতে কান্না করে দেয়, সে দেশের চুরি হওয়া টাকার অংক গুলা আমার মাথাই ধরে না।

এরা মনে হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতো কে কার থেকে বেশি লুটপাট করতে পারে। তা না হইলে এতো টাকা চুরি কেমনে করে ?

ঘৃণা হয় তাদের প্রতি প্রচন্ড ঘৃণা হয়।

07/08/2024

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share