Hasan Express

Hasan Express "অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে"
(18)

শুভ বিকেল।🌸🌿বিকেলের হাওয়ায় থাকুক প্রশান্তি, আর হৃদয়ে থাকুক শান্তির ছোঁয়া।☀️✨🌿
29/08/2025

শুভ বিকেল।🌸🌿
বিকেলের হাওয়ায় থাকুক প্রশান্তি, আর হৃদয়ে থাকুক শান্তির ছোঁয়া।☀️✨🌿

প্রকৃতির বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি।✨🌿🌻কখনো কি ভেবে দেখেছেন?., কাক অসুস্থ হলে পিঁপড়ের বাসায় যায় কেন? 🐦🐜 হ্যাঁ, এ আচরণটির...
28/08/2025

প্রকৃতির বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি।✨🌿🌻

কখনো কি ভেবে দেখেছেন?., কাক অসুস্থ হলে পিঁপড়ের বাসায় যায় কেন? 🐦🐜 হ্যাঁ, এ আচরণটির নাম অ্যান্টিং (Anting)।

যখন কাক দুর্বল বা অসুস্থ বোধ করে, তখন সে পিঁপড়ার ঢিবির কাছে গিয়ে নিশ্চুপ বসে থাকে। পিঁপড়ারা তার শরীরে উঠে হাঁটে, কামড়ায় আর নিঃসরণ করে ফর্মিক অ্যাসিড—যা এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক। এই অ্যাসিড কাকের পালক থেকে উকুন, ব্যাকটেরিয়া, ছত্রাক এমনকি অনেক ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেয়।

শুধু কাক নয়—স্টারলিং, ময়ূর, এমনকি কিছু মুরগিও এই প্রাকৃতিক ওষুধ ব্যবহার করে নিজেদের সুস্থ রাখে। 🌿

আমাদের জন্য শিক্ষা হলো—প্রকৃতিই সেরা চিকিৎসক। 🐦যেখানে প্রাণীরা নিজেরাই শিখে নিয়েছে কিভাবে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে অসুস্থতা দূর করতে হয়।

---
ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। 🙌

একদিন খেলে কিছু হবে না... কিন্তু প্রতিদিন একদিন হলে?😅🤣এই একদিন আর শেষ হবে না।😁😁এমনটা কার কার সাথে হয়? কমেন্টস করে জানাব...
28/08/2025

একদিন খেলে কিছু হবে না...
কিন্তু প্রতিদিন একদিন হলে?😅🤣
এই একদিন আর শেষ হবে না।😁😁

এমনটা কার কার সাথে হয়? কমেন্টস করে জানাবেন...✍️

Alhamdulillah!.. Hasan Express পরিবারে এখন আমরা 12K+ 🙌 🌟 আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আজকের এই অর্জন 💙🙏 চলুন একসাথে আরও...
28/08/2025

Alhamdulillah!.. Hasan Express পরিবারে এখন আমরা 12K+ 🙌 🌟

আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আজকের এই অর্জন 💙🙏 চলুন একসাথে আরও দূরে এগিয়ে যাই।🚀

শুভ সকাল ✨🌸🌻একটা নতুন সকাল মানেই নতুন সম্ভাবনা, নতুন আশা, আর নতুন স্বপ্ন পূরণের ডাক। সূর্যের প্রথম কিরণ যেন আমাদের জীবনে...
28/08/2025

শুভ সকাল ✨🌸🌻
একটা নতুন সকাল মানেই নতুন সম্ভাবনা, নতুন আশা, আর নতুন স্বপ্ন পূরণের ডাক। সূর্যের প্রথম কিরণ যেন আমাদের জীবনে আলোক ছড়ায়, মুছে দেয় সব ক্লান্তি আর দুঃখ। 💛🌄🌻

সবুজের মাঝে, প্রকৃতির কোলে নিজের মতো একটা মুহূর্ত…💛🌿🥀🌺
27/08/2025

সবুজের মাঝে, প্রকৃতির কোলে নিজের মতো একটা মুহূর্ত…💛🌿🥀🌺

শুভ সকাল। 🌞💛নতুন দিনের আলোতে জেগে উঠুক স্বপ্ন আর আশা...🌸✨
27/08/2025

শুভ সকাল। 🌞💛
নতুন দিনের আলোতে জেগে উঠুক স্বপ্ন আর আশা...🌸✨

শুভ বিকাল 🌸বিকালের মিষ্টি হাওয়া আর আকাশের রঙিন আভা যেন মনে করিয়ে দেয় — জীবনটা আসলে কত সুন্দর।🫰💛🫰আজকের বিকেল হোক সবার ...
26/08/2025

শুভ বিকাল 🌸
বিকালের মিষ্টি হাওয়া আর আকাশের রঙিন আভা যেন মনে করিয়ে দেয় — জীবনটা আসলে কত সুন্দর।🫰💛🫰

আজকের বিকেল হোক সবার জন্য শান্তি, ভালোবাসা আর আনন্দে ভরপুর। ✨☕💛

26/08/2025

মাশআল্লাহ ভাই, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়ে। আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের মাঝে নিয়ে আসবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইল। ❤️🫰❤️

শুভ দুপুর। 🌸🌿মনের আকাশটা হোক শান্তির রঙে ভরা, প্রতিটি ক্ষণ কাটুক হাসি আর ভালোবাসায় ঘেরা। ☀️🌻🌿 #শুভদুপুর
26/08/2025

শুভ দুপুর। 🌸🌿
মনের আকাশটা হোক শান্তির রঙে ভরা, প্রতিটি ক্ষণ কাটুক হাসি আর ভালোবাসায় ঘেরা। ☀️🌻🌿

#শুভদুপুর

শুভ সকাল। 🌞💫নতুন দিনের আলোতে জেগে উঠুক আশা আর স্বপ্নের ডানা...💛🌸
26/08/2025

শুভ সকাল। 🌞💫
নতুন দিনের আলোতে জেগে উঠুক আশা আর স্বপ্নের ডানা...💛🌸

ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে!....💔😰ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ...
25/08/2025

ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে!....💔😰

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর, কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।😰

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে..😰

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।
(কালেক্টেড)....

ঘটনাটি আপনাকে ব্যথিত করলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, ধন্যবাদ।

Address

Barashalghar, Debidwar, Cumilla
Chittagong
3532

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share