Itz Aziz gaming

Itz Aziz gaming আসসালামু আলাইকুম

18/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন বিয়োগ)

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন বিয়োগ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি বিয়োগ)

মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি বিয়োগ)

ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী বিয়োগের ধারপ্রান্তে)

পাকিস্তান ২০.. সালে আমেরিকার সহযোগিতায় ভারতের হামলা, তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(মুসলিম শাসক বিয়োগ)

বাংলাদেশ ২০.. সালে আমেরিকার সহযোগিতায় ভারতের হামলা,
তখন সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(মুসলিম শাসক বিয়োগ)

বিশেষ দ্রষ্টব্য: শেষের দুইটা ভবিষ্যৎবাণী অতীত থেকে ধারণা, তবে মিথ্যা হওয়ার সুযোগ নেই!

07/05/2025
06/05/2025
15/03/2025

কালকে ভা/রতে যে সাম্প্রদায়িক আচরণ হইছে হলি খেলার নামে, সেইটার বিরুদ্ধে আপনার লিস্টের কয়জন সনাতনীকে দুঃখ প্রকাশ করতে দেখেছেন? কয়জনকে দেখেছেন ভিডিও শেয়ার দিয়ে ধিক্কার দিতে? সেই উ/গ্রতার বিপরীতে কথা বলতে কাউকে দেখেছেন? না কারণ তারা এইগুলা এঞ্জয় করে। আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন কাউকেই দেখিনি।

বাংলাদেশের সংখ্যালঘুরা স্বর্গে থাকে৷ এমন প্রকাশ্যে অসভ্যতামি তো দূরে থাক, গোপনে যে মন্দিরে হা/মলা হয় সেইগুলার বিরুদ্ধে মুসলমানরাই দাঁড়ায়, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মন্দির পাহারা দেয়। আর বাংলাদেশের বেশিরভাগ সনাতনী ভারতে মুসলিমদের বিরুদ্ধে হওয়া আগ্রাসনগুলা নিয়া কখনোই কথা বলেনা, মৌনতা বজায় রাখে।

আল্লাহ তায়ালা যদি এই দেশে খালি মুসলিমদের সংখ্যালঘু বানাইতেন? এই দেশে কোন মসজিদ থাকতো কিনা সেইটা নিয়ে ম্যাসিভ ডাউট আছে।

From Uplift Bangladesh

Address

Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when Itz Aziz gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share