Midnight Canvas

Midnight Canvas I love to burn in the sun and get wet in the rain.
(6)

Good Morning
16/08/2025

Good Morning

পানিতে ফুল পড়ে গিয়েছে—কে জানে, হাওয়ার দোষ,নাকি হাতের আলগা ছোঁয়া?জলরেখা জড়িয়ে ধরেছে পাপড়ি,আলো-ছায়ার মাঝেতরঙ্গেরা ...
15/08/2025

পানিতে ফুল পড়ে গিয়েছে—
কে জানে, হাওয়ার দোষ,
নাকি হাতের আলগা ছোঁয়া?

জলরেখা জড়িয়ে ধরেছে পাপড়ি,
আলো-ছায়ার মাঝে
তরঙ্গেরা খেলে গেছে নীরবে।

ফুলটি ভাসে, ধীরে ধীরে দূরে—
যেন হারানো স্মৃতি,
যা ধরা যায় না আর ফিরে।
শুভ রাত্রি

Good evening Good times
15/08/2025

Good evening
Good times

🥬লেটুস পাতা এক জাতীয় সবজি, যেটা সাধারণত সালাদে, বার্গারে বা র‍্যাপে  ব্যবহৃত হয়। ধরন: লেটুসের অনেক রকম আছে — আইসবের্গ, ...
15/08/2025

🥬লেটুস পাতা এক জাতীয় সবজি, যেটা সাধারণত সালাদে, বার্গারে বা র‍্যাপে ব্যবহৃত হয়।

ধরন: লেটুসের অনেক রকম আছে — আইসবের্গ, রোমেইন, বাটারহেড, লিফ লেটুস ইত্যাদি।

পুষ্টি: এতে ভিটামিন A, ভিটামিন K, ফলেট আর কিছুটা ফাইবার থাকে। ক্যালোরি খুবই কম, তাই ডায়েট ফ্রেন্ডলি।

খাওয়ার অভিজ্ঞতা: খাস্তা, হালকা মিষ্টি আর সতেজ স্বাদ।

ইতিহাস: প্রাচীন মিশরে লেটুস চাষ হতো হাজার হাজার বছর আগে, মূলত তেলের জন্য, পরে খাবার হিসেবেও জনপ্রিয় হয়।

রান্না বনাম কাঁচা: বেশিরভাগ সময় কাঁচা খাওয়া হয়, কিন্তু কিছু রেসিপিতে হালকা গ্রিল বা স্যুপেও দেওয়া হয়।
শুভ দুপুর সবাইকে।

Good Night        ゚
14/08/2025

Good Night

ঝরাফুল আমাদের মনে করিয়ে দেয় কোন কিছুই স্থায়ী নয়। একসময় ছেড়ে চলে যেতে হয়। শুভ বিকাল সবাইকে।  ゚
14/08/2025

ঝরাফুল আমাদের মনে করিয়ে দেয় কোন কিছুই স্থায়ী নয়। একসময় ছেড়ে চলে যেতে হয়। শুভ বিকাল সবাইকে।

Good Morning  ゚
14/08/2025

Good Morning

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
13/08/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

ময়নামতি শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার অন্যত...
13/08/2025

ময়নামতি শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এবং বাংলাদেশের ইতিহাস ও প্রত্নতত্ত্বে এর বিশেষ স্থান রয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ:

অবস্থান: কোটবাড়ি, কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি।

নির্মাণকাল: অষ্টম শতকের দিকে, পাল রাজবংশের শাসনামলে।

নির্মাতা: রাজা ভট্টদেব (বা তাঁর বংশের রাজারা)।

প্রকৃতি: আয়তাকার একটি প্রাচীরবেষ্টিত বিহার, যার চারপাশে সন্ন্যাসীদের কক্ষ এবং মাঝখানে একটি বৃহৎ স্তূপ (মন্দির)।

প্রাচীরঘেরা আঙিনা, যার ভেতরে প্রায় ১১৫×১০৩ মিটার এলাকা জুড়ে বিহারটি নির্মিত।

উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে সারিবদ্ধ সন্ন্যাসী কক্ষ।

মাঝখানে মূল মন্দির, যা তৎকালীন বৌদ্ধ স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ।

ইটের তৈরি সুদৃশ্য নকশা, টেরাকোটা ফলক এবং প্রত্নবস্তু পাওয়া গেছে।

শালবন বিহার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি প্রাচীন বাংলার শিক্ষাকেন্দ্রও ছিল।
শুভ সকাল

শুভ রাত্রি  ゚
12/08/2025

শুভ রাত্রি

লেবু নিয়ে বললে এটা আসলে এক চমৎকার আর বহুমুখী ফল—যেটা রান্না, পানীয়, ওষুধি গুণ—সবখানেই রাজত্ব করে। 🍋শুভ সন্ধ্যা  ゚
12/08/2025

লেবু নিয়ে বললে এটা আসলে এক চমৎকার আর বহুমুখী ফল—যেটা রান্না, পানীয়, ওষুধি গুণ—সবখানেই রাজত্ব করে। 🍋
শুভ সন্ধ্যা

শুভ দুপুর  ゚
12/08/2025

শুভ দুপুর

Address

Chittagong

Telephone

+8801761316980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midnight Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share