Bijoyersongbad.com

Bijoyersongbad.com Find the truth and present the truth to the nation

11/08/2024
ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের নির্বাচনের প্রচারণায় লায়ন ফিরোজ রহমান ওলিও বিজয়নগর উপজেলায় ব্যর্থ মনে হচ্ছে।ব্রাহ্মণবাড...
27/12/2023

ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের নির্বাচনের প্রচারণায় লায়ন ফিরোজ রহমান ওলিও বিজয়নগর উপজেলায় ব্যর্থ মনে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজ রহমান ওলিও বিজয়নগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে অফিস আছে ঠিকই কিন্তু ভোটারদের কাছে লায়ন ফিরোজ রহমান ওলিওর প্রতিনিধিদের কোন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অন্য দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা ও ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া অব্যাহত রেখেছে তার কর্মী সমর্থকরা আর অন্য দিকে লায়ন ফিরোজ রহমান ওলিওর প্রতিনিধিদের অফিসের ভিতরে বসে চা এবং পান সেবন আড্ডার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে বিজয়নগর উপজেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিনিধিরা শুধু সময় সময় এসে অফিস খরচ দিয়ে চলে যাই বাকি সময় অফিসগুলো কর্মী বা প্রতিনিধিরা কি করছে তা দেখার কেউ নেই।
এছাড়াও বিজয়নগর উপজেলার বিভিন্ন অফিসে প্রতিনিধি বা কর্মী সমর্থকদের মধ্যে চলছে একে অপরকে সন্দেহের যুদ্ধ অফিস খরচের টাকা হিসেব নিয়ে এছাড়াও রয়েছে উপজেলায় দায়িত্ব থাকা প্রতিনিধিদের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ, আমি নিজে সরজমিনে গিয়ে এসব তথ্য পেয়েছি ও দেখেছি কর্মী সমর্থকদের কার্যকলাপ এসব ব্যাপারে আমি আরো জানার জন্য লায়ন ফিরোজ রহমান ওলিওর ছেলে লায়ন হীরাকে মোবাইলে কল দিয়ে যোগাযোগ করতে পারিনি। এছাড়া বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে লোকজনের সঙ্গে নির্বাচন বিষয়ে আমার কথা হলে তারা জানান যে সবকিছু টাকা দিয়ে করা যায় না বিশেষ করে আমি জিজ্ঞেস করি যে লায়ন ফিরোজা রহমান ওলিওর প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে যখন তারা বলে আমাদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি। বিজয়নগর উপজেলায় বসবাস করে হিন্দু সম্প্রদায় ও মুসলমান সম্প্রদায় তাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোত্র বা গুষ্টি আছে যারা বলেন আমাদের সঙ্গে এখনও কারো কোনো কথাবার্তা হয়নি।

আজ ২১ শে সেপ্টেম্বর বিএনপি'র ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট স্মৃতিসৌধ পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠ...
21/09/2023

আজ ২১ শে সেপ্টেম্বর বিএনপি'র ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট স্মৃতিসৌধ পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠার তরুণ্যের অহংকার তারেক রহমানের ডাকে রোড মার্চে অংশগ্রহণ করতে কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব মোঃ নাছির উদ্দিন হাজারী ভাইয়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় এলাকা বিশাল এক জনসমুদ্রের পরিণত হয়।

24/08/2023

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানায় মিথ্যা খুনের মামলা দিয়ে ব্যবসায়ীকে ও তার পরিবারের লোকজনকে হয়রানী।

আশুগঞ্জ থানার তালশহর গ্রামের শেখ বাড়ির এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে হত্যার মামলায় ফাঁসালো তারই চাচারা।ব্রাহ্মণবা...
23/08/2023

আশুগঞ্জ থানার তালশহর গ্রামের শেখ বাড়ির এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে হত্যার মামলায় ফাঁসালো তারই চাচারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের ব্যবসায়ীকে মোঃ আসাদ শেখের ছেলে শেখ আজিমকে(৩৫) তালশহর গ্রামের আলোচিত বর্বরচীতি হত্যাকাণ্ডে ঘটে তালশহর গ্রামের মোঃ মোকসিন মিয়ার ছেলে তালশহর বাজারের ব্যবসায়ী মোঃ জনি মিয়াকে হত্যা করে তার দুই পায়ের রগ কেটে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাই মৃত জনি মিয়ার আজারিতে আশপাশে বাড়ির লোকজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার করে তারপরে ব্যবসায়ী জন্য মিয়াকে ঢাকা নেওয়ার পথে নরসিংদীতে পৌছার পর জনি মিয়া মারা যায়, গত ১৬ আগষ্ট ২০২৩ ইং তারিখে মৃত জনি মিয়ার বাবা মোকসিন বাদী হয়ে আশুগঞ্জ থানার একটি হত্যা মামলা দাখিল করেন, উক্ত হত্যা মামলায় ১৫ জনকে আসামি করে।

পূর্ব শত্রুতার জের ধরে আজিমের চাচারা শেখ সেলিম শেখ পারভেজ,শেখ সৈকত আলী ও চাচাতো ভাই শেখ নাজিম সহ বর্তমান তালশহর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সোলাইমান এবং একজন মেম্বার সদস্য জরিত রয়েছে বলে শেখ আজিমের পরিবারের দাবি, আজিমের আম্মা সাংবাদিকদের জানান আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আজিমের জন্মের চল্লিশ দিনের সময় আজিম ও পরিবারের সকল সদস্যদের মেরে ফেলার উদ্দেশে চাপ কলের (টিউবওয়েল) পানিতে বিষ মিশিয়ে দেই চাচারা এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা ও হয়েছিল তখন আসামিদেরক গ্রেফতার করেছিল।

বর্তমান চেয়ারম্যান সোলাইমানের নজর ছিল শেখ আসাদের বাড়ির পাশের একটি জমি উপর আর সে জমি ক্রয় করেছিল সাবেক চেয়ারম্যান আবু সামার কাছে থেকে আজিমের বাবা শেখ আসাদ এনিয়ে ও বিরোধ আছে তাদের সঙ্গে এছাড়া আজিম ও শেখ আসাদ গত নির্বাচনে সোলাইমানের পক্ষে কাজ করেনি এনিয়ে ও সোলাইমান চেয়ারম্যানের মনের প্রতিহিংসা বিরাজ করে, চাচারা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান সোলাইমান ও ইউপি মেম্বার সদস্য ষড়যন্ত্র করে শেখ আজিমকে ১২ নং আসামি বানিয়েছেন। শেখ সেলিম ও শেখ নাজিম শেখ পারভেজ শেখ সৈকত আলী সহ আরো অনেকেই মিলে ১ লক্ষ টাকা দিয়ে সোলাইমান চেয়ারম্যান আজিমকে এই মামলায় ফাঁসানোর জন্য বলে আজিমের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান তারা অনিরাপত্তায় দিন কাটাচ্ছে আজিমের মেয়ে স্কুলে যেতে ভয় পায় এছাড়া বিভিন্ন লোক মারফতে তাদেরকে হুমকি দিচ্ছে বলে জানান আমাদেরকে।

আজিমের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান তারা মৃত মোঃ জনি মিয়ার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জনাব মোঃ নাহিদ আহাম্মেদ এর সঙ্গে থানায় গিয়ে দেখা করতে গেলে উনি জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে সে যেকেউ হক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না,এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রথমে আমার টিম দুইজনকে আটক করেছে পরে আরো দুইজনকে আটক করেছে পুলিশ চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা পরে বলা যাবে কে বা কারা জড়িত এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আটোবাইক ও অটোরিকশা চালক আবদুল্লাহকে আমারা গ্রেফতার করেছি রিমান্ড শেষ করে আমরা তদন্তের করার পর আমরা বলতে পারবো কে অপরাধী আর কে না এখন এরচেয়ে বেশি কিছু বলতে পারছিনা।

একটি হারানো বিজ্ঞপ্তি  --------------------------------------------------------------------মোঃ রাকিব মিয়া তার বয়স আনুম...
04/02/2023

একটি হারানো বিজ্ঞপ্তি
--------------------------------------------------------------------

মোঃ রাকিব মিয়া তার বয়স আনুমানিক (২১) বছর সে একজন প্রতিবন্ধী আজমপুর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে গেছে, গতকাল রোজ শুক্রবার (০৩/০২/২০২৩ ইং)ছেলেটি আছরের নামাজ পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না, রাকিব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রামধনগর দক্ষিণপাড়া জামে মসজিদ ও আজমপুর রেলওয়ে জামে মসজিদে। ছেলেটির বাবা আরও বলেন আমি রাকিবকে আখাউড়া উপজেলা প্রতিবন্ধী স্কুলে পড়েয়েছি আমি রাকিবের যত্নে কোন গাফিলতি করিনি কখনো, আমার ছেলের স্পষ্টভাবে কথা বলতে পারেনা।

যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন অথবা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়াকরে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

নাম: মোঃ রাকিব মিয়া (২১)
পিতা: মোঃ শাহাদাত মিয়া
বাড়ি রামধনগর,দক্ষিণপাড়া
আখাউড়া উত্তর,ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল:01746751070

Coming Soon.....বিজয়ের সংবাদUnder web Construction is progressing-----bijoyersongbad.com
27/01/2023

Coming Soon.....বিজয়ের সংবাদ
Under web Construction is progressing-----bijoyersongbad.com

বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়ায় আগমন।বিজিবি'র মহাপরিচালক দায়িত্ব পাওয়ার এক মা...
22/03/2022

বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়ায় আগমন।

বিজিবি'র মহাপরিচালক দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় অফিসিয়ালি ভিজিট করতে আসেন সরাইল , বিজয়নগর , আখাউড়া , কসবা উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ৬০ বিজিবি'র ব্যাটালিয়ান দপ্তরে।

ব্রাহ্মণবাড়িয়া সফর কালে মেজর জেনারেল সাকিল আহমেদ মহোদয়ের সঙ্গে ছিলেন উত্তর পূর্ব রিজিয়ন সরাইল রিজিয়ন কমান্ডার মহোদয়। কিন্তু বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ (এসপিপি) আগমনের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আমি কল করে ও কিছু জানতে পারিনি।

কসবা আখাউড়ার অভিভাবক মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক এমপি মহোদয় আখাউড়া উপজেলা আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ...
16/03/2022

কসবা আখাউড়ার অভিভাবক মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক এমপি মহোদয় আখাউড়া উপজেলা আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন ।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ আলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: তাকজিল খলিফা কাজল (মেয়র) আখাউড়া পৌরসভা।

Address

Madhupara Jubilee Road
Chittagong
3400

Alerts

Be the first to know and let us send you an email when Bijoyersongbad.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoyersongbad.com:

Share