চৌহরভী

চৌহরভী মুসলমান~সুন্নী~হানাফী~ক্বাদেরী~বেরলভী~সিরিকোটি

15/02/2025
05/02/2025
15/11/2024

সবুজ রং 🟢

শায়েখ নাযিম আল হাক্কানী রহঃ

সবাই আসার চেষ্টা করবেন।আজকে অন্যজনের সাথে হচ্ছে বলে আপনি যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার সাথেও হবে।
05/11/2024

সবাই আসার চেষ্টা করবেন।
আজকে অন্যজনের সাথে হচ্ছে বলে আপনি যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার সাথেও হবে।

31/10/2024

গল্প থেকে শিক্ষা-
অনিচ্ছাকৃতভাবে কোনো মুসিবত কিংবা কষ্টকর পরিস্থিতি এসে গেলে,আতঙ্কিত হওয়া যাবে না।কেননা কষ্ট-বেদনার কারণে আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত প্রদান করা হবে,তা এই কষ্টের চেয়ে অনেক অনেক বেশি আনন্দের।আবার কখনো কখনো এই ছোটো ছোটো দুঃখ,বড়ো কোনো মুসিবত থেকে মুক্তির উসিলা হয়ে আসে।

মসনভীর গল্প~৪৭ পৃষ্ঠা

হাদীসের আলােকে হাসান ও হােসাইনের ফযিলত:   হুযুর (ﷺ) এর বাণী শ্রবন করি: "যে এই দু’জনকেই ভালবাসলাে, মূলত সে আমাকেই ভালবাসল...
25/10/2024

হাদীসের আলােকে হাসান ও হােসাইনের ফযিলত:

হুযুর (ﷺ) এর বাণী শ্রবন করি:
"যে এই দু’জনকেই ভালবাসলাে, মূলত সে আমাকেই ভালবাসলাে এবং যে এই দু’জনের সাথে শত্রুতা পােষণ করলাে, মূলত সে আমার সাথেই শত্রুতা পােষণ করলাে।”

(ইবনে মাজাহ্, কিতাবুস সুন্নাহ্, বাবু ফি ফাযায়ীলে আসহাবে রাসূলুল্লাহ্, ১/৯৬, হাদীস- ১৪৩)

"হাসান ও হােসাইন (রাঃ) দুনিয়ায় আমার দু’টি ফুল।”

(সহীহ বুখারী, কিতাবু ফাযায়ীলে আসহাবে নবী, বাব মানাকিবে হাসান ওয়া হােসাইন, ২য় খন্ড, ৫৪৭ পৃষ্ঠা, হাদীস- ৩৭৫৩)

আশিকে সাহাবা ও আহলে বাইত, ইমামে আহলে সুন্নাত, সায়্যিদী আ’লা হযরত (রহঃ) রাসুল (ﷺ) দরবারে আবেদন করেছেন:

উন দো কা সদকা জিন কো কাহা মেরে ফুল হে,
কিজিয়ে ওয়া কো হাশর মে খান্দা মিছালে গুল। (হাদায়িকে বখশিশ)

"হাসান ও হােসাইন (আঃ) জান্নাতি যুবকদের সর্দার।”

(তিরমিযী, ৫ম খন্ড, ৪২৬ পৃষ্ঠা, হাদীস- ৩৭৯৩)

ইমাম হাসান ও ইমাম হােসাইন (আঃ) কে ভালবাসা ওয়াজিব: হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন: যখন এই আয়াতে মােবারকা নাজিল হয়:
"আপনি বলুন, আমি আমার দ্বীন প্রচারের বিনিময়ে তােমাদের নিকট থেকে কোন পারিশ্রমিক চাই না,
কিন্তু নিকটাত্মীয়ের প্রতি ভালবাসা। (সূরা শুরা ২৩)

তখন সাহাবায়ে কিরামগণ এ আবেদন করলাে: ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আপনার ঐ নিকটাত্মীয়রা কারা, যাদেরকে ভালবাসা আমাদের জন্য ওয়াজিব? হুযুর পুরনূর (ﷺ) ইরশাদ করলেন: “আলীউল মুরতাদ্বা, ফাতেমাতুয যাহারা এবং তাঁদের দুই ছেলে (অর্থাৎ হযরত সায়্যিদুনা হাসান ও ইমাম হােসাইন।”

(মু'জামুর কবির, বাবুল হা, হাসান বিন আলী বিন আবি তালিব, ৩/৪৭, হাদীস- ২৬৪১)

বুলালাে হাম গরীবোঁ কো বুলালাে ইয়া রাসূলাল্লাহ! পায়ে শাব্বির ও শাব্বার ফাতেমা হায়দার মদীনে মে। (ওয়াসায়িলে বখশিশ)।

প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল যে, আহলে বাইতের ভালবাসা ওয়াজিব এবং প্রয়ােজন।
নবীয়ে রহমত, শফিয়ে উম্মত (ﷺ) ইরশাদ করেছেন: "কোন বান্দা পরিপূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালবাসবে না।এবং আমি তার নিজ সত্ত্বর চেয়ে বেশি প্রিয় হবাে না। এবং আমার সন্তান তার নিজের সন্তান থেকে বেশি প্রিয় হবে না। এবং আমার আহলে বাইত তার আপন পরিবারের চেয়ে বেশি প্রিয় ও ভালবাসার পাত্র হবে না।”

(শুয়াবুল ঈমান, বাবু ফি হক্কুন নবী, ২/১৭৯, হাদীস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস এপটি বর্তমানে প্লেস্টোরে পাওয়া যাচ্ছে না। তাই আপনারা যারা এপটি খুঁজছেন এই লিংক থেকে ডাউনলোড ক...
22/10/2024

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস এপটি বর্তমানে প্লেস্টোরে পাওয়া যাচ্ছে না। তাই আপনারা যারা এপটি খুঁজছেন এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেনঃ
https://www.sunni-encyclopedia.com/2022/03/App.html

🌏ভার্সন ২: for Android
https://u.pcloud.link/publink/show?code=XZaMWc0ZhtufTJkdOPzP5YoMidzpvVHzEbTy
🌏ভার্সন ৩: for Android
https://u.pcloud.link/publink/show?code=XZyTf30ZKi2hi3zaIruvXp4ixCANI7VowKb7
🌏iphone user দের জন্যঃ
https://u.pcloud.link/publink/show?code=XZg3n75Zo3C2gez36Ik0MrIdwkuNljjQtnny

২৫০ অফলাইন ও ৫০০০ অনলাইন বই সমৃদ্ধ সেরা ইসলামি অ্যাপ।। এখনই ডাউনলোড করুন !!

আসলে আল্লাহর ওলীগণের কামালিয়াত প্রকাশ পাওয়া আল্লাহর বান্দাদের জন্য রহমত স্বরূপ।আর কামালিয়াত প্রকাশ হয়ে পড়লে তা আড়াল করার...
13/10/2024

আসলে আল্লাহর ওলীগণের কামালিয়াত প্রকাশ পাওয়া আল্লাহর বান্দাদের জন্য রহমত স্বরূপ।আর কামালিয়াত প্রকাশ হয়ে পড়লে তা আড়াল করার চেষ্টা তাদের জন্য রিয়াযত এবং নফসের বিরুদ্ধে এক যুদ্ধ।

সেদিন আমার(বখতিয়ার) বারবার অনুরোধ ও জানার তীব্র আকাঙ্খা দেখে হুজুর কিবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মুঃজিঃআঃ, দাদা হুজুর কিবলা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাদ্বিঃ এঁর আরেকটি ঘটনা আমাদের কাছে বর্ণনা করেন।

তিনি তখন ১৯৫৮ সনে হজ্বে হাজী ডা. টি. হোসেন (কাটিরহাট),ওয়াজির আলী সওদাগরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র সরাসরি দর্শন লাভের ঘটনার বিবরণ দেন।
১৯৫৮ তে হজ্ব কাফেলায় হুযূর কেবলা তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী নিজেও ছিলেন। মদীনা শরীফ যিয়ারত ও সালাত-সালাম পরিবেশনের এক পর্যায়ে ডা. তোফাজ্জল হোসেন সাহেবের সাথে হুযুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র দিদার চলছিল।
ঠিক এ সময় দাদা হুযুর সিরিকোটি টি. হোসেন সাহেবকে লক্ষ্য করে বলেন, 'ডাক্তার সাহেব এখন একদিকে আপনার সাথে সরকারে দো'আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র দিদার চলছে আবার অন্যদিকে এখন থেকে সিলসিলার এগার সবক পালনের নির্দেশ হচ্ছে।'
অর্থাৎ ডাক্তার সাহেবের দিদারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসীব হবার সময়েই একই সাথে তাঁর উপর বাড়তি সবক আদায়ের নির্দেশ হল।
আর দিদারে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাড়তি সবক প্রদানের এই দুই নিয়ামত বন্টনে ছিলেন সেখানে উপস্থিত তাঁর প্রিয় মুর্শিদ শাহেনশাহে সিরিকোট রহমাতুল্লাহি আলাইহি।
এই ঘটনা উপস্থিত সঙ্গী হাজীদের সম্মুখে প্রকাশ্যে ঘটেছিল।
সেখানে অন্যান্যদের মধ্যে হাজী ওয়াজির আলী সওদাগরও উপস্থিত ছিলেন। ডাক্তার সাহেবের খোশ নসীব দেখে তিনি আর স্থির থাকতে পারলেননা।
দিদারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র মত অদ্বিতীয় নেয়ামতের দাবীতে তিনি দাদা হুযুরের পায়ে পড়লেন। হুযুর তাঁকে 'ইনশাআল্লাহ, মিল যায়েগা, সবর কর' বলে সান্ত্বনা দিলেও ওয়াজির আলী সওদাগর ছিলেন একেবারে নাছোড় বান্দা।
তাঁর কথা হল, ডাক্তার সাহেবকে দিতে পারলে তাঁকে কেন দেয়া যাবেনা? তিনি এ নেয়ামত না নিয়ে দেশে ফিরতে রাজি নন।
মোট কথা, প্রতিটি মুহূর্ত তিনি হুযুরের পিছু পিছু ছুটলেন এবং বাচ্চা ছেলেদের মত বারবার একই দাবী অব্যাহত রাখলেন।
আর অবশেষে, দুধের জন্য কান্নারত বাচ্চাকে মা যেভাবে দুধে পেট ভরিয়ে শান্ত করেন, ঠিক তেমনি দয়ালু মুর্শিদ অশান্ত হাজী ওয়াজির আলীকেও শান্ত করলেন হুযুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র সাথে মোলাকাতের মাধ্যমে।
হুযুর কেবলা তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী বলেন, ওয়াজির আলী সওদাগর নিজেই আমার কাছে শোকরিয়া আদায় করে প্রকাশ করেছিলেন তাঁর খোশ নসীবের কথা।

(সুবহানাল্লাহ)

📖 সিরিকোট থেকে রেঙ্গুন
✒️ এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার

#সিরিকোট_থেকে_রেঙ্গুন

সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাদ্বিঃ এবং সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাদ্বিঃ উভয়েই নিজের কামালিয়ত গোপনের ব্যাপারে অত্যন্ত সতর...
08/10/2024

সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাদ্বিঃ এবং সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাদ্বিঃ উভয়েই নিজের কামালিয়ত গোপনের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন।

হুযুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মুঃজিঃআঃ এরূপ একটি ঘটনার অবতারণা করে বলেন,
এ পাহাড়ের ভিতরে আমাদের এক বাগানে একবার এক ব্যক্তি কিছু জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন দিনের সূর্য ডুবে অন্ধকার নেমে এসেছিল।
লোকটি মনে করেছিল এ সন্ধ্যা বেলা এত দূরের বাগান ক্ষেতে পাহাড়া দিতে তো আর কেউ আসবে না। তাই সে নির্বিঘ্নে তার কাজ চালাচ্ছিল।
হঠাৎ সে দেখল একজন বৃদ্ধ লোক একটি লাঠি হাতে তার দিকে এগিয়ে আসছেন। সে প্রথমে হতভম্ভ হয়ে গেল। এ জন্য যে, এ দুর্গম পাহাড়ী পথ হেঁটে এই শতায়ু বৃদ্ধ লোকটি অন্ধকারের মধ্যে কীভাবে আসবেন!
তাই, প্রথমে তার বিশ্বাস হচ্ছিল না। যখন সে নিশ্চিত হল যে, তিনি হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রাহমাতুল্লাহি আলাইহি তখনই সে এক দৌড়ে বাড়ীতে চলে গেল, ভীত সন্ত্রস্থ হয়ে।
বাড়ীতে গিয়ে বেচারা খুব লজ্জা ও অপরাধবোধ করতে লাগলো এবং মনস্থির করলো যে, পরদিন হুযূরের কাছে এসে মাফ চেয়ে নেবে।
পরদিন এই উদ্দেশ্যে লোকটি হুজুরের কাছে আসলো- দেখলো, আরো কিছু লোক বসে আছেন।
লোকটি বার বার সুযোগ খুঁজছে অপরাধের কথা স্বীকার করে মাফ চাওয়ার জন্য, কিন্তু কোনভাবেই তাকে সুযোগ দেয়া হচ্ছে না।
অবশেষে একেবারে অনোন্যোপায় হয়ে যেই বলতে শুরু করলো
পূর্বদিনের ঘটনা তার আগে আগেই হুযূর কেবলা তাকে ধমকাতে
লাগলেন। খবরদার! খবরদার!
তোমার কোন কথা শুনতে চাইনা। কোন কথা নাই, যাও, যাও।
কিন্তু লোকটি আবার বলতে চায় আর হুযুর তার আগে আগেই তাকে থামিয়ে দিচ্ছেন। ঐ লোক মুখ থেকে কিছু বের করার আগেই তাকে থামিয়ে দিচ্ছে! দাদা হুযুর কেবলা। যেন এ অলৌকিক ঘটনা ফাঁস হয়ে না যায়।
দাদা হুযুর কেবলা, তাকে এক পর্যায়ে 'যাও যাও' বলে তাড়িয়ে দিলেন এবং বললেন, নাজায়েয কাজ কর আবার কথা বলতে চাও?!
হুজুর কেবলা তাহের শাহ মুঃজিঃআঃ বলেন, শেষ পর্যন্ত এ ব্যক্তি কোনভাবেই ঐ ঘটনা বলার সুযোগ পায়নি, যা পরবর্তীতে
আমাদের কাছে খুলে বলেন।
শাহেনশাহ সিরিকোট রহমাতুল্লাহি আলাইহি অন্য লোকদের কাছে তাঁর কামালিয়াত প্রকাশ হয়ে পড়ুক তা চাননি বলেই ঐ ব্যক্তিটিকে কথা বলার সুযোগ দেননি।

📖সিরিকোট থেকে রেঙ্গুন
✒️এড.মোছাহেব উদ্দিন বখতিয়ার

#সিরিকোট_থেকে_রেঙ্গুন

Address

Chittagong

Telephone

+8801751910781

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌহরভী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চৌহরভী:

Share

Category