
01/04/2024
পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনীতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।
বলতে গেলে পা চাটাদের একটা কোটাই থাকে আলাদা। অথচ এরা না কারো বিশস্ত, না কারো নিজস্ব লোক। এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই। কিন্তু কুবুদ্ধি ভালোই থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে....!