রিমু আঁখি

  • Home
  • রিমু আঁখি

রিমু আঁখি 🥰🥰🥰🥰
(60)

নিজের মতো করে বাঁচো !!কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাধার নাম ঘো...
01/08/2025

নিজের মতো করে বাঁচো !!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারন আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!

post

26/07/2025

জীবনে অনেক বেহায়া দেখেছি এক নায়িকার মত বেহায়া দেখিনি,,,নিজের শত শত দোষ ঢাকতে নিজের ছোট বাচ্চাকে আর অসহায় দরিদ্র মানুষ কে ব্যাবহার করতে খুব বেশিই পারে
বিয়াদপ একটা

Meem Mayesha
Al Mamun
Tania Tani
Labiba Sultana

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম বন্ধু তুই আসবি💔😅
post
post

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যা*ন্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺মা বললো তি*তা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যা*রা*মি করে ব...
14/07/2025

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যা*ন্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺
মা বললো তি*তা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যা*রা*মি করে বানাতে গেলাম আমি মাগো!
২ টি লেবু আর ওয়ান থা**র্ড কাপ চিনি নিয়ে বানালাম আমি মাগো!
বানানো শেষ হলে মুখে দিলাম আমি মাগো!
আমার মুখটা তিতা তে জ্ব**লে গেলো মাগো!
পে**টে অসাধারণ একটা মোচর দিলো মাগো!
আমার ওয়ান থা*র্ড কাপ চিনি কই গেলো মাগো!
মায়ের ভ**য়ে এখন আমি প*লা*ত*ক আমার মাগো!
( ঘর থেকে বের হলেই তো বকবে আমার মা গো)



11/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🥰🥰🥰
22/06/2025

🥰🥰🥰

07/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

28/03/2025

বাবা-ছেলের এই বন্ডিং কেন জানি খুব ভালো লাগে,,
Bubly Shakib Khan

ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে,,তাহলে সেটা কখনোই বদলে যায় না !!না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে।🌺❣️❤️
21/10/2024

ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে,,
তাহলে সেটা কখনোই বদলে যায় না !!
না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে।🌺❣️❤️

27/09/2024

যেভাবে তুরা পেট দিবস পেট দিবস করে যাচ্ছিস তোরা মনে হয় মানুষের মানে একজন নারী বা একজন মায়ের পেট থেকে বের হোস নায় কুত্তার পেট থেকে বের হয়ছিলি??তোদের পোস্ট দেখে তো এরকম মনে হচ্ছে
এগুলার পোস্ট গুলা দেখে আপনাদের কি মনে হয় এগুলা মানুষের পেট থেকে আদৌ জন্মেছে নাকি কুত্তার পেট থেকে
মৌমিতা ফারুক Its Tania Dayji Talukdar Shamima Khan Palash

05/08/2024

-'পানি লাগবে পানি??কারো পানি লাগবে??'

-''আমারে যাইতে দেন না,,আমার একটা ছোট বোন আছে''😭

-"আঙকেল আমার বাবা মা কেউ বাড়ি নাই,,আমার ছোট বোন কে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি""

৩টা আলাদা মানুষের কথা যা আপনারা সহজে ভুলতে পারবেন না!খারাপ লাগবেই!বুকের ভেতর হাহাকার দিয়ে উটবে!!

দেশ টা কারো বাপের নয়✊সারা বছর দরিদ্র বাবা মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ্য টাকা পরিশ্রম করে সন্তান কে উচ্চশিক্ষিত করে তোলে।এত ...
17/07/2024

দেশ টা কারো বাপের নয়✊
সারা বছর দরিদ্র বাবা মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ্য টাকা পরিশ্রম করে সন্তান কে উচ্চশিক্ষিত করে তোলে।এত কষ্টের পর সন্তান রা যদি চাকরি না পায় তাহলে এই পরিশ্রমের মূল্য কোথায়??
দেশটা কি শুধু মুক্তি-যোদ্ধাদেরই হয়ে গিয়েছে?মুক্তিযোদ্ধারা মানুষ আমরা কি মানুষ নই?মুক্তিযোদ্ধাদের সম্মান করতে করতে আজ তারা হাসির পাত্র হয়ে গিয়েছে।
এই কোটা বন্ধ করা হোক✊
কত মায়ের বুক খালি হচ্ছে তার কোন হিসেব নেই এই মায়ের বুক ভরবে কে?? এই কোটা😡😡😡
একটা ২৪ এর যুদ্ধ দেশ পরিবর্তনের একনতুন অধ্যায় সূচনার জন্য লড়াই✊✊
Copypost

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when রিমু আঁখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিমু আঁখি:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share