04/08/2025
🌿 প্রচেষ্টা সামাজিক সংগঠন 🌿
— একটি মানবিক উদ্যোগ —
আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রচেষ্টা সামাজিক সংগঠন-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: শনিবার, ৯ আগস্ট ২০২৫
⏰ সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
📍 স্থান: বিষ্ণুপুর হাই স্কুল
(বাংগরা বাজার থানা, মুরাদনগর, কুমিল্লা)
🔹 ক্যাম্পে যে সেবাগুলো প্রদান করা হবে:
• অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রি চিকিৎসা পরামর্শ
✅ দাঁতের চিকিৎসা ও পরামর্শ (ডেন্টাল চেকআপ)
• প্রেসার ও ডায়াবেটিস চেকআপ
• প্রয়োজনীয় ওষুধ বিতরণ (নির্বাচিত ক্ষেত্রে)
• স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা
🌟 সেবা গ্রহণ করতে আগ্রহী সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
💬 আপনার একটু সময়, একটি জীবনের আশার আলো হয়ে উঠতে পারে।