Fatik Great

Fatik Great - মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের মাঝে বাঁচতে চাই।❤️
(2)

07/09/2025

১০০ বিশ জনের জন্য চিকেন বিরানি বানাতে কত টাকা খরচ পড়বে! বাবুর্চির কত পারিশ্রমিক দিতে হবে।

07/09/2025

একটি মানবিক আবেদন!মানসিক প্রতিবন্ধী ভাই রাশেদ (বাবার নাম শফিউল আজম) হারিয়ে গিয়েছে।
তাকে খুঁজে পেলে এই নম্বরে যোগাযোগ করুন: 01855818998
পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
07/09/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

06/09/2025

ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্র জুলুস, চট্টগ্রাম।
প্রিয় নবী (সা.)-এর শুভাগমন উপলক্ষে আমাদের ভালোবাসা।

06/09/2025

* ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্র জুলুস, চট্টগ্রাম।
* লাখো জনতার ভিড়ে ঈদে মিলাদুন্নবীর আনন্দ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায়।
* নারায়ে তাকবীর, আল্লাহু আকবার! নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ!
* প্রিয় নবী (সা.)-এর শুভাগমন উপলক্ষে আমাদের ভালোবাসা।

বেশি মেহমানদারী করতে গেলে যা হয় আর কি,খেতে না পারলে এতগুলা, নিয়ে নষ্ট করা কি দরকার এখানে তো আরেকজনের রিজিক পড়ে আছে।
05/09/2025

বেশি মেহমানদারী করতে গেলে যা হয় আর কি,
খেতে না পারলে এতগুলা, নিয়ে নষ্ট করা কি দরকার এখানে তো আরেকজনের রিজিক পড়ে আছে।

05/09/2025

সবজির নতুন রেসিপি।

কম খরচে সুস্বাদু কাঁচা রন্ধন চিকেন বিরিয়ানি! সবার জন্য সহজ এই রেসিপি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না।
04/09/2025

কম খরচে সুস্বাদু কাঁচা রন্ধন চিকেন বিরিয়ানি! সবার জন্য সহজ এই রেসিপি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না।

03/09/2025

বাবুর্চি থেকে উদ্যোক্তা: আমার রান্নার গল্প
কোনো কাজই ছোট নয়—এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সামনে আমার কাজের একটি অংশ তুলে ধরতে এসেছি। কর্মজীবনের একটি দীর্ঘ সময় আমি ঢাকা ও চট্টগ্রাম শহরে বাবুর্চি হিসেবে কাজ করেছি। সেখানে অসংখ্য মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। পরবর্তীতে, নিজ গ্রামে ফিরে এসে রান্নার প্রতি আমার এই গভীর আগ্রহকে একটি নতুন রূপ দিতে চেয়েছিলাম, আর সেই উদ্দেশ্যেই এই ফেসবুক পেজটি খোলা।
প্রাথমিকভাবে, আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। গ্রামের সাধারণ মানুষের কাছে রান্নার ভিডিও কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে আমার মনে সংশয় ছিল। একারণে, রান্নার ভিডিওর পরিবর্তে অন্যান্য বিষয়বস্তু আপলোড করা শুরু করি। এই সময়ে, নিজের পেশা এবং পছন্দের প্রতি একধরনের সংকোচ কাজ করত, যা আমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিচ্ছিল।
তবে আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসার কারণে আমার আত্মবিশ্বাস ফিরে আসে। আমি বুঝতে পারলাম, রান্নাই আমার প্রকৃত Passion এবং এই শিল্পকে নিয়েই আমার এগিয়ে যাওয়া উচিত। এরপর আমি সিদ্ধান্ত নিই যে, এই পেজটি শুধুমাত্র রান্নার ভিডিওর জন্য উৎসর্গ করব। আমার লক্ষ্য হলো, নতুন রেসিপি এবং কৌশল আপনাদের সাথে ভাগ করে নেওয়া এবং একইসাথে আপনাদের কাছ থেকে শেখা, কারণ আমি বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই।
মেজবান, বিবাহ, বা যেকোনো সামাজিক আয়োজনের জন্য স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবার তৈরি করাই আমার পেশা ও ভালোবাসা। খাবারের মান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে আমি সবসময় আপোষহীন। ক্ষতিকর ফুড কেমিক্যাল ব্যবহার থেকে আমি সম্পূর্ণরূপে বিরত থাকি।
যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা কোনো অনুষ্ঠানের জন্য মজাদার খাবারের আয়োজন করতে চান, তাহলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষভাবে, আমার গ্রামের যেসব মানুষ আমাকে ভালোবাসা এবং বড় বড় কাজের সুযোগ দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এছাড়াও, রান্নার কাজে আগ্রহী অন্য বাবুর্চি ভাইয়েরাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মেজবান বা বিবাহের রান্নার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে তুলে ধরে আপনাদের পরিচিতি বাড়াতে সাহায্য করতে প্রস্তুত।
আমার এই রান্নার গল্প, আমার পেশার প্রতি আবেগ এবং আমার কাজ আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সকল শ্রোতাকে ধন্যবাদ। আশা করি, আপনাদের পাশে থেকে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব। জমির উদ্দিন বাবুর্চি।

এক সময় স্যারকে বানিয়ে খাওয়াতাম স্বাস্থ্যকর খাবার বা ডায়েট ফুড।
02/09/2025

এক সময় স্যারকে বানিয়ে খাওয়াতাম স্বাস্থ্যকর খাবার বা ডায়েট ফুড।

আমি এক সময় এই কিচেনে রান্না করতাম স্যারের জন্য।
01/09/2025

আমি এক সময় এই কিচেনে রান্না করতাম স্যারের জন্য।

01/09/2025

একসাথে ত্রিশ হাজার মানুষের খাবার তৈরি হচ্ছে যে জায়গায়।

Address

Chittagong

Telephone

+8801976282540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatik Great posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatik Great:

Share

Category