Piya's DayLight

Piya's DayLight I'm here to spread positivity & love. Do follow my page. Thank you..❤️

23/09/2024

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়।
অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।

একজন চীনা বিত্তবান মারা গেলেন।
ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন।
সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন,
এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি।
এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্ জীবন লাভ করা বেশি জরুরি।

তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

* দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।

* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

* প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।

* কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।

* সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না।

করণীয় কী?

# অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেকআপ করুন।

# অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।

# মানুষকে ক্ষমা করে দিন।

# রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।

# পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই।

# সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।

# ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।

# সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।

# ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না।

# মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না।

বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১বার গায়ে রোদ লাগান।

মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন জীবন তো একটাই।🙂
উপদেশ দিচ্ছি না ভালো লাগলো তাই কপি করলাম 🙂
যিনি লিখেছেন উনাকে অসংখ্য ধন্যবাদ 💖💖

নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের ঠিক আকাশের মতো মতো লাগে।— হুমায়ূন আহমেদ।
22/09/2024

নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের ঠিক আকাশের মতো মতো লাগে।
— হুমায়ূন আহমেদ।

I deeply believe that Happiness makes a women prettier..It's an undeniable Glow..✨💙
21/09/2024

I deeply believe that Happiness makes a women prettier..It's an undeniable Glow..✨💙

পরের জন্মে তুমি কাশফুল হইয়ো,আমার রংবেরঙের চুড়ি আর মেহেদী রাঙা হাতের ছোয়া নিয়ো!💙🌸🍂
19/09/2024

পরের জন্মে তুমি কাশফুল হইয়ো,
আমার রংবেরঙের চুড়ি আর মেহেদী রাঙা হাতের ছোয়া নিয়ো!💙🌸🍂

যে দেশে জন্মের পর থেকে মেয়েদের বড় করা হয় ঘোড়ায় চড়া রাজপুত্রের গল্প শুনিয়ে, সে দেশের মেয়েদের গোল্ড ডিগার হওয়া টা কী খুব অ...
01/05/2024

যে দেশে জন্মের পর থেকে মেয়েদের বড় করা হয় ঘোড়ায় চড়া রাজপুত্রের গল্প শুনিয়ে, সে দেশের মেয়েদের গোল্ড ডিগার হওয়া টা কী খুব অস্বাভাবিক?

যে দেশে বিয়ের অনুষ্ঠানে ছেলে কী করে,কত ভরি গয়না দিসে সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই দেশে মেয়েরা সুগার ড‍্যাডির পাল্লায় পড়বে না তো কে পড়বে?
যে দেশের বাপ ভাইয়েরা মেয়ের বিয়ে দেয়ার সময় ছেলের আর্থিক অবস্থা হিসাব করতে বসে সেই দেশের কোন মেয়ে গোল্ড ডিগার না একটু বলবেন?

মোটামুটি প্রত‍্যেক মেয়ে জেনে গেছে তার বয়ফ্রেন্ড "মা মুদি দোকানের" মালিক হলে তার বাসায় মানবে না,কিন্তু এক্স ওয়াই জেড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে হলে এংগেইজমেন্টের দিন ই পারলে বিয়ে পড়িয়ে দিবে!তাহলে সেই মেয়ের এমন ভাবনা কেন না হবে!
ছেলেরা তো প্রবাদ ই বানায়ে ফেলছে "টাকা থাকলে পকেটে,মেয়ে আসবে রকেটে" , সমাজে এটা এস্টাবলিশড হয়ে গেছে মেয়ে কেনার একমাত্র হাতিয়ার টাকা।আপনার যত টাকা তত কোয়ালিটিফুল প্রোডাক্ট বা কম কোয়ালিটির বেশি প্রোডাক্ট। মেয়েরা এ সমাজে জাস্ট প্রোডাক্ট। প্রোডাক্টের ডিমান্ড থাকবে এতে অবাক হচ্ছেন কেন?

পারলে রুট লেভেল থেকে চেইঞ্জ আনেন।ছেলে মানে টাকশাল না, মেয়ে মানে প্রোডাক্ট না। ছেলে কে মানুষ হিসেবে, মেয়েকে মানুষ হিসেবে জানতে এবং জানাতে শেখুন।
বেসিক ই যেখানে নষ্ট, সেখানে এতো উপরের স্টেজ নিয়ে কথাবার্তা বলে লাভ আছে?
©

সবসময়ই সাধারণ কিছু আমার পছন্দ! সাধারণ চলাফেরা, সাধারণ আউটফিট, সাধারণ বন্ধুবান্ধব। বেশী জাঁকজমক, বেশি বড়লোকি ভাব বরাবরই আ...
30/04/2024

সবসময়ই সাধারণ কিছু আমার পছন্দ! সাধারণ চলাফেরা, সাধারণ আউটফিট, সাধারণ বন্ধুবান্ধব। বেশী জাঁকজমক, বেশি বড়লোকি ভাব বরাবরই আমার অপছন্দ! এমনকি, এসব জাঁকজমকতায় কিংবা রিচ মানুষদের মাঝে থাকলে আমি উল্টো আনকমফর্ট ফিল করি!'😊

ড্রেস সেন্স ভালো এমন মানুষদেরকে আমার খুব ভালো লাগে। হোক তারা গরীবের ছেলে অথবা মেয়ে তবুওও তাদের লেভেল আমার কাছে অলওয়েজ হা...
29/04/2024

ড্রেস সেন্স ভালো এমন মানুষদেরকে আমার খুব ভালো লাগে। হোক তারা গরীবের ছেলে অথবা মেয়ে তবুওও তাদের লেভেল আমার কাছে অলওয়েজ হাই!

আমার কিছু বান্ধবী আছে। বাপের অনেক টাকা। ১৫/২০ হাজার টাকার নিচে ড্রেসই পরে না। তারপরও জরিনার মতো দেখায়!

আপনার ড্রেস সেন্স কখনোই আপনার বাজেটের উপর নির্ভর করে না। নির্ভর করে আপনার রুচির উপর।

৫০০ টাকার শার্টেও আপনাকে মুগ্ধকর দেখাতে পারে। আগে বুঝতে হবে, কোনটাতে আপনাকে মানাচ্ছে আর কোনটাতে মানাচ্ছে না!

এইই তো 🙂

27/04/2024

আম্মা ধান শুকাচ্ছেন।বললেন, রোদটা আর দুই দিন থাকলে ভালো।
বুঝে আসলো,
এত ইস্তিসকার নামাজের পরও কেন বৃষ্টি হচ্ছেনা?এত এত মানুষের দোয়া কি তাহলে কবুল হচ্ছেনা?
সারাদেশে বৈশাখী ধান ঘরে তুলার সময় চলছে। হয়তো কৃষকেরা আল্লাহ আল্লাহ্ করছে যে কয়টা দিন যেন বৃষ্টি না আসে।
এই ধান শুধু কৃষকের ফসল না, আমাদের রিজিক। এই সময়ে বৃষ্টি হলে ক্ষতি। বাজারে প্রভাব পড়বে।
এ সময়ে বৃষ্টি হলে দেখা যাবে কল্যানের চেয়ে ক্ষতিটা বেশী হয়ে যাবে।
যদি কখনো কাকুতি মিনতি করে করা দোয়ার ফল না পাওয়া যায়, মনে করবেননা যে দোয়া কবুল হচ্ছেনা। জেনে রাখবেন, কিছু একটা ব্যাপার আছে। আল্লাহ্ সময়মত দিবেন।🤍

Gracefulness makes you more gorgeous.💕
26/04/2024

Gracefulness makes you more gorgeous.💕

নারী কিসে আটকায়?নারী সন্তানের মায়ায় আটকায়..!😌🤱
25/04/2024

নারী কিসে আটকায়?
নারী সন্তানের মায়ায় আটকায়..!😌🤱

Address

Sitakund
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piya's DayLight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piya's DayLight:

Share