14/10/2024
কালেমা বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না। মুনাফেকেরাও তো কালেমা বিশ্বাস করে। আর সূরা মায়েদার ৪৪ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। আপনি কালেমা বিশ্বাস করার পরও যদি আল্লাহর আইনে বিচার না করেন তাহলে আল্লাহ বলছেন আপনি কাফের।