Dalil Studio

Dalil Studio Allahu Akber

14/10/2024

কালেমা বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না। মুনাফেকেরাও তো কালেমা বিশ্বাস করে। আর সূরা মায়েদার ৪৪ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। আপনি কালেমা বিশ্বাস করার পরও যদি আল্লাহর আইনে বিচার না করেন তাহলে আল্লাহ বলছেন আপনি কাফের।

আল্লাহ দ্বীন প্রচারে মাসিক ইসলামিক পত্রকে কবুল করুন।
08/10/2024

আল্লাহ দ্বীন প্রচারে মাসিক ইসলামিক পত্রকে কবুল করুন।

14/09/2024

সঙ্গীত
মরণের কথা ভুলে আছো তুমি
নিঠুর এই দুনিয়ায়
আজরাইল তোমায় ভুলে যাবে না
স্মরণ আসিছে গনায়।।
অট্ট হাসি তোমার, চিত্তে নাই চিন্তন
ভালোর বন্ধু হয় সে, মন্দের দুশমন।
ধরিবে যে দিন আসি, রুহে বাঁধবে ফাঁশি
সে দিন কই যাইবা পালায়
আজরাইল তোমায় ভুলে যাবে না
স্মরণ আসিছে গনায়।।
দুটাকায় বিক্রি করে, দিলে নিজের ঈমান
নামাজ রোজা ছেড়ে হয়ে গেলে বেঈমান।
চক্ষু বুজিলে! কোন দেশে আসিলে
যে দেশে দয়া মায়া নাই
আজরাইল তোমায় ভুলে যাবে না
স্মরণ আসিছে গনায়।।

আপনাকে অভিনন্দন
13/09/2024

আপনাকে অভিনন্দন

নতুন বাংলাদেশ এমনি এমনি আসেনি।
10/09/2024

নতুন বাংলাদেশ এমনি এমনি আসেনি।

মাসিক ইসলামিক পত্রসংখ্যা- সেপ্টেম্বর ২০২৪
07/09/2024

মাসিক ইসলামিক পত্র
সংখ্যা- সেপ্টেম্বর ২০২৪

02/09/2024

নাফরমান
ভূমি যদি আল্লার হয়, বিধান চলবে কার!
তাঁর রিজিকে ভুঁড়ি ভরায় নাফরমানি করো তার!
তার দেওয়া অঙ্গে করো তারেই ব্যঙ্গ
তুমি তো নাদানই মাত্র, কীটপতঙ্গ।
কখনো খেয়ে মদ হিরোইন, ইয়াবা কিংবা গাঞ্জা
দুদিনের জ্বরে কাহিল তুমি, ধরতে আসো পাঞ্জা।
অসীম আকাশের অধিপতি, ক্ষমতার যিঁনি আধার
কি আসে যায় অস্বীকারে তার তোমার মত দু চারটে গাধার।
তামাম বিশ্ব তাঁর জিকিরে সেজদায় সদা রত
তোমার মত নর্দমার কীট আগেও হয়েছে গত।
কিছু এসে যায় না তাঁহার, রাজত্ব একমাত্র তাঁর
তুমিই করলে তোমার রুহ দোজখেতে ছারখার।

23/08/2024

আল্লার আইন যে চায় না
ক্ষমতায় বসে যে হায়েনা
যায় না যায় না যায় না
তাকে ভোট দেওয়া যায়।।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dalil Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dalil Studio:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share