Freelancer Foyez

Freelancer Foyez Hi there! This is my new fan page.You can always be connected with me through this page

Thank You

22/07/2025

ক্যামেরাম্যান ভাবছিলো পাইলট হয়তো দুষ্টুমি করতেছে..!!🙂

10/06/2025

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, তবুও বাঁচানো গেল না ছেলেকে
সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি সায়মন সৈকতে গোসলে নেমে ত'লিয়ে যায় ছেলে সিফাত, পরে বাবা শাহীন ছেলেকে উ'দ্ধা'রে গেলে বাবাও ফিরে আসে লা-শ হয়ে।

08/06/2025

Cooked without oil 🔥

06/06/2025

চিকিৎসা জগতের আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা

সম্প্রতি আমি Starlink Standard কিট ও Standard Wall Mount কিনেছি। অনেকে জানতে চেয়েছেন—Starlink আসলে কী, কেমন কাজ করে, দাম...
01/06/2025

সম্প্রতি আমি Starlink Standard কিট ও Standard Wall Mount কিনেছি। অনেকে জানতে চেয়েছেন—Starlink আসলে কী, কেমন কাজ করে, দাম কেমন, সেটআপ কেমন, গ্রামে বা শহরে ঠিকভাবে চলবে কিনা—এসব। আমি নিজে ব্যবহার করে যা জানলাম, সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। টেকি বা নন-টেকি, বড়-ছোট—সবাই যাতে বুঝতে পারেন, তাই সহজ ভাষায় লিখলাম।।

কী?
Starlink হলো স্পেসএক্স (Elon Musk-এর কোম্পানি) এর বানানো স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস। সাধারণ ইন্টারনেট যেটা আমরা বাসায় ব্যবহার করি, সেটা আসে তার বা ফাইবার দিয়ে—রাস্তা, দেয়াল, অনেক জায়গা দিয়ে তার নিয়ে আসা লাগে। কিন্তু Starlink-এ কোনো তারের দরকার নেই।

আপনি টিভি ডিস-এর মতো একটা অ্যান্টেনা বাড়ির ছাদ, বারান্দা বা যেখানে খোলা আকাশ আছে সেখানে বসান, তারপর সেটার থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পান! মানে—জঙ্গল, গ্রাম, নদীর মাঝখান, পাহাড়, বা যেখানে কোনোভাবেই তার নিয়ে যাওয়া সম্ভব না, সেখানেও সহজেই ইন্টারনেট!

# বাস্তব উদাহরণ:
যেমন ধরুন, গ্রামের বাড়ি বা রিসোর্টে গেছেন—ওখানে সাধারণত ভালো ইন্টারনেট পাওয়া যায় না। Starlink থাকলে টিভি ডিস-এর মতো অ্যান্টেনা বসান, সাথে সাথে পুরো বাসা-বারান্দায় ইন্টারনেট!

সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর:
১. স্পিড টেস্টের ভিডিও দেবেন?
→ আমার প্রোফাইলে Speedtest-এর ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন।

২. কতদিনে হাতে পেলেন?
→ ২০ মে অর্ডার করেছি, ৩০ মে হাতে পেয়েছি—মানে মোট ১০ দিন লেগেছে।

৩. কোন কুরিয়ারে পাঠায়?
→ আন্তর্জাতিকভাবে DHL, আর বাংলাদেশে এসে Sundarban Courier দিয়ে পৌঁছে দেয়।

৪. দাম ও মাসিক খরচ কত?
→ মোট খরচ: ৫৫,৭০০ টাকা [কিট ৪৭,০০০, শিপিং ২,৮০০, মাউন্ট ৫,৯০০]
→ আমি ৬,০০০ টাকার মাসিক প্যাকেজ নিয়েছি, চাইলে ৪,০০০ টাকারও প্যাকেজ আছে।

৫. বাসায় ৫ ফ্লোরে নেট চাই—কীভাবে হবে?
→ Starlink-এর রেসিডেন্সিয়াল প্যাকেজে চাইলে বিজনেস একাউন্টও নিতে পারেন। বড় বাসা হলে একাধিক রাউটার/এক্সটেন্ডার লাগাতে হবে, যেমন আমরা বাসার WiFi এক্সটেন্ডার দেই, তেমনি।

৬. প্রি-বুকিং ছিলো?
→ হ্যাঁ, প্রি-বুকিং দিয়ে এনেছি।

৭. কিনবো কিভাবে?
→ সরাসরি https://www.starlink.com/ থেকে অর্ডার করতে পারবেন।

৮. পেমেন্ট ডলারে নাকি টাকায়?
→ বাংলাদেশি টাকায় (BDT) পেমেন্ট করা যায়।

৯. Starlink-এর অফিস কোথায়?
→ ১৯তম ফ্লোর, UTC Building, ৮, পাঁথপাথ, কারওয়ানবাজার, ঢাকা ১২১৫

১০. Latency (পিং) কত পাচ্ছেন?
→ গড়ে ৮০ms (মিলিসেকেন্ড) পাচ্ছি।

১১. রাউটার রেঞ্জ ও কানেক্ট করতে পারা ডিভাইস কত?
→ ৩,২০০ স্কয়ার ফিট কভারেজ, ২৩৫টি ডিভাইস একসাথে কানেক্ট করা যায়!

১২. NOC লাগে?
→ না, কোনো NOC বা অনুমতিপত্র লাগে না।

১৩. কাস্টমস ক্লিয়ার হতে কত দিন লেগেছে?
→ আমারটা ২৪ মে সকাল ৯টায় বাংলাদেশে এসেছে, ২৯ মে বিকাল ৫:৫০-এ কাস্টমস রিলিজ হয়েছে—মানে ৫ দিন মতো লেগেছে।

১৪. Starlink কি গেমিং/শহরের জন্য ভালো?
→ Starlink গেমিং, বা শহরে যেখানে ভালো ব্রডব্যান্ড (ক্যাবল) আছে, সেখানে ততটা ভালো না। কারণ, স্যাটেলাইট ইন্টারনেটের পিং ক্যাবল ইন্টারনেটের চেয়ে কিছুটা বেশি।

তবে, গ্রামের বাড়ি, ফার্ম, রিসোর্ট, পাহাড়, নদীর চর—যেখানে ভালো ব্রডব্যান্ড নেই, সেখানে Starlink এক কথায় চমৎকার সমাধান!

১৫. বারান্দায় (balcony) কি Starlink সেটআপ করা যাবে?
→ হ্যাঁ, বারান্দায়ও Starlink-এর অ্যান্টেনা বসানো যায়। তবে যেখানেই দেন, খেয়াল রাখবেন যেন ওপরে খোলা আকাশ থাকে এবং পাশে বড় বিল্ডিং/গাছ না থাকে।
বাস্তব উদাহরণ:
ঠিক যেমন টিভির ডিস-এ সামনের দিকে দেয়াল/গাছ থাকলে চ্যানেল আসে না, Starlink-এর অ্যান্টেনা সামনে খোলা আকাশ পেলেই ভালো কাজ করবে।

বাস্তব অভিজ্ঞতা:
আমার বাসায় যখন বড়রা জিজ্ঞেস করলেন, “Starlink কী?”—আমি বলেছি, “এইটা টিভির ডিস-এর মতো, তবে টিভি না, ইন্টারনেট আসে!”
বাচ্চারা, পড়াশোনা, ইউটিউব, কল—সবই ভালো চলছে এখন।

সংক্ষেপে:
যাদের শহরে আগে থেকেই ভালো ইন্টারনেট আছে, তাদের জন্য এটা এক্সট্রা লাগবে না।
কিন্তু যেখানেই ব্রডব্যান্ড নেই, গ্রামের বাড়ি, ফার্ম, দূর-দূরান্ত—সেখানকার জন্য Starlink দারুণ কাজের এবং একমাত্র সমাধান।

কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান—নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি, সবাইকে সাহায্য করার চেষ্টা করবো!
সবাই সুস্থ থাকুন, প্রযুক্তির সাথে এগিয়ে চলুন 🚀🌍

(কপি পোস্ট)

17/05/2025

Capcut Video Edit - Video no:1

20/04/2025

Top 5 Free Ai Video Generator

19/04/2025

Top 5 Photo Editors in 2025

07/04/2025
🔥 সময় এখনই! তুমি কি তৈরি? 🔥একদিন তোমার বাবা-মা বৃদ্ধ হয়ে যাবে… তাদের হাতে কাজ করার শক্তি থাকবে না… তোমার সাফল্যের দিকে ত...
17/02/2025

🔥 সময় এখনই! তুমি কি তৈরি? 🔥

একদিন তোমার বাবা-মা বৃদ্ধ হয়ে যাবে… তাদের হাতে কাজ করার শক্তি থাকবে না… তোমার সাফল্যের দিকে তাকিয়ে থাকার ছাড়া তাদের কিছুই করার থাকবে না! কিন্তু তুমি কি এখনো অলস সময় নষ্ট করে যাচ্ছো?

❌ রাত জেগে ফেসবুক স্ক্রল করা
❌ দিনভর অযথা আড্ডা দেওয়া
❌ ‘কাল থেকে শুরু করবো’ বলে আজকেও ফাঁকি দেওয়া

এর মধ্যেই যদি তোমার সময় চলে যায়, তাহলে ভবিষ্যতে কেবল আফসোসই বাকি থাকবে! আজ যারা সফল, তারাও একসময় তোমার মতোই ছিল। কিন্তু তারা একদিন সিদ্ধান্ত নিয়েছিল— "আমাকে কিছু করতে হবে!"

💡 এখনই সিদ্ধান্ত নাও!

✅ বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পরিশ্রম করো
✅ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করো
✅ সময়ের মূল্য দাও, কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না!

তোমার জীবন তোমার হাতে! তুমি কি কেবল স্বপ্ন দেখবে, নাকি সেই স্বপ্নের জন্য লড়াই করবে? চয়েস তোমার! ⚡

08/07/2024

✅ Brand: Lenovo
✅ Model: x1 yoga
✅ Condition: Used
✅ Processor Type: Core i5-6200U 6th Generation
✅ Screen Size: 14" 1920 x 1080p IPS
✅ Touchscreen: Yes
✅ RAM: 8GB
✅ Storage: SSD 256 GB M.2
✅ Graphics Card: ntel HD Graphics 520
✅ We**am: Yes
✅ Battery Backup: 3Hours+
🔵 Price: 39,990/-

আমরা প্রতিটা প্রোডাক্ট এর উপর দিচ্ছি
-----------------------------------------------------
⭕ ৭দিনের রিপ্লেসমেন্ট ও মানি ব্যাক গ্যারান্টি
⭕ ১বছর এর ওয়ারেন্টি
⭕ Exchange সুবিধা

আমাদের শপের ঠিকানা: নাপিতখালী নতুন অফিস,ইসলামপুর,ঈদগাঁও কক্সবাজার
মোবাইল: 01887966165

24/04/2024

নতুন ব্যাচ এ ভর্তি হতে কল করুন নিচে দেওয়া ফোন নাম্বারে

Address

Chowk Bazar
Chittagong
4217

Website

https://www.itfect.com/

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Foyez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Foyez:

Share