Towards the Flame

Towards the Flame In search of good soul.

10/12/2024



আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটিঃ
১. যখন কথা বলে মিথ্যা বলে;
২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং
৩. আমানত রাখা হলে খিয়ানত করে।

04/10/2024
Some beautiful mosque design made with ai...
24/12/2023

Some beautiful mosque design made with ai...

19/09/2023

মৃত্যু আমাদের প্রতিনিয়ত যেভাবে তাড়া করছে...

ভিডিওটি
Dr Muhammad Ibrahim এর পেজ থেকে নেয়া।

18/09/2023

“এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন।” (২৬-সূরা আশ শোয়ারা আয়াত-৮০)

26/08/2023

মসজিদের মক্তবে বাচ্চাদের নামাজ শিখানো হচ্ছে।


14/08/2023

Inna lillahi wa inna ilahi rajiun, May Allah keep you in the highest place of Paradise.

13/08/2023

আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘মিথ্যা তো তারাই বানায়, যারা আল্লাহর নিদর্শনসমূহের ওপর ঈমান রাখে না। বস্তুত তারাই মিথ্যুক। ’ (সুরা নাহাল, আয়াত: ১০৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘মুনাফেকদের নিদর্শন তিনটি : কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। ’ (বুখারি, হাদিস নং : ৩৩, মুসলিম, হাদিস নং : ৫৯)

আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এই জঘন্য পাপ হতে মুক্তি দান করো।

#মিথ্যা
#পাপ
#জাহান্নাম

12/08/2023

ভাতিজা (আবু বকর) এনিমেশান ভিডিও দেখে বললো, চাচ্চু আমাকে একটা এনিমেশান ভিডিও বানাই দেন। চ্যাটজিপিটি থেকে গল্পের ধারণা নিয়ে এটা কি বানাইসি নিজেও জানিনা।

Travel opens our minds, and opens our eyes. From the small scale of the known world to the great arena.
11/08/2023

Travel opens our minds, and opens our eyes. From the small scale of the known world to the great arena.

10/08/2023

আসসালামু আলাইকুম, কাজিন কে ফেজবুক পেজ কিভাবে খুলা যায় সে ব্যাপারে কিছু পরামর্শ দেয়া প্রয়োজন ছিলো, কিন্তু সত্যি কথা হলো আমি নিজেই জানিনা এই ফেজবুক পেজ কিভাবে ওপেন করে, ম্যানেজ করে এসবের কিছুই। যাই হোক ভাইকে সঠিক পরামর্শ দেয়ার জন্য নিজেই আগে একটা ফেজবুক পেজ খুলেছি, নামে, সবকিছু আগে নিজে শিখে তারপর পরামর্শ দিবোনে। সবার সহযোগীতা কামনা করছি। ভালো কিছুই প্রকাশ করা হবে এই পেইজ থেকে নিয়মিত ইনশাআল্লাহ।

Address

Street/4
Chittagong
4210

Telephone

+8801976280198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towards the Flame posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towards the Flame:

Share