21/03/2025
জীবন শুধু দায়িত্ব আর ভবিষ্যতের চিন্তাতেই কেটে গেলে, বেঁচে থাকাটা একসময় বোঝা মনে হতে পারে। টাকা-পয়সা দরকার, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও জরুরি, কিন্তু তার পাশাপাশি জীবনটাকে উপভোগ করাও সমান গুরুত্বপূর্ণ।
ছোট ছোট মুহূর্তগুলোই একসময় সবচেয়ে বড় হয়ে ওঠে। ভালোবাসার মানুষটাকে সময় দেওয়া, একসাথে নতুন জায়গা দেখা, মাঝেমধ্যে একটু বিশেষ খাবার খাওয়া—এসবই তো জীবনের আসল রঙ। বয়স বাড়লে টাকাও থাকবে, কিন্তু হয়তো ইচ্ছে থাকলেও সুযোগ থাকবে না।
তাই সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান আর স্মৃতি জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। সন্তানদের জন্য আত্মত্যাগ করাটা স্বাভাবিক, কিন্তু নিজেদের জন্যও কিছুটা ভাবা উচিৎ। কারণ দিনের শেষে, যখন সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে, তখন একমাত্র স্মৃতিগুলোই সঙ্গ দেবে।
তাই যতটুকু সম্ভব, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন, হাসুন, ভালোবাসুন, ঘুরে আসুন—কারণ সময় একবার গেলে আর ফেরে না!