Faruque's Diary

Faruque's Diary দিনশেষে এটাই প্রমাণিত “মানুষ মূলত একা”

23/09/2025

পুরুষ মানুষ কতটা কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সেটা যদি পরিবার জানতো কিংবা বুঝতো তাহলে কখনও পুরুষ মানুষের মনে কষ্ট আসে এমন আচরণ করতো না। 😊

01/09/2025

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান।তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আচরণের মাধ্যমে একটা ইংগিত দিন। একবার জাস্ট আমার মনে হোক যে আপনি আমাকে ইগনোর করলেন সম্ভবত।
এরপর দেখবেন আপনি নিজেও লাগাতার চেষ্টা করে আমাকে মনে করাতে পারবে না যে আমি আপনাকে কখনো চিনতাম। আসলেই আমার আর আপনার নাম পরিচয় চেহারা কিছুই মনে থাকবে না।

এখন বড় হয়ে গেছি
মাথার ভেতর আবর্জনা জমাই না।🤍

21/08/2025

আমি পৃথিবীর আর কাউকে ঘৃ'ণা করি না। আমি ঘৃ'ণা করি আমার ভা'গ্যকে, আমার আবেগ-অনুভূতিকে। ঘৃ'ণা করি নিজেকে, নিজেকে য,ন্ত্রণায় তীলে তীলে শেষ করাকে, নিজেকে ঠ'কানোকে। নিজের প্রতি মনে এত ঘৃ'ণা, এত অভিমান আর আক্ষেপ নিয়ে কী ভালো থাকা যায়?

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই। কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চুরমার হয়ে যা...
20/08/2025

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই। কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চুরমার হয়ে যায়, একটা সামান্য শক্ত কথায় আমার অর্ধ-সপ্তাহ বিনিদ্র হাহাকারে কাটতে পারে। অথচ আধুনিক মানুষের হৃদয় কত শক্ত, যেন কংক্রিটের মতো। এই পাথুরে নির্মম শহরে ঠুনকো আয়নার মতো হৃদপিণ্ড নিয়ে আমি কতদূর যাবো?

©Anonymous Notes

Address

Mirsarai
Chittagong

Telephone

+8801614810736

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruque's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share