24/06/2025
"যারা ঠাণ্ডা মাথায় কাউকে কষ্ট দেয়, তাদের সাইকোলজিটা জানতে ইচ্ছা হয় মাঝে মাঝে। একটা মিথ্যা বলতে গেলে যেমন গলাটা কেঁপে ওঠে, ওদের গলা একটুও কাঁপে না কেন?
একটা অন্যায় করতে গেলে যেমন বুকটা ধড়ফড় করে, ওদের হৃদপিণ্ডটা অমন স্বাভাবিক থাকে কিভাবে?
কিংবা ধরেন, ভীষণ লোভ করতে গেলে যেমন দ্বিধায় আটকে যায় সবাই, ওদের মনে এক বিন্দু দ্বিধা হয় না কেন?
আমার জানতে ইচ্ছা হয়, ঠিক কতটা অকৃতজ্ঞ হলে কেউ নিঃসংকোচে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যায়? ঠিক কতটা অমানুষ হলে কেউ নিরপরাধ একটা মানুষকে নিজ হাতে নিঃশেষ করে দেয়?
আমি প্রশ্ন করে গেছি কেবল। কখনো উত্তর পাই নি।
পৃথিবীর মানুষগুলোকে আমার নির্দ্বিধায় বিশ্বাস করার কথা ছিলো, চোখ বুজে ভালোবাসতে পারার কথা ছিলো। অথচ দিনশেষে মানুষগুলোকে আমি কেবল ভয়ই পেয়ে গেলাম।
আমি জানিনা, ভালো মানুষ কাকে বলে, খারাপ মানুষ কাকে বলে। কিন্তু দয়া করে কখনো এমন মানুষ হইয়েন না যেন আপনার সাথে দেখা হওয়ার পর কেউ স্রষ্টার কাছে আফসোস করে বলে, "খোদা! এই ক্ষুদ্র জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলেই বোধহয় ভালো হতো!"
লেখা: মুশফিকুর