Faruque's Diary

Faruque's Diary দিনশেষে এটাই প্রমাণিত “মানুষ মূলত একা”

24/06/2025

অর্থ কম থাকুক! যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়! কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন! 💝

24/06/2025

"যারা ঠাণ্ডা মাথায় কাউকে কষ্ট দেয়, তাদের সাইকোলজিটা জানতে ইচ্ছা হয় মাঝে মাঝে। একটা মিথ্যা বলতে গেলে যেমন গলাটা কেঁপে ওঠে, ওদের গলা একটুও কাঁপে না কেন?

একটা অন্যায় করতে গেলে যেমন বুকটা ধড়ফড় করে, ওদের হৃদপিণ্ডটা অমন স্বাভাবিক থাকে কিভাবে?

কিংবা ধরেন, ভীষণ লোভ করতে গেলে যেমন দ্বিধায় আটকে যায় সবাই, ওদের মনে এক বিন্দু দ্বিধা হয় না কেন?

আমার জানতে ইচ্ছা হয়, ঠিক কতটা অকৃতজ্ঞ হলে কেউ নিঃসংকোচে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যায়? ঠিক কতটা অমানুষ হলে কেউ নিরপরাধ একটা মানুষকে নিজ হাতে নিঃশেষ করে দেয়?

আমি প্রশ্ন করে গেছি কেবল। কখনো উত্তর পাই নি।

পৃথিবীর মানুষগুলোকে আমার নির্দ্বিধায় বিশ্বাস করার কথা ছিলো, চোখ বুজে ভালোবাসতে পারার কথা ছিলো। অথচ দিনশেষে মানুষগুলোকে আমি কেবল ভয়ই পেয়ে গেলাম।

আমি জানিনা, ভালো মানুষ কাকে বলে, খারাপ মানুষ কাকে বলে। কিন্তু দয়া করে কখনো এমন মানুষ হইয়েন না যেন আপনার সাথে দেখা হওয়ার পর কেউ স্রষ্টার কাছে আফসোস করে বলে, "খোদা! এই ক্ষুদ্র জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলেই বোধহয় ভালো হতো!"

লেখা: মুশফিকুর

জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো 'চলতে জানা'। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো...
19/06/2025

জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো 'চলতে জানা'। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মনের মতো হবে না। তবুও তাদের সঙ্গে কীভাবে চলতে হয় তা জানতে হবে।

হোচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দেবে, সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে।

মনে রাখবেন-সবকিছু নিজের মনের মতো হওয়ার চেয়ে, সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরি।

14/06/2025

আমি কাউকে বদদোয়া দিই না, যদি মনে করেন আমার সাথে যা করেছেন ভালোই করেছেন, এরকম অনেক ভালো আপনার সাথেও হউক। 😊

ইরান একটি গাদ্দার এবং বেইমান জাতি। কোন কমান্ডার কোন বিল্ডিং এর কোন ফ্লাটের কোন কামরায় ঘুমিয়েছে এটাও এস্রায়েলকে জানানো হ...
13/06/2025

ইরান একটি গাদ্দার এবং বেইমান জাতি।
কোন কমান্ডার কোন বিল্ডিং এর কোন ফ্লাটের কোন কামরায় ঘুমিয়েছে এটাও এস্রায়েলকে জানানো হয়েছে! এতো নিখুঁত এটাক - একমাত্র অভ্যন্তরীণ গাদ্দারির বদৌলতেই সম্ভব। খুব শীঘ্রই ইরানও ধ্বংস হবে। 🙂

#ইরান

জীবন কতটা অনিশ্চিত ভেবে দেখুন 🙂💔
12/06/2025

জীবন কতটা অনিশ্চিত ভেবে দেখুন 🙂💔

একটু আলোর অপেক্ষায় 😊
11/06/2025

একটু আলোর অপেক্ষায় 😊

08/06/2025

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় কামব্যাক হচ্ছে,মন খারাপের পর নিজেকে নিজে আবার খুশি করা!! 😊

Address

Mirsarai
Chittagong

Telephone

+8801614810736

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruque's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share