Rubel Chowdury

Rubel Chowdury Every family has a late joke / joke! That man goes to eat at the end of it all, wakes up at the end

আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন—১. ঈমান (বিশ্বাস);২. তাওয়াক্কুল (খোদা নির্ভরতা);৩. ইস্...
26/10/2025

আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন—

১. ঈমান (বিশ্বাস);
২. তাওয়াক্কুল (খোদা নির্ভরতা);
৩. ইস্তিলাবিল কাবা-ইর (পাপ থেকে বেঁচে থাকা);
৪. ইস্তিলাবিল ফাওয়া-ইদ (ভালো কাজের দিকে ধাবিত হওয়া);
৫. ক্ষমাশীলতা;
৬. আল্লাহ তা'আলার ডাকে সাড়া দেওয়া;
৭. সালাত কায়েম করা;
৮. পরামর্শের ভিত্তিতে কার্য সম্পাদন;
৯. আল্লাহ প্রদত্ত রিযিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয়;
১০. সীমালংঘনকারীদের মোকাবেলা করা;
১১. সীমালঙ্ঘনকারীদের মোকাবেলায় নিজেরা সীমালঙ্ঘন না করা।

চাকসু নির্বাচন-২০২৫ কেন্দ্রীয় সংসদে ভিপি জিএস সহ ২৬ পদের ২৪ টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়।ভিপি পদে ৬ ট...
17/10/2025

চাকসু নির্বাচন-২০২৫ কেন্দ্রীয় সংসদে ভিপি জিএস সহ ২৬ পদের ২৪ টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়।
ভিপি পদে ৬ টি হলের ফলাফল শেষে
শিবির: ৩০১৯ ছাত্রদল: ১৬১০

04/10/2025

ও আল্লাহ

🌅 দিনের শুরু হোক সঠিক সময়ে  সকালে দেরি করে ওঠা মানে শুধু সময় নষ্ট নয়—এটি আপনার মন, শরীর ও জীবনযাত্রার ওপর ফেলতে পারে নেত...
20/09/2025

🌅 দিনের শুরু হোক সঠিক সময়ে
সকালে দেরি করে ওঠা মানে শুধু সময় নষ্ট নয়—এটি আপনার মন, শরীর ও জীবনযাত্রার ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব।
🛌 কমে যেতে পারে মনোযোগ
💪 দুর্বল হতে পারে শরীর
⏳ হারিয়ে যেতে পারে দিনের সেরা সময়

আজ থেকেই বদলে ফেলুন অভ্যাস, আর দিনটাকে করুন আরও উজ্জ্বল ✨

#সকালেরশুরু #সুস্থজীবন #টাইমম্যানেজমেন্ট #হেলথটিপস

01/09/2025

আল্লাহর কাছে সর্বত্র এটাই আমার চাওয়া।

17/08/2025

মুজিবপ্রেমিকেরা এই ইতিহাসগুলো জানেনা দেখেই অন্ধভাবে মুজিবপূজা করে।

15/08/2025

“কোন মুসলমান যখন তার কোন রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায়, তখন সে যেন জান্নাতের ফল আহরনে ব্যস্ত থাকে,
যতক্ষণ না সে ফিরে আসে।”
-সহীহ মুসলিম

13/08/2025

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।🫢🫢

08/08/2025

১৯৭৪ সালের জুন মাসে শতাধিক ব্যক্তির বিশাল এক বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। শেখ মুজিব তাকে স্বাগত জানিয়েছিলেন এবং আলিঙ্গন করেছিলেন।🎗

সংবর্ধনার অংশ হিসেবে, বিমানবন্দরে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা ভুট্টোকে গার্ড অফ অনার প্রদান করেন। স্বাধীন বাংলাদেশে সেটিই ছিল পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর।🫠

ইয়াহিয়া খানের উত্তরসূরী এই ভুট্টো চিহ্নিত গনহত্যাকারী ছিল। এছাড়াও এই পাকিস্তানী শাসকগোষ্ঠী এবং তাদের সেনাবাহিনীর অপকর্মের দায়ভার এখন বাংলাদেশের ইসলামপন্থীদের ওপর চাপিয়ে দিয়ে অপরাজনীতি করতে চায় আওয়ামী শাহবাগীরা।👌

Address

Khulna

Telephone

+8801611883814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Chowdury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Chowdury:

Share