26/10/2025
আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন—
১. ঈমান (বিশ্বাস);
২. তাওয়াক্কুল (খোদা নির্ভরতা);
৩. ইস্তিলাবিল কাবা-ইর (পাপ থেকে বেঁচে থাকা);
৪. ইস্তিলাবিল ফাওয়া-ইদ (ভালো কাজের দিকে ধাবিত হওয়া);
৫. ক্ষমাশীলতা;
৬. আল্লাহ তা'আলার ডাকে সাড়া দেওয়া;
৭. সালাত কায়েম করা;
৮. পরামর্শের ভিত্তিতে কার্য সম্পাদন;
৯. আল্লাহ প্রদত্ত রিযিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয়;
১০. সীমালংঘনকারীদের মোকাবেলা করা;
১১. সীমালঙ্ঘনকারীদের মোকাবেলায় নিজেরা সীমালঙ্ঘন না করা।