20/10/2025
চট্টগ্রাম হালিশহরের ঘটনা!!
১৯ অক্টোবর মাকসুদ শামীম জয় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার হালিশহরের বাসা থেকে একটি ফোন পেয়ে দুপুর ১২টায় বের হয়। যাওয়ার সময় তার মাকে জানিয়েছিল- চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। দুপুর ৩টার দিকে তার পরিবার খবর পায় ছেলের র"গ কেটে কেউ আউটার রিং রোডে ফেলে রেখেছে। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জয় মা বাবার তিন সন্তানের মধ্যে সবার বড় সন্তান ছিলো। তাকে হারিয়ে পাগলপ্রায় জয়ের বাবা মা।
নিরাপত্তাজনিত এসব খু/নের শেষ কোথায় আসলে? পুলিশ হেড কোয়ার্টারস এর তথ্যমতে দেশে প্রতিদিন ১১টি খু*/ন হয়। আমাদের নিরাপত্তা কে দেবে, জানতে চাই!