Chittagong Walks - চট্টগ্রামকে জানুন

Chittagong Walks - চট্টগ্রামকে জানুন হৃদয়ে চট্টগ্রাম ❤️

প্রয়োজনে: [email protected] This Channel is about to explore history and beautiful places around.

Basically we love to make videos on different topics such as History, Life Style, Tourist Places, Things that are amazing Etc. Hope that You Love to enjoy those videos and already a subscriber of our channel "CHITTAGONG WALKS". Our Youtube Channel : shorturl.at/koGI1

30/09/2025

চট্টগ্রাম শহরে রাতের বেলায় চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন সবাই। শহরের বিভিন্ন জায়গায় অনেকেই চু/রি, ছিন/তাইয়ের শিকার হচ্ছেন।

রাতের চট্টগ্রাম শহর ❤️
27/09/2025

রাতের চট্টগ্রাম শহর ❤️

চট্টগ্রামে সিএনজিওয়ালার অবিশ্বাস্য সততার পরিচয়!চট্টগ্রামের টিপু নামের এক ব্যবসায়ী ভাই ভুল করে সিএনজি'তে ব্যাগের ভিতর ১২ ...
26/09/2025

চট্টগ্রামে সিএনজিওয়ালার অবিশ্বাস্য সততার পরিচয়!

চট্টগ্রামের টিপু নামের এক ব্যবসায়ী ভাই ভুল করে সিএনজি'তে ব্যাগের ভিতর ১২ লক্ষ টাকা ফেলে চলে যান। পরে সিএনজি ড্রাইভার নিজের সিএনজিতে এতো টাকাভর্তি ব্যাগ দেখে হতবাক হয়ে ব্যবসায়ীকে নামিয়ে দেয়া স্থানে বারবার খুঁজতে যান। টাকার মালিককে খুঁজতে থাকেন নিজ উদ্যোগে। এদিকে ব্যবসায়ী থানায় অভিযোগ দেন, পরে পুলিশের সহায়তায় টাকার মালিককে পেয়ে কেঁদে ফেলেন সিএনজি ড্রাইভার, ফেরত দেন টিপু ভাইয়ের টাকা।
সত্যিই, এমন সময়ে সৎ মানুষের এমন উদাহরণ বিরল বলা যায়। পৃথিবীতে এখানো ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা এতো সুন্দর! ❤️🌸

বহদ্দারহাট ফ্লাইওভারের অবস্থা। কিছু বলার আছে? 🙄ছবি: Showkat Hossen Jony
26/09/2025

বহদ্দারহাট ফ্লাইওভারের অবস্থা। কিছু বলার আছে? 🙄

ছবি: Showkat Hossen Jony

চট্টগ্রামের বাবর আলীর নতুন অর্জন!! ❤️অতিরিক্ত অক্সিজেন সহায়তা ছাড়াই প্রথম বাংলাদেশি হিসেবে আটহাজারি শিখর স্পর্শ করেছে Ba...
26/09/2025

চট্টগ্রামের বাবর আলীর নতুন অর্জন!! ❤️

অতিরিক্ত অক্সিজেন সহায়তা ছাড়াই প্রথম বাংলাদেশি হিসেবে আটহাজারি শিখর স্পর্শ করেছে Babar Ali!

বেসক্যাম্প সূত্র অনুসারে আজ ভোর ০৪:৪৫ এ (বাংলাদেশ সময়) ২৬,৭৮১ ফুট উচ্চতার পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত মানাসলুতে এই কীর্তি গড়েছে বাবর। এরই সাথে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে সূচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। শিখরে বাবরের সাথে ছিল ওর দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
এটি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এর পর বাবরের চতুর্থ আটহাজারি শৃঙ্গ সামিট, যা বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আটহাজারি শিখর সামিটের দৃষ্টান্ত। উল্লেখ্য যে, এম.এ.মুহিত ভাই ৩টি আটহাজারি শিখরে চারবার সামিট করেছেন।
এবার নিরাপদে নেমে আসার পালা। পর্বতে নেমে আসা সর্বদাই ঝুঁকিপূর্ণ। আর যেহেতু বাবর অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে না, এটা আরও অধিক ঝুঁকির। আর ওরে নেমে এলেই পূর্ণতা পাবে 𝐌𝐚𝐧𝐚𝐬𝐥𝐮 𝐀𝐬𝐜𝐞𝐧𝐭 : 𝐕𝐞𝐫𝐭𝐢𝐜𝐚𝐥 𝐃𝐮𝐨 অভিযান। তাই চলতে থাকুক প্রার্থনা।
আরোও একটি আটহাজারি শিখরে লাল-সবুজ উড়িয়ে আমাদের গর্বিত করায় বাবর আলীকে অভিবাদন!

লেখা: Vertical Dreamers

এটা শুধুমাত্র চট্টগ্রামের আগ্রাবাদের চিত্র না। পুরো বাংলাদেশেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে ভি'ক্ষা-ব্...
23/09/2025

এটা শুধুমাত্র চট্টগ্রামের আগ্রাবাদের চিত্র না। পুরো বাংলাদেশেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে ভি'ক্ষা-ব্যবসা করানো হয়। অথচ এই বয়সে এদের নিরাপদে মৌলিক চাহিদা নিয়ে বিদ্যালয়ে থাকার কথা। বিভিন্ন সংস্থাও এসব নিয়ে কাজ করেন অবিরত। তাও এই ভি'ক্ষা-ব্যবসার সিন্ডিকেটদের থামানোর যেন কেউ নেই।

ছবি: Mohammad RBL

চট্টগ্রামের চকবাজার বালি আর্কেডের আর্টস অব পিয়া’কে দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে অর্ধলক্ষ টাকা ...
23/09/2025

চট্টগ্রামের চকবাজার বালি আর্কেডের আর্টস অব পিয়া’কে দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

জানা যায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি অভিযোগ ছিলো, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য না দেওয়ার। এমনকি তিনি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি আসে ভোক্তা অধিদপ্তর।

পাকিস্তানি লন কাপড় বলে বিক্রি করা কাপড় যে পাকিস্তানের সেটার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।

অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

22/09/2025

চট্টগ্রামের ডাবলমুরিং থেকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পালিয়ে গেলো আসামি।
সূত্র: কালের কণ্ঠ

চট্টগ্রামের লোহাগাড়ার ঘটনা। গিয়েছিলো এসির কম্প্রেসার চু'রি করতে, কপালে জুটলো মৃ'ত্যু। 🥲 বি'দ্যুৎ'স্পৃ'ষ্ট হয়ে প্রাণ যায় ...
21/09/2025

চট্টগ্রামের লোহাগাড়ার ঘটনা। গিয়েছিলো এসির কম্প্রেসার চু'রি করতে, কপালে জুটলো মৃ'ত্যু। 🥲 বি'দ্যুৎ'স্পৃ'ষ্ট হয়ে প্রাণ যায় যুবকের।

চট্টগ্রামের কর্ণফূলীর শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী চট্টগ্রামের স...
21/09/2025

চট্টগ্রামের কর্ণফূলীর শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দু'দ'ক। বিদেশে সম্পদ অর্জন ও অর্থ আত্ম'সাতে'র অনুসন্ধানে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।

19/09/2025

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রশির ফাঁ’দ পেতে বাইকারদের টার্গেট করছে ডাকাতরা, সর্বস্ব লু’ট করছে। গতকাল ১ জন মা’রা গেছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ছয় লাখ পরীক্ষার খাতা এবং চার লাখ অতিরিক্ত খাতা বা লুজশিট উধাও হয়ে গেছে। গত এক সপ্তাহ...
18/09/2025

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ছয় লাখ পরীক্ষার খাতা এবং চার লাখ অতিরিক্ত খাতা বা লুজশিট উধাও হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে ঘটনাটি ধরা পড়লেও গোঁজামিল দিয়ে সংকট সমাধানের চেষ্টা চলছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বোর্ডে।

এরপর থেকে সামনে এসেছে একের পর এক ফল জালিয়াতির ঘটনা। খাতা লুট আর ফল জালিয়াতি একই চক্রের কাজ বলে দাবি সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, শিক্ষা বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার এবং বাইরের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বোর্ডকেন্দ্রিক নানা দুর্নীতিতে লিপ্ত। আগে এই চক্রটি নিয়ন্ত্রণ করতেন পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। জুলাই বিপ্লবের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন এলেও নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন অপরিবর্তিত। ফলে চক্রটি এখনো সক্রিয়।

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বোর্ডের গুদামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষায়িত খাতা থাকার কথা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ১৮৯টি। কিন্তু গণনার পর ১০ লাখ ৪৭ হাজার খাতা পাওয়া গেছে। অর্থাৎ, উধাও হয়ে গেছে প্রায় ছয় লাখ খাতা। একইসঙ্গে ১২ লাখ ৪৮ হাজার ৭৯০টি অতিরিক্ত খাতা বা লুজশিটের স্থলে সাড়ে আট লাখ খাতা পাওয়া গেছে। এক্ষেত্রেও প্রায় চার লাখ লুজশিট গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়া খাতার কারণে ঝুঁকিতে পড়েছে পুরো শিক্ষা বোর্ড। আগামী যে কোনো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এসব খাতা অপব্যবহার হওয়ার ঝুঁকি তৈরি হয়।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Walks - চট্টগ্রামকে জানুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chittagong Walks - চট্টগ্রামকে জানুন:

Share