05/09/2025
📢📢বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত '২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্সে " নিউ লাইফ কমিউনিটি প্যারামেডিক রাজশাহীতে ভর্তি চলছে"
🟩২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর'২০২৫
👉 #ভর্তির যোগ্যতা :
এসএসসি পাশ (যে কোন সাল, যে কোন বিভাগ), বয়স অনূর্ধ্ব ৪০।
👉 #কোর্স সম্পূর্নকারীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কতৃক সনদ ও পেশাগত নিবন্ধন প্রদান করা হয় ।
👉 #কমিউনিটি প্যারামেডিক কোর্সের উদ্দেশ্য :
১। স্থানীয় পর্যায়ে গভর্নমেন্ট রেজিস্টার্ড কমিউনিটি প্যারামেডিক কর্মী গড়ে তোলা।
২। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কমিউনিটি প্যারামেডিকদের জন্য নির্ধারিত (৬৬টি) ঔষধ তালিকার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরিচর্যা ও নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিত করা।
৩। গর্ভবতী মায়েদের পুষ্টি সম্পর্কে পরামর্শ প্রদান, পরিচ্ছন্নতা ও শিশুর যত্ন এবং পরিবার পরিকল্পনা প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা।
৪। নিরাপদ মাতৃত্ব তথা নরমাল ডেলিভারিতে সহায়তা করা।
৫। তৃণমূলে Mal Practice এর হার কমিয়ে আনতে সহায়তা করা।
৬। তৃণমূলে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সাধারণ রোগের চিকিৎসা এবং রোগীর অবস্থা পর্যবেক্ষনের পর তাদের সঠিক সময়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ প্রদান করবে।
৭। তৃণমূল থেকে কমিউনিটি প্যারামেডিকের মাধ্যমে রেফারেল সিস্টেম চালু করা।
৮। সরকারি ও বেসরকারি পর্যায়ে কমিউনিটি প্যারামেডিক চাহিদা প্রদান করা।
৯। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
১০। নিজ উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তৈরী করে, নিজ নিজ কমিউনিটিতে প্রাথমিক চিকিৎসা ও সেবা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হয়ে গড়ে তোলা।
👉 কমিউনিটি প্যারামেডিক কোর্স মডিউলে শিক্ষনীয় পাঠ :
১। মৌলিক বিষয় সমুহ: এনাটমি ও ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, বায়োকেমিস্ট্রি।
২। আচরণ পরিবর্তনে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি
৩। পরিবার পরিকল্পনা ও জেন্ডার বিষয়ক শিক্ষা
৪। ক্লিনিক ব্যবস্থাপনা এবং দক্ষতা অর্জন ও চেকলিস্ট
৫। নিরাপদ মাতৃত্ব ও মিডওয়াইফারি
৬। প্রজনন স্বাস্থ্য
৭। সংক্রামক ও নব-আভির্ভুত রোগ সমূহ এবং অসংক্রামক রোগসমূহ
৮। সীমিত নিরাময়মূলক সেবা
৯। শিশু স্বাস্থ্য
১০। স্বাস্থ্য খাতে উদ্যোক্তা সৃষ্টি
১১। ইংরেজি
👉 #কর্মসংস্থান :
কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারীদের সরকারি ও বেসরকারি পর্যায়ে চাকুরির সুযোগ রয়েছে। কোর্স সম্পূর্ণকারীরা নিজ উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তৈরী করে নিজ নিজ কমিউনিটিতে রেজিষ্টার্ড গভর্নমেন্ট কমিউনিটি প্যারামেডিক হিসাবে প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে উদ্দ্যোক্তা ও স্বাবলম্বী হয়ে উঠার সুযোগ রয়েছে। সরকারী চাকুরীর জন্য বসে না থেকে নিজ উদ্দ্যোগে কিছু করার চেষ্টা করে। এছাড়াও বেসরকারি পর্যায়ে এনজিও যেমন, (Swiss Contact) এর আস্থা প্রকল্প, সূর্যের হাসি, আরবান প্রজেক্টসহ ইত্যাদি) প্রজেক্টের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগড়ায় সেবা দেওয়ার লক্ষে কমিউনিটি প্যারামেডিক পদে চাকুরীর সুযোগ রয়েছে।
ভর্তি ও ভর্তির তথ্যের জন্য যোগাযোগ:
Call 01519909090, 01519000014, 01876101444