
07/10/2024
শুধুই কি আমার অপরাধ, প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষগুলি সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে, এত কিছুর পরেও আমি পরিবারের কাছে এসে কথা বলছি কেন জানেন কারণ সবকিছুর পরেও ওরা আমার জন্মদাতা পিতা/মাতা, একই বাবা মায়ের সন্তান, বাবা মা ভাই বোন ওরাই আমার প্রথম ভালবাসা, ওরা আমায় হাসিয়েছে, জীবনে মনে রাখার মত কিছু মুহূর্ত দিয়েছে জেল খাটিয়েছে, অসম্মানিত করেছে এবং কাঁদিয়েছে কিন্তু পরিবারের কাছে এই ভালবাসা মূল্যহীন ওরা সবাই সবার মত ভালো আছে, সুন্দর মত সংসার নিয়ে সুখেই আছ সুখে থাক ভালো থাক এতে আমার কোন আপত্তি নেই, কিন্তু ওদের কোন কিছুতেই আমি আর নেই এটা আমি মেনে নিতে পারছি না, যেন পরিবারের সামনে একজন অপরিচিত মানুষ আমি, আমি ২০০২ সাল থেকে কর্মজীবন শুরু, এত অল্প বয়স থেকে সবার জন্য এত কিছু করার পরেও সব মিথ্যা আমি কারো জন্যই কিছুই করি নাই, যদি করে থাকি বিনিময়ে আমি কি অনৈতিক কোন কিছু আবদার করেছি