Champa's Marketing Agency

Champa's Marketing Agency Digital marketing guideline Hi there. I am Champa Sen. I am studied at Bachelors of Business Administration department of Management.

And i am a Digital Marketing Specialist.

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
09/08/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

09/08/2025

GPT-5 এর সব গোপন শক্তি এক পোস্টে… 😎

আপনি যদি এখনও GPT-5 কে শুধু “পোস্ট লেখার টুল” ভাবেন, তাহলে লাখ টাকার মেশিন দিয়ে ৫০০ টাকার কাজ করাচ্ছেন।
GPT-5 শুধু টেক্সট বানায় না—এটা আপনার জন্য পুরো এক্সিকিউশন সিস্টেম তৈরি করে দিতে পারে।

চলুন দেখে নেই, GPT-5 দিয়ে আসলে কী কী সম্ভব—

1️⃣ Advanced Reasoning & Planning

নতুন কোনো বিজনেস আইডিয়া আছে? ধরুন, ইকো-ফ্রেন্ডলি প্যাকেজিং লঞ্চ করতে চান।
GPT-5 আপনার জন্য তৈরি করবে—

১২ মাসের মার্কেট এন্ট্রি প্ল্যান

কম্পিটিটর পজিশনিং ম্যাপ

টায়ার্ড প্রাইসিং স্ট্র্যাটেজি

এশিয়ার সেরা ম্যানুফ্যাকচারারদের লিস্ট

2️⃣ Larger Context Window

১০০+ পৃষ্ঠার লিগ্যাল, রিসার্চ বা কর্পোরেট রিপোর্ট? GPT-5 একসাথে পড়ে—

অসঙ্গত ক্লজ খুঁজে বের করে

আগের ড্রাফটের সাথে পার্থক্য দেখায়

ক্লায়েন্ট-ফ্রেন্ডলি সারসংক্ষেপ বানায়

3️⃣ More Human-like Communication

সেনসিটিভ টপিক যেমন মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন—GPT-5 লিখবে এমনভাবে, যাতে—

আসল আবেগ বজায় থাকে

হোপ আর ভলনারেবিলিটির ব্যালান্স হয়

পড়লে মনে হবে একজন মানুষ লিখেছে

4️⃣ Multi-Modal Intelligence

আপনার হাতে আঁকা নোট, স্কেচ বা ডায়াগ্রাম? GPT-5 তা—

ডিজিটালাইজ করে

সঠিক লেবেল যোগ করে

অ্যাক্টিভিটি সাজেস্ট করে

কুইজ তৈরি করে দেয়

5️⃣ Stronger Domain Expertise

মেডিক্যাল ডেটা, ফাইন্যান্স অ্যানালাইসিস বা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন—GPT-5 দিতে পারে—

রিসার্চ-গ্রেড এনালাইসিস

আউটলায়ার শনাক্তকরণ

প্রফেশনাল রিপোর্ট

6️⃣ Improved Reliability & Safety

সেফটি-সেন্সিটিভ কাজ, যেমন শিশুদের STEM প্রজেক্ট—GPT-5—

আনসেফ আইডিয়া বাদ দেয়

প্র্যাকটিক্যাল সলিউশন দেয়

সেফটি গাইডলাইন যোগ করে

💡 মূল কথা: GPT-5 কে শুধু “পোস্ট লেখার” টুল ভাবা বন্ধ করুন।
এটাকে আপনার কো-স্ট্র্যাটেজিস্ট বানান, আপনার প্ল্যান, এক্সিকিউশন আর গ্রোথের সাথী বানান 👍

https://www.facebook.com/share/p/1FCsrWPsW9/
28/05/2025

https://www.facebook.com/share/p/1FCsrWPsW9/

জেনে নিন! আধুনিক AI ও টেক টুলসের এক অসাধারণ সংগ্রহ
(শিক্ষা, কাজ, ডিজাইন, ভিডিও, অডিও, কনটেন্ট — সব কিছু একসাথে)



১-১০: শিক্ষা ও গণিত সহায়ক টুলস

1. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দেয় 📚🤖

2. Gemini (gemini.google.com) – প্রশ্ন তৈরি করে ও আইডিয়া সাজায় ✍️💡

3. School.ai / schoolai.com – Math solve bar সমাধানের জন্য ➕➖

4. Claude.ai – স্মার্ট এআই লেখক ও সহকারী 🤓📝

5. Typing.com / Typingtest.com / Typingtestbangla.com – টাইপিং স্পিড দেখুন ⌨️⏱️

6. Deepseek / Photomath apps – গণিত সমস্যা সমাধানে জাদুর মতো কাজ করে 🔍📱

7. Gamma app – প্রফেশনাল PowerPoint presentation তৈরি করে 📊🎨

8. Screen Stream – মোবাইলকে ল্যাপটপে কানেক্ট করার জন্য 📱💻

9. Geogebra.ai – স্থানাংক ও জ্যামিতি সমস্যার সমাধান ⚙️📐

10. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলুন এক ক্লিকে 🖼️❌

---

১১-২০: ওয়েবসাইট, মিউজিক ও ছবি সংক্রান্ত টুলস
11. Mathway.com – ত্রিকোণমিতি সমস্যার সমাধান 📏🧮
12. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি 🌐⚡
13. SlidesAI – লেখাকে স্লাইড প্রেজেন্টেশনে রূপ দেয় 📝➡️📽️
14. Lightshot – ল্যাপটপে সহজে স্ক্রিনশট নিতে 🖥️📸
15. Tome – স্টোরি বেইজড প্রেজেন্টেশন তৈরি 📚🎞️
16. Notion AI – নোট, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সহায়তা 🧠📒
17. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ সরায় 🔇📞
18. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে 🧹🖼️
19. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী 🤖❤️
20. Soundraw – অরিজিনাল মিউজিক তৈরি করে 🎶✨

---

২১-৩০: ভয়েস, ভিডিও ও গল্প তৈরির টুলস
21. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক 🎧📻
22. Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্ট 🎤🔊
23. Lumen5 – ব্লগ থেকে ভিডিও তৈরি 🎥✍️
24. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে ✂️🗣️
25. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন 🎞️🤯
26. AutoDraw – হাতের আঁকাকে নিখুঁত ডিজাইন করে ✏️🎨
27. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন 🗣️🔬
28. Heygen – ফেস ও ভয়েস দিয়ে স্পোকেন ভিডিও 🎤👩‍💼
29. Writesonic – কনটেন্ট ও কপি রাইটিং ✍️📢
30. Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে 🎧📜

---

৩১-৪০: ভিডিও ডাব, গল্প, কপি ও অনুবাদ
31. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে 🌍🎙️
32. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প তৈরি 📖🧙‍♂️
33. TTSMaker – লেখা থেকে স্পিচ তৈরি 🗒️🗣️
34. Magic Eraser – ছবি থেকে অবজেক্ট সরায় ✨📷
35. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করে 🛠️🖌️
36. Midjourney – টেক্সট থেকে ইমেজ তৈরি 🎨🤖
37. TinyWow – পিডিএফ, ভিডিও, ডকুমেন্ট টুলস 📄🔧
38. ChatPDF – PDF পড়ে সারাংশ দেয় 📚🧾
39. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ রাইটিং 📈✍️
40. INK – SEO, রাইটিং ও মার্কেটিং এক প্ল্যাটফর্মে 💻📢

---

৪১-৫০: অনুবাদ, আর্ট, নাম ও ফর্ম প্রসেসিং
41. DeepL – প্রফেশনাল ট্রান্সলেশন 🈳🔤
42. OpenArt – AI আর্ট ও ইমেজ ডিজাইন 🖼️🎨
43. NameSnack – বিজনেস নাম সাজেস্ট করে 💼🧠
44. Tidio – ওয়েবসাইটের জন্য চ্যাটবট 🤖💬
45. FormX.ai – স্ক্যান ডেটা এক্সট্রাকশন 📑🧾
46. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার 🎙️🎧
47. Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখে 📝🌐
48. Hugging Face – NLP ও AI মডেল হোস্টিং 🤖🧪
49. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ডিজাইন 🖌️💡
50. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন 🖍️🧩

---

৫১-৬০: ডিজাইন, প্যারাফ্রেজ, গ্রামার ও ভিডিও এডিটিং
51. Canva AI – ডিজাইন ও কনটেন্ট সাজাতে সহায়ক 🎨📊
52. Quillbot – লেখাকে প্যারাফ্রেজ করে ✍️🔁
53. Pictory – লেখা থেকে ভিডিও বানায় 🎬📝
54. Copy.ai – মার্কেটিং ও ব্লগ লেখে 🛍️📢
55. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখে 📬📝
56. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায় 🧍‍♂️🎥
57. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে 🏷️🎨
58. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে দেয় ✒️✅
59. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে 🧠🖼️
60. Runway ML – ভিডিও এডিটিং ও ভিজ্যুয়াল এফেক্ট 🎞️💥

---

এই অসাধারণ AI ও টুলগুলো ব্যবহার করে আপনি—
✅ কাজের গতি বাড়াতে পারবেন
✅ সময় ও খরচ বাঁচাতে পারবেন
✅ স্মার্ট ও প্রফেশনালভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন

তোমার পছন্দের টুল কোনটি? অথবা কোন কাজে সাহায্য দরকার? আমাকে জানাও!

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি।

28/05/2025
16/11/2023

© Nshamim Vai..🔥

যারা প্রফেশনাল ব্লগিং করছেন, আফিলিয়েট মার্কেটিং করছেন বা ভবিষ্যতে করবেন বলে মনস্থির করেছেন, এই লেখাটা টাইমলাইনে রেখে দেন!

ব্লগিং মানে শুধুমাত্র লিখে যাওয়া নয়, লেখনীর মাধ্যমে অন্যের চাহিদা পূরণ করা। আপনার লেখার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে ইউজাররা পড়ার সময় আগ্রহ না হারিয়ে ফেলে। এই বিষয়টিকেই আপনার অগ্রাধিকার দেওয়া উচিত। একটা ব্লগ লিখে সেটা পাবলিশ করে দিলেই কাজ শেষ হয়ে যায় না। ব্লগের কনটেন্টের দ্বারা পাঠকদের মোহিত করা এবং তাদের আপনার সাইটে এনগেজড করে রাখাই সবথেকে বড় চ্যালেন্জ।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সেরকম অসাধারণ কনটেন্ট লিখবেন কি করে, ঠিক কিভাবে ব্লগ পোস্ট সাজালে রিডাররা আকর্ষিত হবে, কিসের সাহায্যেই বা একটা বিশাল অংশের ইউজারদের কাছে আপনার ব্লগ তুলে ধরবেন?

ব্লগ কনটেন্টকে ইউনিক বানানো খুব একটা অসম্ভব কাজ নয়। ইন্টারনেটে এমন কিছু ফ্রী টুলস বা সফটওয়্যার আছে যেগুলি আপনার রাইটিং এর কাজকে করে তুলবে সহজ ও দ্রুততর। এই সমস্ত টুলসের ব্যাবহারের দ্বারা আপনার ওয়েবসাইট গ্রো করবে এবং মানিটাইজডও হবে খুব তাড়াতাড়ি। কি সেইসব টুলস?

এইসব নিয়েই আজকের টপ টেন। :)

👍 Canva

ব্লগিং এর ক্ষেত্রে লেখার সাথে সাথে ছবি বা ইমেজের ভূমিকাও অপরিসীম। তবে যা খুশি ইমেজ ব্যাবহার করলেই চলবে না। ছবিটিকে ভালোকরে অপটিমাইজড করে তবে সেটিকে ব্লগে পাবলিশ করতে হয়। এতে ইউজাররা আরও বেশী আপনাকে দক্ষ মনে করবে।

তবে আমরা ভাবনাই পড়ে যাই যে কিভাবে একটা প্রোফেশনাল লুকিং ইমেজ বানাবো। এর উত্তর খুবই সহজ- ক্যানভা। ক্য়ানভা হল একটা ফ্রী,ওয়েব বেসড টুল যার মাধ্যমে আপনি সহজেই ইমেজ তৈরী ও ডিজাইন করতে পারবেন এবং সেগুলি আপনার ব্লগের পোস্টে ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্যাবহারও করতে পারবেন।

আপনি একেবারে নতুন হলেও ক্যানভাতে ইমেজ বানাতে কোনো সমস্যা হবে না। এর স্টকে হাজার হাজার ফ্রী ইমেজ, আইকন, ফন্ট, শেপ আপনি পেয়ে যাবেন। এর ইউজার ইন্টারফেস খুবই সাধারণ তবে আকর্ষণীয়। ক্যানভার প্রিমিয়াম ভার্সনও আছে তবে আপনি যদি বিগিনার হন তাহলে এর ফ্রী ভার্সনই আপনার জন্য যথেষ্ট।

👍 Google KeyWord Planner

বাজারে অনেক কিওয়ার্ড জেনারেটর সফটওয়্যার আছে যেগুলি আপনি ইউজ করতে পারবেন আপনার পছন্দের কিওয়ার্ডটি নির্বাচন করতে। তবে সবথেকে পপুলার এক অসাধারণ কিওয়ার্ড টুল হল গুগল কিওয়ার্ড প্ল্য়ানার যা অন্যদিকে একেবারে ফ্রী।

এখানে আপনি আপনার কিওয়ার্ড ও তার রিলেটেড কিওয়ার্ডের মাসিক সার্চ ভল্যুম , কম্পিটিশন এবং গড় সি.পি.সি (COST PER CLICK)পেয়ে যাবেন। এর ফলে আপনার ব্লগ পোস্টের কিওয়ার্ড আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে সিলেক্ট করতে পারবেন।

👍 Pixabay

এমন কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে একেবারে ফ্রীতে ইমেজ ইউজ করার সুযোগ দেয়। তাদের মধ্যে থেকে সবথেকে সেরা যে ওয়েবসাইট তা হল পিক্সা বে। ইমেজের এত ভান্ডার আপনি আর কোথাও দেখতে পাবেন না। আপনি সব ধরণেরই ছবি এখান থেকে পেয়ে যাবেন। ছবিগুলি অনেক উন্নত মানের।

এখানকার ছবিগুলির কোনো প্রকারের কপিরাইট রেস্ট্রিকশন নেই। আপনি যেকোনো উদ্দেশ্যে ইমেজগুলি ব্যাবহার করতে পারেন। এখানে কোনো রেজিস্ট্রশন করারও দরকার নেই।

👍 Buzzsumo

আচ্ছা আপনি যে আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন বলে ঠিক করেছেন,তা আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে আপনার পোস্টটি ভাইরাল হবে বা পোস্টটি অনেকে পড়বে।

তবে কেউ যদি আগে থেকে এইরকম ইনফরমেশন দিয়ে দিত আমাদের তাহলে কতই না উপকার হতো। পুরোপুরি গ্যারান্টি না দিতে পারলেও আপনাকে অনেকটাই ভরসা জোগাবে বাজসুমো। আপনি যে কিওয়ার্ড নিয়ে পোস্ট লিখতে চলেছেন সেটি এখানে অ্যানালাইসিস করতে পারবেন।

আপনি দেখতে পারবেন সেই কিওয়ার্ড রিলেটেড কোন কোন আর্টিকেল সবথেকে বেশী কোথায় কোথায় শেয়ার হয়েছে। অর্থাৎ আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন যে কোন প্রকারের কিওয়ার্ড নিয়ে লিখলে বেশী পেজ ভিউ পাবার সম্ভাবনা আছে। আপনি এখানে অঞ্চল, ভাষা ও সময়ভিত্তিক কিওয়ার্ড বিশ্লেষণ করতে পারবেন।

👍 Quora

গোটা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রশ্নোত্তর অ্যাপ হল এই ক্যোরা।

এখানে অসংখ্য মানুষ হাজারো ধরণের কোশ্চেন করে থাকে। এবং যে কেউ সেই প্রশ্নের উত্তর দিতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আপনিও উত্তর করতে পারেন। তবে আপনি কেবলমাত্র সেইসমস্ত প্রশ্নেরই উত্তর দিবেন যার সম্পর্কে আপনার গভীর জ্ঞান রয়েছে। অর্থাৎ আপনি যে বিষয়ের উপর সাধারণত লিখে থাকেন বা ব্লগিং করে থাকেন শুধুমাত্র সেই বিষয়ের উপর আসা প্রশ্নগুলিরই উত্তর করার চেষ্টা করবেন।

এখন প্রশ্ন হল আপনি অন্য একটা প্ল্যাটফর্মে উত্তর করবেন তাতে আপনার ব্লগিং এর কি লাভ ? লাভ হল এই যে ক্যোরাতে উত্তর করার মাধ্যমে আপনি লিংক শেয়ার করে আপনার ব্লগে অনেক ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আপনার ব্লগকে পপুলার করতে পারবেন।

👍 RankMath/Yoast

একটা ব্লগ পোস্টের এস ই ও করা ভীষণ জরুরী। অন পেজ এস ই ও (ON PAGE SEO) যদি না করা হয় তাহলে সাইটকে সার্চ ইন্জিনে রেঙ্কে আনা খুব মুশকিল। ওয়েবসাইট ম্যানেজম্যান্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হল সার্চ ইন্জিন অপটিমাইজেশন।

এই বিষয়টিকে বাদ দিয়ে ব্লগিং করে গেলে আমাদের পরিশ্রম নিষ্ফলা হয়ে থেকে যাবে। তাই এই এস ই ও র জন্য একটা বেস্ট প্লাগিন হল ইয়োস্ট এস ই ও যা আপনার পেজ এবং পোস্টকে প্রোপারলি অপটিমাইজড করে এস ই ও ফ্রেন্ডলি করে তোলে।

ইয়োস্ট এস ই ও আপনার পোস্টের পাঠ্য অংশটি খুব ভালোকরে পড়ার উপযোগী করে তোলে, বাক্যের গঠন, ব্যাকরণগতভুল ধরিয়ে দেয়। এছাড়াও ইয়োস্ট বাড়তি কিওয়ার্ড,মেটা ডেসক্রিপশন(META DESCRIPTION) ও ইন্টারনাল লিংকিঙ্ক সাজেস্ট করে।

👍 Evernote

আপনি বিভিন্ন ধরণের ডেটা এখানে সেইভ করে রাখতে পারেন। কোনো ওয়েব পেজ বলুন বা ছবি ,কোনো টেক্সট বা ভয়েস নোট বিনা অসুবিধাতে আপনি স্টোর করতে পারবেন। এটার আরও একটা প্লাস পয়েন্ট হল যে প্রায় সব ধরণের ডিভাইসে অর্থাৎ উইন্ডোজ, ম্যাক , অ্যান্ড্রয়েড সবেতেই আপনি ইউজ করতে পারবেন।

যেকোনো জায়গা থেকে বা যেকোনো ডিভাইস থেকে আপনার ডেটা আপনি অ্যাকসেস করতে পারবেন। কোনোরকম বাধার সম্মুখীন আপনি হবেন না। আপনি এখানে সার্চ বারের মাধ্যমে আপনার টার্গেট ডেটা খুব দ্রুত হাতে পাবেন।

👍 Buffer/ContentStudio/Publer

শুধুমাত্র ওয়েবসাইটে ব্লগ পোস্টটি পাবলিশ করে দিলেই কাজ শেষ হয়ে যায় না। তাকেই বিভিন্ন পপুলার প্ল্যাটফর্মে শেয়ার করার ব্যাবস্থা করতে হয়।

তবে আমরা যদি এক এক জায়গায় এক এক সময় ধরে শেয়ার করতে চাই, সেটা অনেক সময়সাপেক্ষ যা অবশেষে সম্ভব হয় না। এই জায়গাতেই এই সফটওয়্যারের মাহাত্ম্য।

বাফার টুল ইউজ করার মাধ্যমে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করার শিডিউল আপনি ঠিক করতে পারবেন।একটাই পোস্ট ভিন্ন ভিন্ন ছবি ও হেডলাইনের সাথে আপনি আপনার নির্দিষ্ট সময়মতো শেয়ার করতে পারবেন। বাফার ইউজ করা খুবই সহজ তাই এটি এত জনপ্রিয়।

👍 Headline Analyzer

ইউজাররা ওয়েব লিংকে ক্লিক করে এনটার করবে কিনা তার অনেকখানি নির্ভর করে পোস্টের টাইটেল বা হেডলাইনের উপর। টাইটেল যদি ক্যাচি টাইপের না হয় তাহলে ভিজিটররা ক্লিক করতে আগ্রহী হবেন না। তারা আর দেখতে চাইবেন না পোস্টের কনটেন্টে কি আছে।

তাই কোনো পোস্টের টাইটেল বা হেডলাইন অবশ্যই আকর্ষণীয় হওয়া চাই। নতুবা আপনার পরিশ্রম সার্থক হবে না। কিন্তু আমরা কি করে বুঝবে যে কোন শব্দটা টাইটেলের জন্য পারফেক্ট হবে। এখানেই টাইটেল অ্যানালাইজার সফটওয়্যারের ভূমিকা।

👍 GA Google Analytics/Monster Insights

ওয়ার্ডপ্রেসের জন্য একটা বেস্ট অ্যানালিটিকস প্লাগিন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউজাররা কোন অঞ্চল থেকে আসছে ,তারা আপনার ব্লগে কি কি করছে বা কোন পোস্টটি তারা প্রেফার করছে ইত্যাদি ইত্যাদি।

লক্ষ লক্ষ ব্লগাররা ওয়েবসাইটের ট্রাফিক জানার জন্য়ে এই প্লাগিন ব্যাবহার করে থাকেন। এই প্লাগিন ইনস্টল করা খুবই সহজ। আপনার সাইটের সমস্ত ধরণের কার্যকলাপ অনুসরণ করতে এই প্লাগিনের বিকল্প নেই।

12/11/2023

৩টি কার্যকরি অনপেজ এসইও টিপস এবং ট্রিকস!
𝐊𝐞𝐲𝐰𝐨𝐫𝐝 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 & 𝐃𝐞𝐧𝐬𝐢𝐭𝐲
সহজ কথাই আপনার নির্দিষ্ট কিওয়ার্ডটি আপনি আপনার কন্টেন্ট এ কতবার ব্যবহার করলেন সেটিই Keyword Density।
টিপস: কনেন্ট যদি ১০০০ ওয়ার্ডের হয় তবে আপনি নির্দিষ্ট কিওয়ার্ডটি সর্বোচ্চ ১০ হতে ১৪ বার ব্যবহার করা। (১% হতে ২%)
একইভাবে আপনার নির্দিষ্ট কিওয়ার্ডটি আপনি আপনার কন্টেন্ট এর কোথায় কোথায় প্লেস করলেন এর নামই Keyword Placement।
টিপস: নির্দিষ্ট কিওয়ার্ডের ৭০% কন্টেন্টের উপরিভাগে প্লেস করা। (গুরত্বপূর্ণ): টার্গেটেড কিওয়ার্ডটি প্রথম কন্টেন্টের ১০০ ওয়ার্ড এর মধ্যে রাখা যদি সম্ভব হয় তবে প্রথম বাক্যতে রাখা।
𝐊𝐞𝐲𝐰𝐨𝐫𝐝 𝐒𝐭𝐞𝐦𝐦𝐢𝐧𝐠
Keyword Stemming এমন একটি প্রক্রিয়ার নাম যেটি ব্যবহার করে নির্দিষ্ট কিওয়ার্ডের পরিমান ঠিক রেখেও অধিক কিওয়ার্ড প্লেস করা যায়।
উদাহরন:
ধরেন আপনার কিওয়ার্ডটি “Garden” এবং এই কিওয়ার্ডটি আপনি কয়েকবার ব্যবহার করেছেন আপনার কন্টেন্টে, এখন এসইও টুল আপনাকে সতর্কবার্তা দিচ্ছে যে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। তবে আপনার মনে হচ্ছে আরও একটু অপটিমাইজ করা প্রয়োজন এবং আরো কয়েকবার কিওয়ার্ড প্লেস করা দরকার, ঠিক তখনই Keyword Stemming এর দ্বারা আপনি সহজেই আরো কিওয়ার্ড প্লেস এবং অটিমাইজ করতে সক্ষম হবেন।
ব্যবহারের প্রক্রিয়া:
Targeted KW: Garden
Keyword Stemming words: Gardens, Gardening, and more variations
𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐋𝐢𝐧𝐤𝐢𝐧𝐠
সহজ কথাই পাবলিশ করা ওয়েবপেজের মধ্যে একই সাইটের অন্যান্য পেজগুলোকে লিংক করাই ইন্টারনাল লিংকিং।
টিপস: ইন্টারনাল লিংকগুলো এমন ওয়ার্ডে করা যেই ওয়ার্ডগুলো ওই পেজের সাথে সম্পর্কিত। তবে যদি সম্ভব হয় এমন পেজের সাথে লিংক করা যে পেজটিতে প্রবেশ করলে ভিজিটর আরো একটি সমাধান পেতে পারে । সর্বশেষ নতুন ওয়েবপেজ গুলো বেশি বেশি ইন্টারনাল লিংক করা পুরাতন ওয়েবপেজগুলোতে যেটি ইনডেক্সিং ইস্যু সমাধান করতে সাহায্য করে।
C

04/10/2023

19/09/2023

11/09/2023

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Champa's Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Champa's Marketing Agency:

Share