Nishan

Nishan Stay Safe
Stay Happy

দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরুপি মুখোশ।– রেদোয়ান মাসুদ
12/07/2025

দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরুপি মুখোশ।

– রেদোয়ান মাসুদ

12/07/2025

সৎপথে উপার্জন আপনাকে যে সফলতা আর শান্তি দিবে,
তা এই পৃথিবীর কেউ দিতে পারবে না।

২ মাস ধরে হু'মকি দিয়েছে। এরপর মা'রতে মা'রতে উ'ল'ঙ্গ করেছে। মাথায় পাথর মে'রে খু'ন করেছে। বাট লা'শ লুকায়নি। বরং হাত পা ধরে...
11/07/2025

২ মাস ধরে হু'মকি দিয়েছে। এরপর মা'রতে মা'রতে উ'ল'ঙ্গ করেছে। মাথায় পাথর মে'রে খু'ন করেছে। বাট লা'শ লুকায়নি।

বরং হাত পা ধরে লা'শ বাজারের মাঝখানে এসে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উ'ল'ঙ্গ লা'শের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁ'দা না দেওয়ার পরিণাম কী হতে পারে। আর এখন? এখন এসে সেই খু'ন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না, দলটার নাম আওয়ামী লীগ না। দলটার নাম বিএনপি। যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী? চাঁ'দার টাকা রেডি করেন। নাহলে নিজের লা'শে'র উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রে'প করবে, মন চাইলে খু'ন করে সেই লা'শে'র উপর উইঠা নাচবে। তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ, আপনি মিডিয়া ট্রায়াল করছেন।
যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!

কখনও আঘাত করার ভয় আপনাকে খেলা থেকে বিরত রাখতে দেবেন না।- বেবে রুথ
11/07/2025

কখনও আঘাত করার ভয় আপনাকে খেলা থেকে বিরত রাখতে দেবেন না।

- বেবে রুথ

আপনার শরীরে থাকা লোহার পরিমাণ শুনে হয়তো আপনি বিস্মিত হবেন, কিন্তু বিজ্ঞান বলছে,একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ৩...
09/07/2025

আপনার শরীরে থাকা লোহার পরিমাণ শুনে হয়তো আপনি বিস্মিত হবেন, কিন্তু বিজ্ঞান বলছে,একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ৩ থেকে ৪ গ্রাম লোহা (Iron) থাকে। এই পরিমাণ লোহা দিয়ে একটি প্রায় ৩ ইঞ্চি (বা ৭.৫ সেন্টিমিটার) লম্বা পেরেক তৈরি করা সম্ভব। এটা শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য।

লোহা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। এটি মূলত রক্তে হিমোগ্লোবিন নামক প্রোটিনের অংশ হিসেবে কাজ করে, যার মাধ্যমে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পরিবাহিত হয়। এছাড়াও লোহা আমাদের মায়োগ্লোবিন, কিছু এনজাইম এবং কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই লোহা আমাদের শরীরে খুব সামান্য পরিমাণে থাকলেও এর গুরুত্ব অনেক। খাবারের মাধ্যমেই আমরা এই লোহা পাই-যেমন: লাল মাংস, ডিম, পালংশাক, ডাল, ও বাদামজাতীয় খাবার ইত্যাদি। শরীরে লোহা ঘাটতি হলে রক্তাল্পতা (অ্যানিমিয়া) দেখা দিতে পারে, যা দুর্বলতা ও অক্সিজেন পরিবহনে সমস্যা তৈরি করে।

07/07/2025
Emni
04/07/2025

Emni

04/07/2025

👉🕌যে ব্যক্তি জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়ে, তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। জুম্মা মোবারক! 🌙

আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাসের পাশের যাত্রী ছাউনির কর্নারে রিকশায় স্ট্রোক করে একজন রিকশাওলা মারা গেছেন।সবাই দেখে ভ...
01/07/2025

আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাসের পাশের যাত্রী ছাউনির কর্নারে রিকশায় স্ট্রোক করে একজন রিকশাওলা মারা গেছেন।

সবাই দেখে ভেবেছে তিনি ঘুমাচ্ছেন হয়তো। কিন্তু একটা কাপল বিকেলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। একটু আগে আবারো এইদিকে যাওয়ার সময় ঘুমন্তই দেখে। পজিশন দেখে সন্দেহ হওয়ায় তারা গায়ে হাত দিয়ে বুঝতে পারে তিনি মারা গেছেন।

বর্তমানে পুলিশ ও প্রক্টরিয়াল বডির দায়িত্বে আছে লাশ।এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।

মানুষের জীবন কি অদ্ভুত! ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে এসেছিলেন বোধহয়।শরীরটা রিকশায় ছেড়ে দেওয়ার সাথে সাথেই হয়তো স্ট্রোক হয়েছে।

আল্লাহ জান্নাতবাসী করুন তাকে।

Address

Chittagong

Telephone

+8801741221435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nishan:

Share