10/09/2025
অস্ট্রেলিয়ায় যখন প্রথম আসি, তখন বাস-ট্রেনে ঘুরে বেড়াতাম, শিফট শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতাম। তখন ব্র্যান্ড নিউ গাড়ি শুধু স্বপ্নই ছিল✨
আলহামদুলিল্লাহ, ৫ বছর পর আজ নিজের প্রথম নতুন গাড়ি কিনতে পেরেছি ❤️❤️
যারা এখনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মনে রেখো—তোমার প্রতিটা কষ্ট আর পরিশ্রম একদিন সার্থক হবে। শুধু বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও ✌️✌️
Trust the process!