
05/07/2025
৫ ই জুলাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুধুই বিজয়ের সুর 😍
অনূর্ধ্ব -১৮র ছেলেরা শ্রীলঙ্কা কে হকিতে ১৩-০ গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে।❤️ হকিতে আবার মেয়েরাও উজবেকিস্তানের সাথে ৩-০ গোলে জিতেছে।❤️ এদিকে মেয়েরা AFC ফুটবলে ৭-০ গোলে জিতেছে ❤️। আর সবশেষে ক্রিকেটে বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানে ম্যাচ জিতে ODIর্যাংকিং ১০ থেকে ৯ য়ে উঠে এসেছে। আজ রাতে যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তবে আজকের রাত আমার জন্য হবে সেরা এক রাত।।
❤️🇧🇩😍