14/09/2025
সংবাদ টি আমাদের জন্য অশনিসংকেত :-
😭ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন😭
#মাদ্রাসায় পড়ুয়া "নিজের সন্তানই শ্রদ্ধেয় বাবাকে"ছু'রি দিয়ে আ'ঘা'ত করে হ'ত্যা করেছে।
♦️এই সন্তানটি ছিল উনার প্রথম সন্তান তাই আল্লাহর দরবারে খুশি হয়ে ছেলেটি দুনিয়াতে আসার পরপরই মান্নত অনুযায়ী ১০০ রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছিলেন।
♦️ভোলা জেলার সেই আলোচিত খবর মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম "নোমানি" (রহ:) হ'ত্যা'র রহস্য প্রায় এক সপ্তাহ পরে উদ্ঘাটন হয়েছে।
♦️নিজের কলিজার টুকরো বড় ছেলে মোহাম্মদ রেদওয়ান আহমেদ তার বাবা তাকে মোবাইলে অতিরিক্ত আসক্ত হওয়ায় শাসন করতেন আর এটাই উনার জীবনে কাল হয়ে আসে,তাই দিনে দিনে তার সন্তান ক্রা'ই'ম মু'ভি দেখে হ'ত্যা'র কৌশল শিখতে থাকে।
♦️মানুষের শরীরে কোথায় আ'ঘা'ত করলে দ্রুত মৃ'ত্যু হয় তা নিয়ে রিচার্জও করে।
♦️পরে "দারাজ" থেকে ছু'রি অর্ডার করে আনে,বাজার থেকে কালো শার্ট আর ক্যাপ কিনে আনে,যেন র'ক্তে'র দাগ কেউ বুঝতে না পারে এবং ক্যাপ ব্যবহার করবে তাকে যেন কেউ চিনতে না পারে।
♦️ঘটনার দিন পরিকল্পনা অনুযায়ী বাবা পবিত্র এশার নামাজ পড়ে নিজের গৃহে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দরজায় কে যেন নক দেয়,বাবা বললেন কে? সন্তান বাহির থেকে বলল আমি তোমার সন্তান রেদওয়ান, বাবা দরজা খোলার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগেই বাবার পেটে ছু'রি ঢু'কি'য়ে দেয়।
♦️বাবা সন্তানের কাছে কান্না জড়িত মাফ চেয়ে বলল প্লিজ বাবা (সন্তান) তুই আমাকে ক্ষমা করে দে,আমাকে মা'রি'স না।
♦️এই ঘটনাটা গোটা মুসলিম উম্মার জন্য একটা কঠিন শিক্ষা,,,,,
যে,একজন শাইখুল হাদিস,মুহাদ্দিস,মসজিদের সম্মানিত খতিব,ইসলামী আলোচক বক্তা উনার ঘরেও এরকম সন্তান হতে পারে,এরকম নেক্কারজনক ঘটনা ঘটতে পারে?
♦️আর আমরা যারা নামাজ পড়িনা, আল্লাহর বিধান অনুযায়ী,প্রিয় নবী (সা:) এর সুন্নাত অনুযায়ী চলিনা,না জানি আমাদের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে?
♦️তাই সব সময় উচিৎ বেশি বেশি নেক আমল করে,সব ধরনের হারাম রাস্তা থেকে দূরে থেকে প্রতিটি মা-বাবার উচিত সন্তানের জন্য মহান আল্লাহ তায়া’লার নিকট বেশি বেশি নেক দুওয়া করা এবং সন্তান বাহিরে কোন কোন কাজে সময় ব্যয় করে তা মনিটরিং (তদরকি) করা।
♦️কারণ সন্তান বড় হয়ে গেলে তখন শাসন করলে বিপরীতে উল্টো হয়ে থাকে।
♦️আর এটা অবশ্যই বিশ্বাস রাখবেন,একমাত্র মা-বাবার নেক দোয়ার বরকতেই মহান আল্লাহ তায়া’লার রহমত নাযিল হয়ে থাকে।
🤲হে আল্লাহ আপনি প্রিয় ভাই মরহুম মুহাদ্দিস হজরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নোমানি (রহ:) কে পরিপূর্ণ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পাশাপাশি দুনিয়ার সকল সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে পরিপূর্ণ কবুল করুন আমিন ইয়া রব্বাল আলামিন।