কালীপুত্র ত্রিশূল

কালীপুত্র ত্রিশূল আমি বাংলাদেশের তিন কোটি সনাতনীর কষ্ট বুকে নিয়ে,চিৎকার করা এক আহত কুকুর। মন চাইলে ফলো করে সাথে থাকুন। জোর নাই 🙏

30/09/2025

ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো তরুণী (১৬) ধ/র্ষ*ণের শিকার : ধ/র্ষ*ক মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

28/09/2025

উচ্চগ্রামের মূর্তি ভাংচুর করার সময়,,জাহিদ আটক
বিস্তারিত কমেন্টে

😭র**ক্তা**ক্ত খাগড়াছড়ি 😭‼️পিতার কোলে মেয়ের  শরীর‼ ধর্ষ**নের বিচার চাওয়াটা অপরাধ নাকি⁉️
28/09/2025

😭র**ক্তা**ক্ত খাগড়াছড়ি 😭
‼️পিতার কোলে মেয়ের শরীর‼
ধর্ষ**নের বিচার চাওয়াটা অপরাধ নাকি⁉️

28/09/2025

খাগড়াছড়ি 🥹

26/09/2025

চট্টগ্রাম রাউজান নোয়াপাড়া বদুমুন্সিপাড়া এলাকায় প্রতিমা নেওয়ার সময় পাথর নিক্ষেপ।এই ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি

শোক সংবাদ‼️হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজীপুর গ্রামের প্রণয় দাসের স্ত্রী আঁখি চৌধুরী ও তার মেয়ে প্রথমা চৌধুরী সুনামগঞ...
26/09/2025

শোক সংবাদ‼️হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজীপুর গ্রামের প্রণয় দাসের স্ত্রী আঁখি চৌধুরী ও তার মেয়ে প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরে বসবাস করতেন। প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

আজ সকালে মা-মেয়ে সিএনজিতে নিয়ে হবিগঞ্জ জেলা থেকে আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সং'ঘ'র্ষ হয়। এতে সিএনজি চালক ও আঁখি চৌধুরী ঘটনাস্থলে মারা যান! মেয়ে প্রথমা চৌধুরী গুরুতর আসহত হলে তাকে শান্তিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে!

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

পিরোজপুর জেলার,জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে।গ...
25/09/2025

পিরোজপুর জেলার,জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে।গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হইছে।এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি

সুবর্ণখুলী ডারার পার অঞ্চলে আজ (২৫/৯/২৫) সন্ধ্যে ৭ টার দিকে এক দুর্বৃত্ত এসে সা/ম্প্রদায়িক উগ্রতা প্রদর্শন করে প্রতিমা ভ...
25/09/2025

সুবর্ণখুলী ডারার পার অঞ্চলে আজ (২৫/৯/২৫) সন্ধ্যে ৭ টার দিকে এক দুর্বৃত্ত এসে সা/ম্প্রদায়িক উগ্রতা প্রদর্শন করে প্রতিমা ভাঙচুর করে ৷ কালী, শিব ও শিবলিঙ্গসহ অনেক প্রতিমা ক্ষতিগ্রস্থ হয় ৷ পরে সনাতনীরা তাঁকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয় ৷

স্থান : সূবর্ণখুলী ডারার পার, সংগলশী নীলফামারী সদর।
゚ #ব্রেকিং_নিউজ

25/09/2025
অনুমান ভূল হয় না কখনো,,,,,বের হতে চলেছে সত্য
24/09/2025

অনুমান ভূল হয় না কখনো,,,,,বের হতে চলেছে সত্য

▪️চট্টগ্রামে আরেকটি উস্কানি দিয়ে ভাং*চুরের ব্যর্থ চেষ্টা‼️সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলানাথ ধাম সংক্রান্ত উস্কানিমূলক পোস্...
24/09/2025

▪️চট্টগ্রামে আরেকটি উস্কানি দিয়ে ভাং*চুরের ব্যর্থ চেষ্টা‼️

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলানাথ ধাম সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট ও বাস্তব পরিস্থিতি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 'Abul Kalam Azad voice' নামক একটি আইডি হতে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, বানীগ্রামস্থ ইসকন পরিচালিত 'ভোলানাথ ধাম মন্দির' সংক্রান্ত একটি বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রচার করা হয়।

উক্ত পোস্টে ভোলানাথ ধাম কর্তৃপক্ষ মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের জমি দখল করে অবকাঠামো নির্মাণ করেছে—এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়।

পরবর্তীতে ঐ পোস্টটি শেয়ার করে আরও কয়েকটি ফেসবুক আইডি হতে পাল্টা পোস্ট ও মন্তব্য করা হয়। এসব পোস্ট, পাল্টা পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ঘটনাটি জেলা পুলিশের নজরে আসার সাথে সাথেই পুলিশ সুপার এর নির্দেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘটনাস্থল ভোলানাথ ধাম মন্দির ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।

সরেজমিনে তদন্তে যা পাওয়া যায়:

১। ভোলানাথ ধাম মন্দিরটি বনবিভাগের জমিতে অবস্থিত এবং এর পাশে একটি মসজিদ বিদ্যমান।

২। উভয় ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন।

৩। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের সাথে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির কোনো মিল পাওয়া যায়নি।

৪। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জোর দিয়ে জানাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলানাথ ধাম সংক্রান্ত প্রচারিত উস্কানিমূলক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বিভ্রান্তিকর এ ধরনের পোস্ট থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পুলিশ সুপার চট্টগ্রাম জেলা জনাব মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন: “আমরা দৃঢ়ভাবে জানাতে চাই যে, ভোলানাথ ধাম ও এর সংলগ্ন এলাকায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো বিরোধ নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সকলকে আহ্বান জানাচ্ছে—

১। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করুন।
২। বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকুন।
৩। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখুন।
৪। এরপরেও যদি জমি নিয়ে কোন পক্ষের বক্তব্য থাকে আলোচনা করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা জনগণের পাশে আছে।

© চট্টগ্রাম জেলা পুলিশ

23/09/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালীপুত্র ত্রিশূল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share