Falaq's Tiny Nest

Falaq's Tiny Nest Assalamu alaikum
this is my page about my Daily life/cooking/homedecor��Hope you guyz enjoy �
(1)

03/08/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
প্রায় ৮ দিন পর আসলাম।
খোজ নেয়ার ও কেউ নাই😭😭

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর ...
24/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তাআলা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।
©

অবশেষে কেউ একজন তো বললো, আসলেই কোনো জবাবদিহিতা নাই, কোনো কৈফিয়ত নাই, কেনো? শুধু টাকা টাকা
22/07/2025

অবশেষে কেউ একজন তো বললো,
আসলেই কোনো জবাবদিহিতা নাই, কোনো কৈফিয়ত নাই, কেনো?
শুধু টাকা টাকা

ওরে জান বাচ্চা রা 😭 ঠিক কতটা কস্ট, কতটা ক্ষোভ নিয়ে চলে গেলি তোরা, চলে গিয়ে ভালো করেছো তোমরা, এদেশ এমনিতেও তোমাদের মতো ফু...
22/07/2025

ওরে জান বাচ্চা রা 😭 ঠিক কতটা কস্ট, কতটা ক্ষোভ নিয়ে চলে গেলি তোরা,
চলে গিয়ে ভালো করেছো তোমরা, এদেশ এমনিতেও তোমাদের মতো ফুলদের নিরাপত্তা দিতে পারেনা😭
ওপারে ফুল হয়ে খেলা করো সোনারা,
😭😭😭

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চা...
21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

বাংলাদেশে এইসব মনিটাইজেশন বন্ধ করে দিলে ভালো হইতো,মুরুক্ষের দল 😡পুড়ে যাওয়া এক শিক্ষার্থীর প্যান্ট এতটাই পুড়ে গেছে যে পশ্...
21/07/2025

বাংলাদেশে এইসব মনিটাইজেশন বন্ধ করে দিলে ভালো হইতো,মুরুক্ষের দল 😡
পুড়ে যাওয়া এক শিক্ষার্থীর প্যান্ট এতটাই পুড়ে গেছে যে পশ্চাৎদেশ দেখা যাচ্ছে। তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে এতগুলো মানুষ কেউ ছেলেটাকে ধরতে এগিয়ে আসছে না। ছেলেটা একাই দিক বিদিক হয়ে ইমারজেন্সির দিকে যাচ্ছে!

যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে তার খানিকটা সামনেই পুড়ে যাওয়া এক শিশু সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তার মুখ, মাথার চুল, চোখের পাঁপড়ি, কান পুড়ে বিকৃত হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো মানুষ কিন্তু কোথাও শিশুটির মা নেই। কোথাও বাবা নেই যে তাকে বুকের মধ্যে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিবে।

তোরা আল্লাহর ওয়াস্তে মোবাইলটা পকেটে রেখে বাচ্চাগুলারে ধর!

মনে রাখিস, এই বাচ্চাগুলো সামান্য উষ্ঠা খেয়ে পড়ে গেলে মায়েদের কলিজা ছিঁড়ে যেত।
এই বাচ্চাগুলো কোথাও একটু ব্যথা পেলে বাবাদের চোখ ভিজে যেত।

বাচ্চাগুলারে রহম করো মাবুদ, এদের লাশের ভার বাবা মা বইতে পারবে না...

© Sohel r rana

উত্তরার মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে F7 যু দ্ধবিমান। বহু নিহত ও আহতের খবর পাওয়া যাচ্ছে। আপনাদের সন্ত...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে F7 যু দ্ধবিমান।
বহু নিহত ও আহতের খবর পাওয়া যাচ্ছে। আপনাদের সন্তান ও আত্মীয়স্বজন যারা সেখানে কর্মরত আছেন, তাদের দ্রুত খোঁজ নিন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।

মনিটাইজেশন পাওয়ার পর কতগুলা পাবলিক একবারে ভি আই আপি লেভেলে চলে গেছে 🥱 মানে পোস্টে কমেন্ট আসে ৫ টা,  ভিডিও তে ভিউ আসে ১০০...
21/07/2025

মনিটাইজেশন পাওয়ার পর কতগুলা পাবলিক একবারে ভি আই আপি লেভেলে চলে গেছে 🥱 মানে পোস্টে কমেন্ট আসে ৫ টা, ভিডিও তে ভিউ আসে ১০০/১৫০ এই নিয়ে চেলিবেটি হয়ে গেছে 🤣🤣
এত হাঁসি পাচ্ছে।।
মনে করতেছে এখন থেকেই লাখ লাখ ভিউ আর কমেন্ট আসবে আর সে কাউকে রিপ্লাই দিতে হবেনা।।অই যে বললাম - বিকচ সে চেলিবিটি 🥴



আসসালামু আলাইকুম। শুভ রাত্রি পিপল 🥱🥱 #ফালাক & তার মা- বাবার জন্য দোয়া রাখবেন সকলে🤲
20/07/2025

আসসালামু আলাইকুম।
শুভ রাত্রি পিপল 🥱🥱
#ফালাক & তার মা- বাবার জন্য দোয়া রাখবেন সকলে🤲


কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের ...
20/07/2025

কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের স্বামী রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের হাজবেন্ড ছিলেন জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি; তিনি নিজ থানার একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে মূলত নিজে প্রাণ হারালেন। আর এরাই হলো ইসলামী আন্দোলনের কর্মী।

আমার বোন এ মৃ-ত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা🥲🥲 স্বামীর মৃ-ত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় ৮ ঘন্টা বেহুঁশ ছিলেন। দাপন সম্পন্ন করলাম। দাপনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন। পথিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান। গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন। সাথে সাথে আমাদের কল দেয় সবাই দৌড়ে গেলাম। বোনকে শান্তনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাপনের ব্যবস্থা করলাম। দাপন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম। অলটাইম বোনকে চোখে চোখে রাখি। প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দু'আ করে বোন।

কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারো সাথে বোন আর কথা বলেনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে দুহাত তুলে জাস্ট একটা দু'আ করতে শোনা যায় "হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয়তমর কাছে নিয়ে যান। আমি আত্নহত্যা করতে চাইনা আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাইনা। আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দযাকরে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।🥲🥲

আজ ভোর ৫:১৫ এ আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায়🥲🥲 বোনের দু'আ আল্লাহ তাআ'লা খুব দ্রুত কবুল করেছেন। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শুন্যস্থান🥲🥲

ভাবছিলাম এটি ফেসবুকে জানাবনা। তবুও কৌতূহল থেকে জানালাম। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন। স্বামীর আদেশ ছাড়া কখনো কোন কাজ সম্পাদন করেনি, কোন পুরুষের সাথে দেখা/কথা বলেনি আমার কলিজার বোন।🥲🥲🥲

আজ সেই বোন আবারো স্বামীর সাথে মিলিত হলেন। বোনকে রাত ১১:৩০ এ জানাজা ও দাপন সম্পন্ন করব। আমি ঢাকার সমাবেশ থেকে গিয়ে বোনের জানাজা হবে এবং দাপন হবে। বোনের জন্য দু'আ চাই।🥲

©
সংগ্রহীত

সর্বশেষ জান্নাতী ব্যক্তির চমৎকার ঘটনা---- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ...
19/07/2025

সর্বশেষ জান্নাতী ব্যক্তির চমৎকার ঘটনা
---- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে একজন পুরুষ। কখনো সে হাটবে, কখনো উপুড় হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দিবে। যখন এ পথ অতিক্রম করে সামনে চলে যাবে ।

তখন সে তার দিকে ফিরে বলবে:
বরকতময় সে আল্লাহ, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন, যা আগে-পরের কাউকে তিনি দান করেননি। অতঃপর তার জন্য একটি বৃক্ষ উম্মুক্ত করা হবে।

সে বলবে, হে আল্লাহ! এ বৃক্ষের কাছে নিয়ে যাও, যাতে এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি।

আল্লাহ বলবেন :হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি, তুমি নিশ্চয় আরেকটি প্রার্থনা করবে।

সে বলবে : না, হে আমার রব। সে এর জন্য ওয়াদাও করবে।

আল্লাহ বার বার তার অপরাগতা গ্রহণ করবেন। কারণ, সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্যধারণ সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়ায় আশ্রয় নিবে, তার পানি পান করবে।

অতঃপর আগের চেয়ে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উম্মুক্ত করা হবে।

তখন সে বলবে: হে আমার রব! এ বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নিব, এর পানি পান করব। এ ছাড়া আর কিছু প্রার্থনা করব না।

তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন : হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে, আর কিছু প্রার্থনা করবে না? এর কাছে যেতে দিলে তুমি আরো অন্য কিছু প্রার্থনা করবে।

অতঃপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে।

আল্লাহ তার অপরাগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে, যার ওপর তার ধৈর্যধারণ সম্ভব হবে না। অতঃপর তাকে সে গাছের নিকটবর্তী করা হবে। সে তার ছায়াতলে আশ্রয় নিবে, তার পানি পান করবে।

অতঃপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ উম্মুক্ত করা করা হবে, যা আগের দু’বৃক্ষ থেকেও উত্তম।

সে বলবে : হে আল্লাহ! এ বৃক্ষের নিকটবর্তী কর, আমি তার ছায়াতলে আশ্রয় নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা করব না।

তিনি বলবেন : হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ, তবে, এটাই শেষ, আর কিছু চাইব না।

আল্লাহ তার অপরাগতা কবুল করবেন। কারণ, সে এমন জিনিস দেখবে, যার ওপর ধৈর্যধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে, তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে।

সে বলবে : হে আমার রব! আমাকে এতে প্রবেশ করাও।

আল্লাহ বলবেন : হে বনি আদম, তোমার চাওয়া আর শেষ হবে না। তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো প্রদান করব, এতে কি তুমি সন্তুষ্ট হবে?
সে বলবে : হে আল্লাহ, তুমি দুজাহানের রব, তা সত্বেও তুমি আমার সাথে উপহাস করছ ! ?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা বলতে বলতে হেসে দিলেন।
সাহাবারা তাকে বলল : হে আল্লাহর রাসূল! কেন হাসছেন?

তিনি বললেন : আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে।

যখন সে বলবে : আপনি দু’জাহানের মালিক হওয়া সত্বেও আমার সাথে উপহাস করছেন?

তখন আল্লাহ বলবেন : আমি তোমার সাথে উপহাস করছি না; তবে কি, আমি যা-চাই তা-ই করতে পারি ।

আরো প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বললেন : এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে।

তখন আল্লাহ বলবেন : এ সব তোমাকে দেয়া হল এবং এর সাথে আরো দশগুন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে দু’জন হুরও প্রবেশ করবে।

তারা তাকে বলবে : সমস্ত প্রসংশা সে আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সে বলবে : আমাকে যা দেয়া হয়েছে, তার মত কাউকে দেয়া হয়নি।

সূত্রঃ সহীহ মুসলিম ১৮৭

Address

Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falaq's Tiny Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share