Falaq's Tiny Nest

Falaq's Tiny Nest Assalamu alaikum
this is my page about my Daily life/cooking/homedecor��Hope you guyz enjoy �
(1)

01/10/2025

উফফ!
ফেভারিট কম্বো 🫶🫶

30/09/2025

স্বপ্নে খেতে দেখলে:

জাদু নষ্টের সাধারণ পদ্ধতি:
অজু করে বসুন। "একটি গ্লাসে পানি নিন। তারপর সেই পানিতে সিহরের আয়াত পড়ে ফুঁ দিন (অর্থাৎ সূরা বাকারা ১০২, সুরা আ’রাফ ১১৭-১২২, ইউনুস ৮১-৮২, সুরা ত্বহা ৬৯নং আয়াত), এরপর সূরা ফালাক্ব ৩বার, সূরা নাস ৩বার পড়ে ফুঁ দিন।" শুরুতে ও শেষে সম্ভব হলে দরুদপাঠ করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন মাথায় হাত রেখে পড়তে। সম্ভব হলে এই পানিতে ৩ টা বরইপাতার বেটে মিশাবেন৷

এটা করতে না পারলে পড়া পানিতে তিনকূল ও আয়াতুল কুরসী পড়ে খাবেন। তবে শুরুর কিছুদিন এটা করুন। স্বপ্নে খেতে দেখলে। রাকির দেয়া প্রেসক্রিপশন এ সোনাপাতা থাকলে সোনাপাতা এ নিয়মে পড়ে খাবেন। খালি পেটে সকালে খেলে বেশি উপকৃত হবেন। ইনশাআল্লাহ।

(সংগ্রহীত)

30/09/2025

good evening 🤗

এইটা কখন যাবে রে ভাই?🙄🙄🙄 রিচ তো এমনিতেই কম তার উপর আরো কমাই দিসে। মন চাই সব ছেড়ে ছুডে ভাগি 😑😑
30/09/2025

এইটা কখন যাবে রে ভাই?🙄🙄🙄 রিচ তো এমনিতেই কম তার উপর আরো কমাই দিসে। মন চাই সব ছেড়ে ছুডে ভাগি 😑😑

কোনো দাগ ছাড়া ফ্রেশ দেখতে যে কলা সেগুলাতে ভেজাল থাকে 🚫
29/09/2025

কোনো দাগ ছাড়া ফ্রেশ দেখতে যে কলা সেগুলাতে ভেজাল থাকে 🚫

⛔ সতর্কতা মূলক পোস্ট....⛔১৬ বছরের একটি ছেলে সম্প্রতি মারা গেছে। তিনি এবং তাঁর ভাই একই ঘরে ঘুমাচ্ছিলেন।গভীর রাতে তার বমি ...
28/09/2025

⛔ সতর্কতা মূলক পোস্ট....⛔
১৬ বছরের একটি ছেলে সম্প্রতি মারা গেছে। তিনি এবং তাঁর ভাই একই ঘরে ঘুমাচ্ছিলেন।

গভীর রাতে তার বমি পেয়ে উঠল। তার ভাই বলেছিলেন যে তিনি তার হাতটি তার মুখের কাছে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলেন।
বমি করার পরে শ্বাস নিতে অসুবিধার অভিযোগ করেন তিনি। পরে মারা যান।.... এখন ডাক্তার ঘোষণা করেছেন যে তিনি বিছানা বা গালিচা নষ্ট না করার জন্য টয়লেটে পৌঁছা পর্যন্ত তিনি তার বমি ধরে রেখেছিলেন, এবং এটাই তাকে দম বন্ধ করেছিল। বমিটি সরাসরি তার বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যায়।.... সুতরাং, আমাদের উচিত বাচ্চাদের যেখানে বমি লাগে সেখানে করতে দেওয়া। বাথরুমে না পৌঁছানো পর্যন্ত আমাদের কখনই তাদের বমি ধরে রাখতে বাধ্য করা উচিত নয়। কার্পেটটি সর্বদা ধুয়ে নেওয়া যাবে তবে আমরা কোনও শিশুকে ফিরে পেতে পারি না একবার শ্বাস বন্ধ হয়ে গেলে।

শুধু শিশু নয় বড়দেরও এমন হতে পারে।

প্লিজ আপনার বন্ধুবান্ধব প্রিয়জনকেও এই তথ্য জানতে হেল্প করুন!
Collected

28/09/2025

আমি পারিনা রান্না করতে, তাও ট্রাই করলাম
উইথ গরুর মাংস 🤤

প্রতিবারের মত এবার ও আমাকে নিরাশ করেনি  illusion 😊😊 ফালাক এর ৬ মাস এর বার্থ ডে থেকে শুরু করে এখন ৩ বছর পর্যন্ত সব কেক ই ...
27/09/2025

প্রতিবারের মত এবার ও আমাকে নিরাশ করেনি illusion 😊😊 ফালাক এর ৬ মাস এর বার্থ ডে থেকে শুরু করে এখন ৩ বছর পর্যন্ত সব কেক ই #নিশাত আপুর থেকে নেয়া। সাথে অন্যদের জন্য ও নিয়েছি অনেক।
থ্যাংক ইউ সো সো মাচ বেহেন।।
টেস্ট: ১০০/১০০ 🥰


আল্লাহ আমাদের কে বোঝার তৌফিক দিক 🤲🤲
26/09/2025

আল্লাহ আমাদের কে বোঝার তৌফিক দিক 🤲🤲

শুভ সন্ধ্যা জনগণ কেমন আছেন সবাই?
25/09/2025

শুভ সন্ধ্যা জনগণ
কেমন আছেন সবাই?

🤤🤤🤤
25/09/2025

🤤🤤🤤

মানুষ কক্সবাজার গিয়ে আচার আর শুটকি আনে। আর আমরা যায় বাম আনার উদ্দেশ্য তে 🥴 যাওয়ার আগেই সবাই বলবে বাম আনিস বেশি করে। যদিও...
25/09/2025

মানুষ কক্সবাজার গিয়ে আচার আর শুটকি আনে। আর আমরা যায় বাম আনার উদ্দেশ্য তে 🥴 যাওয়ার আগেই সবাই বলবে বাম আনিস বেশি করে।
যদিও এইবার শুধু আমার স্বামী গিয়েছে
#কক্সবাজার

Address

Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falaq's Tiny Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share