
26/06/2025
একটি সাহায্যের আবেদন 🙏
সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান ( শহিদুল ইসলাম স্যার )
🆘 সহযোগিতার আবেদন – আমাদের প্রিয় শিক্ষক জনাব শহীদ স্যার 🙏
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শহীদুল ইসলাম স্যার প্রাথমিক ভাবে ক্যান্সার আক্রান্ত হয়েছেন। 💔
তিনি ১যুগে ধরে ছাত্রদের আলোকিত করেছেন, মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ তিনিই জীবনের কঠিনতম যুদ্ধের সম্মুখীন।
🩺 বর্তমানে তাঁর উন্নত চিকিৎসা জরুরি, যা অত্যন্ত ব্যয়বহুল। তাঁর পরিবার একা এই খরচ বহন করতে পারছে না। তাই আমরা, তাঁর প্রাক্তন ছাত্ররা, সহকর্মীরা এবং শুভাকাঙ্ক্ষীরা, সকলের প্রতি সহযোগিতা ও দোয়ার আবেদন জানাচ্ছি।
🤝 প্রিয় স্যারের জীবনে আলো ফেরাতে পারে।সময় মাত্র অল্প ৫ দিনের মধ্যে ।ইন্ডিয়া উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে!
আপনারা যে যতটুকু সম্ভব একটি জীবন বাঁচাতে সাহায্য করুন 🙏
📌 সাহায্য পাঠানোর বিকাশ/নগদ নম্বর:
ছাত্র জাবেদুল ইসলাম :- 01894200808
📌 ব্যাংক একাউন্ট:
ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক
একাউন্ট নাম্বার: 1070786680001
একাউন্ট হোল্ডার: জাহেদুল ইসলাম
📞 যোগাযোগ:
জাহেদুল ইসলাম – 01825616022 (বিকাশ + নগদ)
(সার্বিক তত্ত্বাবধানে আছেন)
এডমিন পোস্ট