Mimisu's Kitchen

Mimisu's Kitchen Sharing my little life here through videos. I love to do cooking and will try to share it with you all. Hope you all will like it..

01/08/2025

কথা বলুন,বলে ফেলুন সব। কথা না বল্লে,কথা জমিয়ে রাখলে বুকের ভিতরে কস্ট বাড়ে,কস্ট থেকে রাগ হয়,খোভ জমে,ক্রোধ সৃষ্টি হয় এবং একটা সময় নিজেই নিজেকে শেষ করার চিন্তা মাথায় আসে।

মায়ের বদ্বোয়া যদি কোন সন্তানের গায়ে লাগতো,তাহলে সবার আগে আমার ভাই হতো এক নাম্বার অভাগা,আমার আম্মুর বদ্বোয়ায় সে হয়তো আন্ধ...
31/07/2025

মায়ের বদ্বোয়া যদি কোন সন্তানের গায়ে লাগতো,তাহলে সবার আগে আমার ভাই হতো এক নাম্বার অভাগা,আমার আম্মুর বদ্বোয়ায় সে হয়তো আন্ধা লোন্জা হই যাইতো,কিন্তু না সে অনেক ভালোই আছে।সুন্দর জীবন যাপন করতেছে বহাল তবিয়তেই। এই পৃথিবীতে যদি মায়ের বদ্বোয়া সন্তানের গায়ে লাগতো, তাহলে যুগে যুগে এত মা বৃদ্ধাশ্রমে জীবন যাপন করতে হতোনা।আল্লাহ মায়ের মন টা সেইভাবে বানাইছে।
কিন্তু সন্তানদের মায়ের সাথে খারাপ ব্যবহার,অসম্মান সেইটা মায়ের মন মেনে নিলেও, উপরে আল্লাহ কিন্তু মেনে নেন না।
তাইতো মায়ের সাথে খারাপ বা অসম্মান করার শাস্তি পবিত্র কোরান মজিদেও বারবার উল্লেখ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরপর তিনবারই মায়ের নাম নিয়েছেন সম্মানের তালিকায়।
তাই ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি সেই শিক্ষা দিবেন,যাতে কোন সন্তান বড় হলে,টাকা পয়সার অহংকারে নিজের অস্তিত্ব ভুলে না যায়।
সন্তান কে সেই শিক্ষা দিবেন যাতে করে সে আপনার সাথে বড় গলায়,উচ্চ স্বরে কথা বলার আগে একটা বার চিন্তা করে আপনিই তার জন্মদায়িনী মা, আপনি আছেন বলেই, সে আজ আপনারই সামনে দাড়িয়ে আছে।
সেই শিক্ষা দিবেন মায়ের সাথে স্বয়ং আল্লাহ কারো সাথে তুলনা করেন নাই,সে যেন অন্যের সাথে মায়ের তুলনা করার সাহস না করে কোনদিন।
🌺🌺সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ আমাকেও পাশে পাবেন সবসময় 🌺🌺
🌺🌺🌺🌺শুভরাত্রি সবাইকে। 🌺🌺🌺🌺

30/07/2025

✅ দূঃখ যদি বিক্রি হতো
ওজন মাপার দরে...
এই দুনিয়ার বুকে সবচেয়ে বড়লোক হইতাম
দূঃখ বিক্রি করে.....😔😔

আপনার উপার্জনে পরিবার চলতেছে বলে আপনি অহংকার করতেছেন, বা কখনো কখনো খোটা দিচ্ছেন, কিন্তু কেন ভাবতেছেন না আপনার মাধ্যমে পর...
30/07/2025

আপনার উপার্জনে পরিবার চলতেছে বলে আপনি অহংকার করতেছেন, বা কখনো কখনো খোটা দিচ্ছেন, কিন্তু কেন ভাবতেছেন না আপনার মাধ্যমে পরিবারের সবার রিজিকের ব্যবস্থা করেই উপরের আল্লাহ আপনাকেও খাওয়াচ্ছেন।আল্লাহর কাছে শুকরিয়া করুন,আল্লাহ যেভাবে দেয় ঠিক সেইভাবেই কেড়েও নিতে পারেন মূহুর্তে।

30/07/2025

আপনার সন্তান কে পূথিগত বিদ্ব্যার পাশাপাশি মানুষ বানান,অন্য কে সম্মান দেওয়া শিখান,না হলে দেখবেন একটা সময় টাকা পয়সা সব কিছু পেলেও সত্যিকারের মানুষ হবেনা।

30/07/2025

কোথাও যোগাযোগ কমে গেলে,অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে উঠে।
সুতরাং আপনি কাউকে ত্যাগ করলে, ভাববেন না সে সঙ্গহীন।

29/07/2025

রাগী মেয়েরা খুব বেশিদিন বাঁচেনা। তাদের রাগ যেমন তীব্র, তাদের অভিমানটাও বড্ড তীব্র হয়। তারা আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারেনা। একদিন মৃত্যুর কাছে হার মানে।

29/07/2025

আমার পেইজের রিচ ডাউন,ফলোয়ার ড্রপ হওয়ার একমাত্র কারন... 😔
আমার অনিমিয়তা....
অমনোযোগীতা....😔

28/07/2025

শুভরাত্রি..... 🌺

Address

Halishahar Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimisu's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mimisu's Kitchen:

Share