14/09/2025
শ্রদ্ধাঞ্জলি 🌸
বাংলা সংগীতজগত আজ শোকাহত। লালন গীতির কিংবদন্তি শিল্পী, আমাদের প্রিয় ফরিদা পারভীন আর নেই। 🎶
তাঁর কণ্ঠে লালনের গান শুধু সংগীত ছিল না, ছিল এক গভীর দর্শন, ছিল আত্মার আরাম। তিনি লালন সঙ্গীতকে দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছিলেন।
তাঁর প্রস্থান আমাদের সংস্কৃতির এক অপূরণীয় ক্ষতি। 💔
আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব তাঁর প্রতি, তাঁর অমর গান আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে।
🙏 শ্রদ্ধা ও ভালোবাসা ফরিদা পারভীন আপা 🙏
আপনি শান্তিতে থাকুন।