
04/04/2025
পরিচয় পেতে শেয়ার করে সহযোগিতা করুন বড়তাকিয়া বাসের ধাক্কায় অটো রিক্সায় থাকা তরুণি নিহত।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় দ্রুত গ্রামি বাসের ধাক্কায় অটোতে থাকা এক যাত্রী নিহত হয়।
নিহতের তরুণির পরিচয় এখনো পাওয়া যায়নি তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে রাখা হয়েছে। তরুণির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক। @হাইলাইট করুন